পিএসজি
২৭ শট নিয়েও ব্যর্থ পিএসজি, লিভারপুলের বাজিমাত
ম্যাচজুড়ে ২৭টি শট নিয়ে তার দশটি লক্ষ্যে রেখেও গোল আদায় করতে পারল না প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি), অন্যদিকে মাত্র দুটি শটের একটি লক্ষ্যে রেখেই বাজিমাত করে এগিয়ে গেল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচটির সারাংশ অনেকটা এমনই।
প্যারিসে বুধবার নিজেদের মাঠে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছে লুইস এনরিকের দল।
ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে গোল করে উল্লাসে ফেটে পড়েন হার্ভি এলিয়ট। বদলি নামার ৪৭ সেকেন্ড পরই গোল করে আর্নে স্লটের তুরুপের তাস বনে যান ২১ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার।
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে আট ম্যাচ খেলে একটিও গোল করতে না পারা এলিয়ট চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচ মাঠে নেমেই তিনটি গোল করে ফেললেন।
আরও পড়ুন: ফেয়েনুর্ডকে হারিয়ে শেষ আটে এক পা ইন্টারের
এছাড়া চলতি মৌসুমে আগুনঝরা ফুটবল উপহার দিয়ে চলা মোহাম্মদ সালাহ এদিন ছিলেন একেবারে নিষ্প্রভ। ছয় সপ্তাহ পর তিনি প্রথমবার কোনো ম্যাচে গোল বা অ্যাসিস্ট—কোনোটিই করতে ব্যর্থ হলেন।
তবে ৫-৬টি দুর্দান্ত সেভের পাশাপাশি মোট ৯টি সেভ করে লিভারপুরের জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক আলিসন বেকার।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবটির অজেয় যাত্রা অব্যাহত রইল। এ পর্যন্ত ৯ ম্যাচ খেলে তার মাত্র একটি ড্র করে বাকি আট ম্যাচই জিতে নিয়েছে লিভারপুল।
অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ (১৮ জয়, ২ ড্র) অপরাজিত থাকার পর অবশেষে হারের তেতো স্বাদ পেল পিএসজি।
অবশ্য ম্যাচের ২০তম মিনিটে একটি গোল পেয়েছিল পিএসজি, কিন্তু অফসাইডের কারণে খিচা কেভারাত্সখেলিয়ার (কেভারা) সেই গোলটি বাতিল করে দেয় ভিএআর। পরে শত চেষ্টা করেও আর ভাগ্য বদলাতে পারেনি তারা।
নাটকীয় এই ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে রইল লিভারপুল। আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে হবে ফিরতি লেগ।
আরও পড়ুন: অসীম ধৈর্য্য ও স্টান্সনির কৃতিত্বে জিতে ফিরল দশজনের বার্সেলোনা
দিনের অপর ম্যাচে শুরুর দিকে দশজনের দলে পরিণত হয়েও বেনফিকার মাঠ থেকে ১-০ গোলে জিতে ঘরে ফিরেছে বার্সেলোনা।
এছাড়া, লিগ প্রতিদ্বন্দ্বী বায়ের লেভারকুজেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন মিউনিখ, ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে। এর ফলে টানা ছয় ম্যাচ ব্যর্থ হওয়ার পর শাবি আলোনসোর দলকে অবশেষে হারাতে সক্ষম হয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
এর আগে, দিনের প্রথম ম্যাচে ফেয়েনুর্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারের পথ পরিষ্কার করেছে ইন্টার মিলান।
৫ দিন আগে
চ্যাম্পিয়ন্স লিগ নকআউট ড্র: মুখোমুখি দুই মাদ্রিদ, বার্সেলোনার স্বস্তি
প্লে-অফ থেকে ১৬টি দল চূড়ান্ত হওয়ার পর এবার হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। নতুন নিয়মের এই ড্রয়ে বেশ কয়েকটি বড় দল তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ পেলেও সেয়ানে সেয়ানে লড়াইও দেখা যাবে কয়েকটি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এ সময় শুধু শেষ ষোলো নয়, ফাইনাল পর্যন্ত যেতে কোন দলের কী সমীকরণ, সে পথও স্পষ্ট করা হয়েছে।
নতুন ফরমেটে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে নতুন নিয়মেই হয়েছে ড্র। এতে দুটি ‘লিগ ক্লাসিক’ লড়াই দেখার সুযোগ মিলবে দর্শকদের। তার মধ্যে একটি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বায়ের লেভারেকুজেন। শাবি আলোনসোর হাতের ছোঁয়ায় গত মৌসুম থেকে জ্বলে ওঠা লেভারকুজেনই বর্তমানে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের প্রধান প্রতিদ্বন্দ্বী।
এছাড়া রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র হয়েছে আতলেতিকো মাদ্রিদের। ফলে লা লিগা, কোপা দেল রের পর এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও দুই নগর প্রতিদ্বন্দ্বীর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।
তবে বার্সেলোনার সামনে পিএসজির মতো সম্প্রতি ভয়ঙ্কর হয়ে ওঠা দল পড়ার সম্ভাবনা থাকলে এ যাত্রায় সেই বিপদ কেটেছে দলটি। অপর সম্ভাব্য দল বেনফিকাই পড়েছে তাদের সামনে। ফলে ফাইনালের আগে আর বার্সেলোনার সঙ্গে তাদের দেখা হওয়ার সুযোগ নেই।
আর এতে করে চলতি মৌসুমে অপ্রতিরোধ্য লিভারপুলের সঙ্গী হয়েছে লুইস এনরিকের শিষ্যরা। তাই চরম হাইভোল্টেজ এই ম্যাচের দিকে বিশেষ নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
এ ছাড়াও অনেক বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেওয়া অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ক্লাব ব্রুজের নাম। আর আর্সেনাল, ইন্টার মিলান ও ডর্টমুন্ড পেয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ।
এক নজরে শেষ ষোলোর ড্র
• ক্লাব ব্রুজ-অ্যাস্টন ভিলা • লিল-বরুশিয়া ডর্টমুন্ড • রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ • বায়ার্ন মিউনিখ-বায়ের লেভারকুজেন • পিএসভি আইন্ডহোভেন-আর্সেনাল • ফেয়েনুর্ড-ইন্টার মিলান • পিএসজি-লিভারপুল • বেনফিকা-বার্সেলোনা
(পরের দলটি ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলার সুবিধা পাবে।)
১৭ দিন আগে
চ্যাম্পিয়ন্স লিগ: নকআউটে গেল কারা, কে হচ্ছে কার প্রতিপক্ষ, ড্র কবে
নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আট দল নিশ্চিত হয়েছিল আগেই। গত দুদিন প্লে-অফের দ্বিতীয় লেগ শেষে চূড়ান্ত হয়েছে বাকি আট দলও।
দুটি অঘটনের জন্ম দিয়ে শেষ হয়েছে প্লে-অফ পর্ব। ওই দুই ম্যাচে দুই ডাচ ক্লাব ফেয়েনুর্ড ও পিএসভি আইন্ডহোভেনের কাছে হেরে বিদায় নিয়েছে ইতালির দুই ক্লাব এসি মিলান ও ইউভেন্তুস।
এছাড়া, ক্লাব ব্রুজের কাছে হেরে আতালান্তা, বেনফিকার কাছে হেরে মোনাকো, বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে স্পোর্তিং এবং রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে ম্যানচেস্টার সিটির মতো বড় বড় ক্লাবগুলোর।
আরও পড়ুন: প্লে-অফে ফের অঘটন, এবার ইউভেন্তুসের বিদায়
যাইহোক, যোগ্যতার লড়াইয়ে নকআউট পর্বের শেষ আট দল চূড়ান্ত হয়েছে। সেগুলো হলো— ফেয়েনুর্ড, ক্লাব ব্রুজ, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ডর্টমুন্ড, আইন্ডহোভেন, পিএসজি ও রিয়াল মাদ্রিদ।
আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই জানা যাবে শীর্ষ আট দলের কার প্রতিপক্ষ হচ্ছে কোন দল।
তবে উয়েফার নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দলেরই সম্ভাব্য দুই প্রতিপক্ষের নাম আগেই নিশ্চিত হয়েছে। এই দুই দলের ভেতর থেকেই এক দল নির্দিষ্ট দলের বিপক্ষে খেলবে।
শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ
লিভারপুল: পিএসজি/বেনফিকা
বার্সেলোনা: বেনফিকা/পিএসজি
আর্সেনাল: পিএসভি/ফেয়েনুর্ড
ইন্টার মিলান: ফেয়েনুর্ড/পিএসভি
আতলেতিকো মাদ্রিদ: বায়ার্ন মিউনিখ/রিয়াল মাদ্রিদ
বায়ের লেভারকুজেন: রিয়াল মাদ্রিদ/বায়ার্ন মিউনিখ
লিল: ক্লাব ব্রুজ/ডর্টমুন্ড
অ্যাস্টন ভিলা: ডর্টমুন্ড/ক্লাব ব্রুজ
রিয়াল মাদ্রিদ: লেভারকুজেন/আতলেতিকো মাদ্রিদ
পিএসজি: বার্সেলোনা/লিভারপুল
বায়ার্ন মিউনিখ: আতলেতিকো মাদ্রিদ/লেভারকুজেন
বরুশিয়া ডর্টমুন্ড: অ্যাস্টন ভিলা/লিল
বেনফিকা: বার্সেলোনা/লিভারপুল
পিএসভি: আর্সেনাল/ইন্টার মিলান
ক্লাব ব্রুজ: লিল/অ্যাস্টন ভিলা
ফেয়েনুর্ড: ইন্টার মিলান/আর্সেনাল
উল্লেখ্য, শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ এবং দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে এক সপ্তাহ পর ১১ ও ১২ মার্চ।
আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিকে বিধ্বস্ত সিটি, শেষ ষোলোয় রিয়াল
শীর্ষ আট দল দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে এবং প্লে-অফ থেকে নকআউট পর্বে ওঠা দলগুলোকে প্রথম লেগই ঘরের মাঠে খেলতে হবে।
এক নজরে শেষ ষোলোর শীর্ষ আট দল
লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, বায়ের লেভারকুজেন, লিল ও অ্যাস্টন ভিলা।
প্লে-অফ থেকে আসা বাকি আট দল
ফেয়েনুর্ড, ক্লাব ব্রুজ, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ডর্টমুন্ড, আইন্ডহোভেন, পিএসজি ও রিয়াল মাদ্রিদ।
বাদ পড়ল যারা
এসি মিলান, আতালান্তা, সেল্টিক, মোনাকো, স্পোর্তিং, ইউভেন্তুস, ব্রেস্ত ও ম্যানচেস্টার সিটি।
১৯ দিন আগে
বিরল রেকর্ডের রাতে ৭-০ গোলে জিতে নকআউট পর্বে পিএসজি
৩-০ গোলে এগিয়ে থাকায় পিএসজির জন্য শেষ ষোলো একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল, তবে দ্বিতীয় লেগে ব্রেস্তকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে তারা।
প্যারিসের পার্ক দে প্রান্সে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচে বুধবার রাতে আরেক ফরাসি ক্লাব ব্রেস্তকে ৭-০ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। এতে করে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলের অগ্রগামিতায় নকআউট নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।
এদিন ম্যাচের ২০তম মিনিটে ফাবিয়ান রুইসের অ্যাসিস্টে পিএসজিকে প্রথম এগিয়ে নেন ব্রাদলে বারকোলা। এরপর ৩৯ মিনিটে পিএসজির জার্সিতে প্রথম গোল করেন খিচা কেভারাত্সখেলিয়া (কেভারা)।
দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও বিরতি থেকে ফিরে ব্রেস্তকে আরও পাঁচটি গোল দেয় পিএসজি। ম্যাচের ৫৯, ৬৪, ৬৯, ৭৬ ও ৮৬তম মিনিটে গোলগুলো করেন যথাক্রমে ভিতিনিয়া, দেজিরে দুয়ে, নুনো মেন্দেস, গন্সালো রামোস ও সেনি মাইয়ুলু।
আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিকে বিধ্বস্ত সিটি, শেষ ষোলোয় রিয়াল
অবাক করার মতো ব্যাপার হচ্ছে, নতুন বছর পড়তেই উসমান দেম্বেলে জ্বলে উঠলেও গোল উৎসবের এই ম্যাচে তিনি কোনো গোল করতে পারেননি, এমনকি কোনো অ্যাসিস্টও আসেনি তার পা থেকে।
তবে ৭-০ গোলের এই জয়ের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে বিরল এক রেকর্ড গড়েছে পিএসজি। সাতটি গোলই দলটির পৃথক সাত খেলোয়াড়ের পা থেকে এসেছে। এর আগে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে কখনোই কোনো ম্যাচে ৭ জন আলাদা খেলোয়াড় গোল করতে পারেননি।
এর আগে, চ্যাম্পিয়ন্স লিগের যেকোনো পর্বে এক ম্যাচে সর্বাধিক ৬ খেলোয়াড় গোল করার সবশেষ ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৪ আগস্ট। ২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে আলিয়ান্স আরেনায় বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন। ম্যাচটিতে রবের্ট লেভানডোভস্কি, ইভান পেরিসিচ, সের্গে গেনাব্রি, ইয়োশুয়া কিমিখের একটি করে গোলের পাশাপাশি দুটি করে গোল করেন থমাস মুলার ও বার্সা থেকে সে সময় বায়ার্নে ধারে খেলা ফিলিপে কুতিনিয়ো।
আরও পড়ুন: প্লে-অফে ফের অঘটন, এবার ইউভেন্তুসের বিদায়
দিনের প্রথম ম্যাচে স্পোর্তিংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে বরুশিয়া ডর্টমুন্ড। তবে প্রথম লেগে স্পোর্তিংয়ের মাঠে ৩-০ গোলে জয় পাওয়ায় সহজেই শেষ ষোলো নিশ্চিত করেছে নিকো কোভাকের দল।
অপর ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে সিটির মাঠে ৩-২ গোলে জেতায় ৬-৩ গোলের অগ্রগামিতায় নকআউট পর্বে উঠেছে টুর্নামেন্টের ইতিহাসসেরা দলটি।
এছাড়া প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ঘটেছে একটি অঘটন। প্রথম লেগে ২-১ গোলে জিতেও পিএসভি আইন্ডহোভেনের কাছে ৩-১ গোলে হেরে প্রথম পর্ব থেকে ছিটকে গেছে ইউভেন্তুস। আর ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করেছে ডাচ ক্লাবটি।
এর মাধ্যমে নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ১৬টি দল চূড়ান্ত হয়েছে।
১৯ দিন আগে
দুর্দান্ত প্রত্যাবর্তনে সিটিকে বাদ পড়ার শঙ্কায় ফেলে জিতল পিএসজি
মাঠে কিংবা ব্যক্তিজীবনে, পেপ গার্দিওলার কঠিন সময় যেন শেষ হয়েও হচ্ছে না। টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে কয়েকদিন আগেই সুসময়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল তার দল। তবে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসে ফের খেই হারিয়ে ফেলল ম্যানচেস্টার সিটি।
বুধবার (২২ জানুয়ারি) রাতে প্যারিসের পার্ক দে প্রান্সে পিএসজির বিপক্ষে ২ গোলে এগিয়ে গিয়েও ফের নিদারুণ এক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিটিকে। অপরদিকে, ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৪-২ গোলের দারুণ এক জয় তুলে মাঠ ছেড়েছে লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাড়মেড়ে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। সবগুলো গোল হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধেই।
অসাধারণ সব খেলোয়াড়ে সমৃদ্ধ হয়েও চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের শুরু থেকে ভুগতে থাকায় লিগ পর্ব থেকেই পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে দুই দল। ফলে বাদ পড়ার শঙ্কা এড়িয়ে প্লে-অফে খেলার সম্ভাবনা বাড়াতে এই ম্যাচটি জয়ের বিকল্প ছিল না উভয় দলেরই। তাছাড়া, দুই কোচই এক সময়কার সতীর্থ এবং নিজেদের অধীনে বার্সেলোনাকে ট্রেবল জেতানোয় পিএসজি-সিটি ম্যাচটি নিয়ে ফুটবলভক্তদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা।
আরও পড়ুন: নাটকীয় বেনফিকা-বার্সা ম্যাচে হলো যেসব রেকর্ড
দুই কোচের খেলোয়াড়ি দর্শন প্রায় একই হলেও বল দখলের লড়াইয়ে এদিন সিটিকে টেক্কা দেয় পিএসজি। প্রথমার্ধে উভয় দলের খেলায় তেমন গতি না থাকলেও একটি গোল করে বসে পিএসজি, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ভোল পাল্টে ফেলে ম্যানচেস্টার সিটি। বলের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলেও যখনই বল পাচ্ছিলেন, তখনই আক্রমণে উঠে গোলের সুযোগ খুঁজছিলেন হালান্ড-ফোডেনরা।
এরই ধারাবাকিতায় ম্যাচের ৫০ ও ৫৩তম মিনিটে যথাক্রমে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হালান্ডের দুই গোলে চকিতে ম্যাচ জয়ের দাবিদার বনে যায় সিটি।
এরপর ঘুরে দাঁড়াতে বেশিক্ষণ লাগেনি পিএসজির। সিটির মতোই ৫৬ ও ৬০তম মিনিটে চকিতে দুই গোল করে দলকে সমতায় ফেরান উসমান দেম্বেলে ও ব্রাদলে বারকোলা।
এরপর থেকে ম্যানচেস্টারের দলটির ওপর ছড়ি ঘোরানো শুরু হয় এনরিকের শিষ্যদের। একের পর এক পরিকল্পিত আক্রমণে সিটির রক্ষণভাগ কাঁপিয়ে দেয় তারা। এর পরিপ্রেক্ষিতে ৭৮তম মিনিটে প্রথমবার দলকে লিড এনে দেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার জোইয়াও নেভেস। মাঝে দেম্বেলের আরও একটি গোল অফসাইডে বাতিলে হলে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সিটির কফিনে শেষ পেরকটি ঠুকে দেন আরেক পর্তুগিজ গন্সালো রামোস।
আরও পড়ুন: বায়ার্নকে হারিয়ে ফেয়েনুর্ডের চমক
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলাদের তালিকায় ঢুকে পড়েছে পিএসজি। তাদের অবস্থান এখন ২২তম। আর এই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় ৮ পয়েন্ট নিয়ে বাদ পড়াদের তালিকায় নেমে গেছে গেছে পেপ গার্দিওলার দল। তাদের অবস্থান এখন প্লে-অফে খেলার সর্বেশেষ অবস্থান থেকে ঠিক নিচে, টেবিলের ২৫ নম্বরে।
লিগ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার ২০তম স্থানে থাকা ক্লাব ব্রুজের মোকাবিলা করবে সিটি। প্লে-অফের আশা বাঁচাতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। পিএসজির শেষ ম্যাচও একই দিন। প্লে-অফ নিশ্চিত করতে ২৪তম স্থানে থাকা স্টুটগার্টের বিপক্ষে জিততে হবে তাদেরও।
দিনের অপর ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, এসি মিলান ও আর্সেনাল। তবে ফেয়েনুর্ডের কাছে ৩-০ গোলে হেরে গেছে বায়ার্ন মিউনিখ।
৪৭ দিন আগে
বার্সেলোনা ছাড়ার কারণ ও ক্যারিয়ারের গল্প বললেন নেইমার
২০১৭ সালের ২ আগস্ট, বার্সেলোনাভক্তদের হৃদয়ে আজও দিনটি অমলিন হয়ে আছে। সেদিন লিওনেল মেসির উত্তসূরি হিসেবে যাকে ভাবা হচ্ছিল, সেই নেইমারই ক্লাব ছাড়ার ঘোষণা দেন। তারপর থেকে গুঞ্জন ছিল বিশ্বসেরা ফুটবলার হতেই মেসির ছায়া থেকে বের হতে চেয়েছিলেন তিনি। তবে এত বছর পর সেইসব গুঞ্জনে জল ঢেলেছেন এই ব্রাজিলীয় তারকা।
সম্প্রতি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর একটি পডকাস্টে বার্সেলোনা ও পিএসজিতে থাকাকালে নিজের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন নেইমার। ওই আলাপচারিতায় উঠে আসে তার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার প্রসঙ্গটি।
২০১৭ সালে ঠিক কী হয়েছিল, মেসি তোমার (পিএসজিতে) চলে যাওয়ার বিষয়টি কীভাবে নিয়েছিল?— রোমারিওর এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলিয়ান প্রিন্স বলেন, ‘সত্যি কথা বলতে, বিশ্বসেরা ফুটবলার হওয়ার ইচ্ছায় আমি বার্সেলোনা ছাড়িনি।’
‘বার্সায় আমার শেষ সপ্তাহে মেসি নিজেই আমাকে ডেকে বলেছিল— কেন চলে যাচ্ছ? কারণটি যদি এমন হয় যে, তুমি বিশ্বের সেরা ফুটবলার হবে, তাহলে আমিই তোমাকে বিশ্বসেরা বানাব।’
‘আমি মেসিকে বলেছিলাম যে, বিষয়টি তা নয়। এটি ব্যক্তিগত এবং তোমাকে নিয়ে আমার মধ্যে এমন কোনোকিছু নেই।’
পিএসজির বিরাট অঙ্কের আর্থিক প্রস্তাব যে অনেকটাই প্রভাবিত করেছিল, তা স্বীকার করে নেইমার বলেন, ‘ওদের প্রস্তাবটি বার্সেলোনায় আমি যা উপার্জন করতাম, তার চেয়ে অনেক বড় ছিল।’
‘তাছাড়া নতুন দলে (পিএসজিতে) বেশ কয়েকজন ব্রাজিলীয় ফুটবলার ছিল। সেখানে আগে থেকেই থিয়াগো সিলভা ছিল। দানি আলভেস মাত্রই যোগ দিয়েছে তখন, আর মার্কিনিয়োস ও লুকাস (মৌরা) আমার বন্ধু। আমি ওদের সঙ্গে খেলতে চেয়েছিলাম।’
‘নিজেকে বলেছিলাম, আমার চারপাশে কিছু ব্রাজিলীয় (ফুটবলার) চাই। বার্সায় এখন আর কোনো ব্রাজিলীয় নেই।’
নেইমারের কথায়, ‘মেসিকে আমি আরও বলেছিলাম— আমি যাচ্ছি, একটা চান্স নিয়েই দেখি। তবে বিশ্বসেরা হতে আমি তাকে (মেসি) ছেড়েছি, কথাটা ঠিক নয়।’
৫২ দিন আগে
ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: মুখোমুখি ভিনিসিউস-নেইমার
২০০০ সালে যাত্রা শুরুর পর ২০০৫ সাল থেকে প্রতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন করে এলেও ২০২৫ আসর থেকে এই আয়োজন সত্যিকার অর্থে বৈশ্বিক রূপ পেতে যাচ্ছে। নতুন আঙ্গিকের ৩২ দলের এই লড়াইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে, আর তাতে দেখা গেছে চমকপ্রদ কিছু লড়াইয়ের আভাস।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের আগে বিশ্বকাপের নতুন ট্রফি উন্মাচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
অনুষ্ঠানের শুরুতে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রেকর্ড করা শুভেচ্ছাবার্তায় ট্রাম্প বলেন, ‘এটি অবিশ্বাস্য এক আসর হতে চলেছে।… শুধু এটুকু বলতে চাই যে, অসাধারণ একজন আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, যার নাম জিয়ান্নি।’
‘আমি তাকে জিয়ান্নি হিসেবেই জানি, তিনি একজন বিজয়ী। পরস্পরকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তার সঙ্গে সম্পর্ক থাকায় আমি গর্বিত, কারণ ফুটবল খেলাটি ক্রমেই নতুন উচ্চতা স্পর্শ করছে।… যুক্তরাষ্ট্রেও এটি ছড়িয়ে পড়ছে।’
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
এ পর্যন্ত ৬ দল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করে এলেও এবারই প্রথম সব মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে ৩২ দলের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। তবে বরাবরের মতো এবারও এই আসরে রয়েছে ইউরোপীয় ক্লাবগুলোর দাপট।
৯৪ দিন আগে
সংবাদ সম্মেলন থেকে রেহাই পেতে বেতনের অর্ধেক ছাড়তে রাজি এনরিকে
দলের বিভিন্ন খবর জানাতে ম্যাচের আগে-পরে ও নানা সময়ে সংবাদ সম্মেলনে বসতে হয় ক্লাবের ম্যানেজারকে। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া একদমই পছন্দ নয় পিএসজি কোচ লুইস এনরিকের। এ নিয়ে তিনি এতটাই অস্বস্তিতে ভোগেন যে, ক্লাব যদি তার বেতনের ৫০ শতাংশ কেটে রেখে সংবাদ সম্মেলন থেকে রেহাই দেয়, তা তিনি সানন্দে গ্রহণ করবেন।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও নিজের মুখেই এ কথা জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।
শুক্রবার রাতে লিগ-১ এর ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলন করেন এনরিকে। এ সময় সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
পিএসজি কোচ বলেন, ‘আপনাদের (সাংবাদিক) সঙ্গে আমি অনেক মজা করে থাকি। কিন্তু এটি (সংবাদ সম্মেলন থেকে রেহাই) সত্যি।’
আরও পড়ুন: পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
অস্বস্তিবোধ করলেও কখনোই সংক্ষিপ্ত পরিসরে সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন না জানিয়ে এনরিকে বলেন, ‘আমি কথা বলতে পছন্দ করি। কিন্তু আমার কাছে যদি এমন অপশন থাকত যে সংবাদ সম্মেলনে আর কথা বলতে হবে না, আমি অবশ্যই সেটি গ্রহণ করতাম। এমনকি যদি বেতনের ২৫ বা ৫০ শতাংশ কেটে নেওয়ার বিনিময়ে (চুক্তিপত্রে) এই সুযোগ রাখা হতো, আমি সই করতে একটুও দ্বিধা করতাম না।’
তবে বাস্তবে এমনটি সম্ভব নয় জানিয়ে এই কোচ বলেন, ‘ক্লাবগুলো আসলে চায় যে কোচরা (সাংবাদিকদের সঙ্গে) কথা বলুক। তবে সুযোগ থাকলে আমি অবশ্যই এটি করতাম। বিশেষ করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বসতে একদমই ভালো লাগে না। কারণ ম্যাচ শেষ করার পর আর শক্তি অবশিষ্ট থাকে না। এ সময় কিছু বিষয় নিয়ে কথা বলাটা সত্যিই ক্লান্তিকর।’
চলতি মৌসুমে লিগ-১ এ এখন পর্যন্ত পিএসজি ভালো অবস্থানে থাকলেও তাদের তুমূল প্রতিদ্বন্দ্বিতা দিয়ে চলেছে অলিম্পিক মার্শেই ও এএস মোনাকো।
লিগে পাঁচ ম্যাচ খেলে চারটি জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এনরিকের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়েও শুধু গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মার্শেই ও মোনাকো।
আরও পড়ুন: এমবাপ্পের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে প্রস্তুত পিএসজি
১৬৪ দিন আগে
পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও পিএসজিকে গোল করতে দিল না লা লিগায় গত মৌসুমে অসাধারণ পারফর্ম করে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা জিরোনা। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুলে হতাশা নিয়ে ঘরে ফিরতে হলো স্প্যানিশ ক্লাবটির।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে পার্ক দে প্রান্স স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার রাতে জিরোনার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে লুইস এনরিকের পিএসজি।
এদিন এক দশকেরও বেশি সময় পর বড় কোন তারকা ছাড়াই প্রথমবারের মতো ইউরোপের এলিট প্রতিযোগিতায় খেলতে নামে পিএসজি। এর আগে জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি, নেইমার, এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকারা পিএসজির হয়ে ইউরোপসেরার এই অঙ্গনে মাঠ মাতিয়েছে।
এছাড়া রিয়াল মাদ্রিদে নাম লেখানোর ফলে ৭ বছর পর এমবাপ্পেকে ছাড়া এদিন মাঠে নামে ক্লাবটি। তবে নতুন যুগের শুরুতেই হোঁচট খেতে বসেছিল লুইস এনরিকের শিষ্যরা।
আরও পড়ুন: ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
অন্যদিকে, গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা আর্তেম দবভিক, উইঙ্গার স্যাভিনিয়ো ও রাইট ব্যাক ইয়ান কুতোর মতো তারকা খেলোয়াড়দের ছাড়াই পিএসজিকে মোকাবিলা করতে মাঠে নামে জিরোনা। অথচ এই দলটির রক্ষণের কাছে হার মানতে বসেছিল পিএসজি।
ম্যাচের প্রথমার্ধে বলার মতো তেমন কোনো আক্রমণই শানাতে পারেনি পিএসজির খেলোয়াড়রা। এমনকি ৩৪তম মিনিটে বিরক্ত হয়ে নিজেদের খেলোয়াড়দের উদ্দেশে অপমানজনক শিষ দিতে থাকে ঘরের মাঠের দর্শকরা।
বিরতির পর যদিও আক্রমণে গতি বাড়ায় পিএসজি, তবে জিরোনার রক্ষণের সামনে বারবার খেই হারিয়ে ফেলছিল তারা। শেষের দিকে মনে হচ্ছিল যে, পিএসজির মাঠ থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরবে মিচেল সানচেজের দল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে গড়বড় করে বসেন দলটির গোলরক্ষক পাউলো গাস্সানিয়া।
বাঁ পাশে বক্সের মধ্যে থেকে নুনো মেন্দেস জিরোনা গোলরক্ষকের হাত ও পায়ের মাঝ দিয়ে বল জালে জড়িয়ে দিলে অবশেষে জয় নিয়ে স্বস্তিতে মাঠ ছাড়ে পিএসজি।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন পিএসজি মিডফিল্ডার ভিটিনিয়া।
তিনি বলেন, ‘আমরা যে মোটেও ভালো খেলিনি, তা স্বীকার করতে হবে। বলের ওপর নিয়ন্ত্রণ রাখতেই আমরা বারবার ব্যর্থ হয়েছি। আজকের ম্যাচে জিরোনাকে অবশ্যই বাহবা দিতে হয়, তবে কোন কোন জায়গায় আমরা ভুল করলাম, সেদিকে নিজেদের মনোযোগ দেওয়া জরুরি।’
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া ক্লাব ব্রুজকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আর সেল্টিক পার্কে গিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা।
এর আগে, প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রিয়ান ক্লাব রেডবুল জালসবুর্গকে ৩-০ গোলে হারায় চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাহা। অন্য ম্যাচটি গোলশূন্য ড্র করে ইতালির বোলোনিয়া ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় ডাচ ক্লাব ফেয়েনুর্ডের বিপক্ষে মাঠে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুজেন।
পরে রাত ১টায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার মাঠে খেলতে নামবে আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লাইপসিগ এবং মোনাকোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়ার আভাস দেওয়া বার্সেলোনা।
১৭৩ দিন আগে
বকেয়া অর্থ নিয়ে পিএসজির সঙ্গে আপস চান না এমবাপ্পে
পাওনা অর্থ নিয়ে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে আপস করতে রাজি নন গত দলবদল মৌসুমে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
বেতন ও বোনাস নিয়ে সাবেক ক্লাবের সঙ্গে বিরোধের অবসানে বুধবার (১১ সেপ্টেম্বর) ফরাসি ফুটবল লিগের আইনি কমিশনের দেওয়া মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই সুপারস্টার।
জটিলতা নিরসনে এমবাপ্পে কমিশনের সহযোগিতা চাওয়ার পর তাদের উপস্থিতিতে প্যারিসে পিএসজি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্রতিনিধিরা। পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো পাওনা রয়েছে বলে দাবি এমবাপ্পের।
এক বিবৃতিতে তার প্রতিনিধিরা বলেছেন, তাকে তিন মাসের বেতন দেয়নি পিএসজি। এছাড়া আনুগত্য বোনাসের শেষ কিস্তিও পরিশোধ করেনি ক্লাবটি। এসব বিষয়ে কমিশনকে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিশন এ বিষয়ে (পিএসজির সঙ্গে) মধ্যস্থতার প্রস্তাব দেয়। তবে এমবাপ্পের প্রতিনিধিদের পক্ষ থেকে সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। কারণ মধ্যস্থতা করতে গেলেই পাওনা অর্থের পরিমাণ কমে যাবে।’
আরও পড়ুন: এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি
তবে বুধবার দুই ঘণ্টার শুনানির পর কমিশনের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পিএসজি।
এক বিবৃতিতে ক্লাবটি পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসে অসাধারণ সাতটি বছর কাটানোর সময় এমবাপ্পে বারবার প্রকাশ্যে ও ক্লাব কর্তাদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবশ্যই তার সম্মান করা উচিত।
পিএসজির দাবি, ক্লাবের কাছে এমবাপ্পের কোনো অর্থ পাওনা নেই। ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তাকে যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তখন পুনরায়ে স্কোয়াডে ফিরতে তিনি তার (পাওনা) বোনাস ত্যাগ করেন।
পিএসজির এক মুখপাত্র বলেন, ‘কমিশন এখন মধ্যস্থতা প্রক্রিয়া বিবেচনার জন্য তাকে (এমবাপ্পে) আমন্ত্রণ জানিয়েছে। খেলোয়াড়ের প্রতিনিধিরা এখন কী ব্যবস্থা নেবেন তা জানি না।’
তবে বর্তমান অচলাবস্থা চলতে থাকলে বিষয়টি শেষ পর্যন্ত কর্মসংস্থান আদালতে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
গত মৌসুমে গভীর উত্তেজনার মধ্যে পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের অবসান ঘটে। ২০২২ সালে নতুন চুক্তিতে সই করার সময় এমবাপ্পেকে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের চুক্তির প্রস্তাব দেয় পিএসজি, কিন্তু লিওনেল মেসি, নেইমারদের মতো মহাতারকাদের ছেড়ে দেওয়ায় হতাশ হন এমবাপ্পে। এর মাধ্যমে ক্লাব তার প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অভিযোগ ছিল তার।
এমনকি নতুন চুক্তিতে সই করার সময় ২০২৫ সালের জার্সি হাতে সমর্থকদের সামনে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে উপস্থাপন করা হয়। অথচ মূল চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত, আরেক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল নতুন চুক্তিতে। এই নিয়েও এমবাপ্পে বিরক্ত ছিলেন জানা যায়।
এরপর গত বছরের জুনে পিএসজিকে চমকে দিয়ে এমবাপ্পে জানান, ওই এক বছরের জন্য তিনি চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না। সে সময় বিনামূল্যে ছাড়ার আশঙ্কায় তাকে দলবদলের বাজারে তোলার চেষ্টা করে পিএসজি। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তার কথাবার্তা একপ্রকার পাকা হয়ে যাওয়ায় অন্য কোনো ক্লাব তার দিকে হাত বাড়ায়নি।
এরপর সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেন ২৫ বছর বয়সী এই মহাতারকা। একপর্যায়ে জাপান ও দক্ষিণ কোরিয়ায় পিএসজির প্রাক-মৌসুম সফর থেকে তাকে বাদ দেওয়া হয়। এছাড়া মূল দলের অনুশীলন থেকেও সরিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে, এমনকি মৌসুমের প্রথম ম্যাচেও তাকে দলে রাখেনি ক্লাবটি।
পিএসজি সে সময় জানিয়েছিল, দুই পক্ষের অচলাবস্থা অব্যাহত থাকায় প্রথম লিগ ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে ‘গঠনমূলক ও ইতিবাচক’ আলোচনা শেষে তাকে লাইনআপে ফেরানো হয়েছে।
১৭৯ দিন আগে