কন্যা
জামালপুরে পানিতে ডুবে ২ শিশুকন্যার মৃত্যু
জামালপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর পিঙ্গলহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুকন্যা হলো- শাহবাজপুরের সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া (৭) এবং একই এলাকার এরশাদ হোসেনের মেয়ে আতিয়া (৭)।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তারা নুর এ মদিনা কিন্ডারগার্টেন মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা দুজন চাচাতো বোন।
স্থানীয়রা জানায়, সোমবার (২৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌমিত্র কুমার বণিক বলেন, দুপুর দেড়টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়। তারা মৃত ছিল।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী খান জানান, জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাছভর্তি বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
গাড়ি চালানো অবস্থায় চালক হৃদরোগে আক্রান্ত, দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
মাগুরায় অটোরিকশাচাপায় শিশু নিহত
মাগুরায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার(৩০ সেপ্টেম্বর) বিকালে জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রীটন সরকার জানান, নিহত শিশু মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামের শফিকুল ইসলামের কন্যা শিশু। সে গতকাল বিকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: করতোয়ায় নৌকাডুবি: দু’দিনে অর্ধশত লাশ উদ্ধার
চট্টগ্রামে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে
কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা
তারকাদের সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এমনটা ঘটেছিল তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ঘরে যেদিন নতুন অতিথি এলো।
কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী জন্মের পর তাকে নিয়ে দুই তারকার সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখা যায়। এবার প্রকাশ্যে এলো 'রাজকন্যা'র মুখ। বিবাহবার্ষিকীতে সন্তানের ছবি ফেসবুকে প্রকাশ করলেন নুসরাত ইমরোজ তিশা।
তিনটি ছবি প্রকাশ করে তিশা পোস্টে লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ১২ বছরের সংসার জীবনে এ বছর ৫ জানুয়ারি জন্ম নেয় তাদের প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী।
আরও পড়ুন: মেহজাবিন 'আ্যম্বুলেন্স চালক'!
ঈদ উপলক্ষে মোশাররফ করিমের ‘অমানুষ’
২ বছর আগে
কুষ্টিয়ায় শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, ফুুফু আটক
কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মিরপুর উপজলোর মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদহে উদ্ধার করা হয়।
জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজলোর মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামরে মেয়ে। জাহিদুল ইসলাম কুষ্টিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার। তাঁর দুই কন্যা সন্তানের মধ্যে নিহত জান্নাতুল ফেরদৌস বড়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন!
মিরপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেল থেকে জান্নাতুল ফেরদৌস নিখোঁজ ছিল। অনকে খোঁজা-খুঁজির পর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার হয়।
পুলিশ ইতোমধ্যে নিহত জান্নাতুল ফেরদৌসের ফুফু জহুরা খাতুন ও ফুফা আনিরুল হোসেনকে আটক করেছে। হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা।
আরও পড়ুন: স্বর্ণের বার লুট: ডিবির ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
তবে নিহত ওই শিশুর প্রতিবেশী এবং পুলিশের একটি সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী আপন ফুফু জহুরা খাতুন শিশুটিকে তার ঘরের মধ্যে ধারালো বটি দিয়ে হত্যার পর সন্ধ্যার দিকে একটি ব্যাগের মধ্যে করে মরদেহটি বাড়ি থেকে এক-দেড়শো মিটার দূরে ক্যানেলের ধারে রেখে আসেন। পুলিশ জহুরা খাতুনের ঘর থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তাক্ত বটি উদ্ধার করেছে বলে জানা গেছে।
৩ বছর আগে
ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম
ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক নারী।
সোমবার বিকাল ৪টার দিকে শহরের হায়দার ক্লিনিকে সি-সেকশনের (অপারেশন) মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় একসাথে ১০ সন্তান জন্মদানের দাবি নিয়ে ধোঁয়াশা
সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।
আরও পড়ুন: মরক্কোতে একসঙ্গে ৯ সুস্থ সন্তান প্রসব!
গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন।
বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যা সন্তানের জন্ম দেন। সালমা আক্তারের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন: কন্যা সন্তান জন্ম দেয়ায় তাড়িয়ে দিল স্বামীর পরিবার: নবজাতকের মায়ের মামলা
আনোয়ার হোসেন আরও বলেন, এক সঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন পালনে কোনও সমস্যা হবেনা।
ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালের সিঁড়িতেই সন্তান জন্ম!
হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।
৩ বছর আগে
দ্বিতীয় কন্যার বাবা হলেন সাকিব
তারকা ক্রিকেটার সাকিব আল হাসান শুক্রবার আরেক কন্যা সন্তানের বাবা হয়েছেন। সাকিব ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে পরিবারের এ নতুন সদস্যকে পেয়েছেন।
৪ বছর আগে