ইহসানুল করিম
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কোনো অ্যাকাউন্ট নেই: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার ইউএনবিকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।
তিনি বলেন, ‘ফেসবুক,টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে তার কোনো অ্যাকাউন্ট নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মিথ্যা ও ভুয়া পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রেস সচিব সবাইকে অনুরোধ করেন।
২ বছর আগে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ ২ বছর বাড়ল
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে ইহসানুল করিমের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হয়েছে।
রবিবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, ইহসানুল করিমের চাকরির চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে দুই বছর বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব ইহসানুল করিমকে ২০১৫ সালের ১৫ জুন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয় এবং এরপর ২০১৬ সালের ১৬ জুন ও ২০১৯ সালের ১৮ জুন তিন বছর করে মেয়াদ বাড়ানো হয়।
এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ছিলেন।
২ বছর আগে
রোজিনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের শোক
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলাদেশ টেলিভিশনের প্রথম নারী ক্যামেরাপার্সন রোজিনা আক্তারের মৃত্যুতে শুক্রবার গভীর শোক প্রকাশ করেছেন ।
৪ বছর আগে