পিএসজি
সংবাদ সম্মেলন থেকে রেহাই পেতে বেতনের অর্ধেক ছাড়তে রাজি এনরিকে
দলের বিভিন্ন খবর জানাতে ম্যাচের আগে-পরে ও নানা সময়ে সংবাদ সম্মেলনে বসতে হয় ক্লাবের ম্যানেজারকে। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া একদমই পছন্দ নয় পিএসজি কোচ লুইস এনরিকের। এ নিয়ে তিনি এতটাই অস্বস্তিতে ভোগেন যে, ক্লাব যদি তার বেতনের ৫০ শতাংশ কেটে রেখে সংবাদ সম্মেলন থেকে রেহাই দেয়, তা তিনি সানন্দে গ্রহণ করবেন।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও নিজের মুখেই এ কথা জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।
শুক্রবার রাতে লিগ-১ এর ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলন করেন এনরিকে। এ সময় সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
পিএসজি কোচ বলেন, ‘আপনাদের (সাংবাদিক) সঙ্গে আমি অনেক মজা করে থাকি। কিন্তু এটি (সংবাদ সম্মেলন থেকে রেহাই) সত্যি।’
আরও পড়ুন: পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
অস্বস্তিবোধ করলেও কখনোই সংক্ষিপ্ত পরিসরে সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন না জানিয়ে এনরিকে বলেন, ‘আমি কথা বলতে পছন্দ করি। কিন্তু আমার কাছে যদি এমন অপশন থাকত যে সংবাদ সম্মেলনে আর কথা বলতে হবে না, আমি অবশ্যই সেটি গ্রহণ করতাম। এমনকি যদি বেতনের ২৫ বা ৫০ শতাংশ কেটে নেওয়ার বিনিময়ে (চুক্তিপত্রে) এই সুযোগ রাখা হতো, আমি সই করতে একটুও দ্বিধা করতাম না।’
তবে বাস্তবে এমনটি সম্ভব নয় জানিয়ে এই কোচ বলেন, ‘ক্লাবগুলো আসলে চায় যে কোচরা (সাংবাদিকদের সঙ্গে) কথা বলুক। তবে সুযোগ থাকলে আমি অবশ্যই এটি করতাম। বিশেষ করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বসতে একদমই ভালো লাগে না। কারণ ম্যাচ শেষ করার পর আর শক্তি অবশিষ্ট থাকে না। এ সময় কিছু বিষয় নিয়ে কথা বলাটা সত্যিই ক্লান্তিকর।’
চলতি মৌসুমে লিগ-১ এ এখন পর্যন্ত পিএসজি ভালো অবস্থানে থাকলেও তাদের তুমূল প্রতিদ্বন্দ্বিতা দিয়ে চলেছে অলিম্পিক মার্শেই ও এএস মোনাকো।
লিগে পাঁচ ম্যাচ খেলে চারটি জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এনরিকের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়েও শুধু গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মার্শেই ও মোনাকো।
আরও পড়ুন: এমবাপ্পের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে প্রস্তুত পিএসজি
১ মাস আগে
পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও পিএসজিকে গোল করতে দিল না লা লিগায় গত মৌসুমে অসাধারণ পারফর্ম করে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা জিরোনা। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুলে হতাশা নিয়ে ঘরে ফিরতে হলো স্প্যানিশ ক্লাবটির।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে পার্ক দে প্রান্স স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার রাতে জিরোনার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে লুইস এনরিকের পিএসজি।
এদিন এক দশকেরও বেশি সময় পর বড় কোন তারকা ছাড়াই প্রথমবারের মতো ইউরোপের এলিট প্রতিযোগিতায় খেলতে নামে পিএসজি। এর আগে জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি, নেইমার, এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকারা পিএসজির হয়ে ইউরোপসেরার এই অঙ্গনে মাঠ মাতিয়েছে।
এছাড়া রিয়াল মাদ্রিদে নাম লেখানোর ফলে ৭ বছর পর এমবাপ্পেকে ছাড়া এদিন মাঠে নামে ক্লাবটি। তবে নতুন যুগের শুরুতেই হোঁচট খেতে বসেছিল লুইস এনরিকের শিষ্যরা।
আরও পড়ুন: ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
অন্যদিকে, গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা আর্তেম দবভিক, উইঙ্গার স্যাভিনিয়ো ও রাইট ব্যাক ইয়ান কুতোর মতো তারকা খেলোয়াড়দের ছাড়াই পিএসজিকে মোকাবিলা করতে মাঠে নামে জিরোনা। অথচ এই দলটির রক্ষণের কাছে হার মানতে বসেছিল পিএসজি।
ম্যাচের প্রথমার্ধে বলার মতো তেমন কোনো আক্রমণই শানাতে পারেনি পিএসজির খেলোয়াড়রা। এমনকি ৩৪তম মিনিটে বিরক্ত হয়ে নিজেদের খেলোয়াড়দের উদ্দেশে অপমানজনক শিষ দিতে থাকে ঘরের মাঠের দর্শকরা।
বিরতির পর যদিও আক্রমণে গতি বাড়ায় পিএসজি, তবে জিরোনার রক্ষণের সামনে বারবার খেই হারিয়ে ফেলছিল তারা। শেষের দিকে মনে হচ্ছিল যে, পিএসজির মাঠ থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরবে মিচেল সানচেজের দল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে গড়বড় করে বসেন দলটির গোলরক্ষক পাউলো গাস্সানিয়া।
বাঁ পাশে বক্সের মধ্যে থেকে নুনো মেন্দেস জিরোনা গোলরক্ষকের হাত ও পায়ের মাঝ দিয়ে বল জালে জড়িয়ে দিলে অবশেষে জয় নিয়ে স্বস্তিতে মাঠ ছাড়ে পিএসজি।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন পিএসজি মিডফিল্ডার ভিটিনিয়া।
তিনি বলেন, ‘আমরা যে মোটেও ভালো খেলিনি, তা স্বীকার করতে হবে। বলের ওপর নিয়ন্ত্রণ রাখতেই আমরা বারবার ব্যর্থ হয়েছি। আজকের ম্যাচে জিরোনাকে অবশ্যই বাহবা দিতে হয়, তবে কোন কোন জায়গায় আমরা ভুল করলাম, সেদিকে নিজেদের মনোযোগ দেওয়া জরুরি।’
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া ক্লাব ব্রুজকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আর সেল্টিক পার্কে গিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা।
এর আগে, প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রিয়ান ক্লাব রেডবুল জালসবুর্গকে ৩-০ গোলে হারায় চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাহা। অন্য ম্যাচটি গোলশূন্য ড্র করে ইতালির বোলোনিয়া ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় ডাচ ক্লাব ফেয়েনুর্ডের বিপক্ষে মাঠে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুজেন।
পরে রাত ১টায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার মাঠে খেলতে নামবে আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লাইপসিগ এবং মোনাকোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়ার আভাস দেওয়া বার্সেলোনা।
১ মাস আগে
বকেয়া অর্থ নিয়ে পিএসজির সঙ্গে আপস চান না এমবাপ্পে
পাওনা অর্থ নিয়ে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে আপস করতে রাজি নন গত দলবদল মৌসুমে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
বেতন ও বোনাস নিয়ে সাবেক ক্লাবের সঙ্গে বিরোধের অবসানে বুধবার (১১ সেপ্টেম্বর) ফরাসি ফুটবল লিগের আইনি কমিশনের দেওয়া মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই সুপারস্টার।
জটিলতা নিরসনে এমবাপ্পে কমিশনের সহযোগিতা চাওয়ার পর তাদের উপস্থিতিতে প্যারিসে পিএসজি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্রতিনিধিরা। পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো পাওনা রয়েছে বলে দাবি এমবাপ্পের।
এক বিবৃতিতে তার প্রতিনিধিরা বলেছেন, তাকে তিন মাসের বেতন দেয়নি পিএসজি। এছাড়া আনুগত্য বোনাসের শেষ কিস্তিও পরিশোধ করেনি ক্লাবটি। এসব বিষয়ে কমিশনকে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিশন এ বিষয়ে (পিএসজির সঙ্গে) মধ্যস্থতার প্রস্তাব দেয়। তবে এমবাপ্পের প্রতিনিধিদের পক্ষ থেকে সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। কারণ মধ্যস্থতা করতে গেলেই পাওনা অর্থের পরিমাণ কমে যাবে।’
আরও পড়ুন: এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি
তবে বুধবার দুই ঘণ্টার শুনানির পর কমিশনের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পিএসজি।
এক বিবৃতিতে ক্লাবটি পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসে অসাধারণ সাতটি বছর কাটানোর সময় এমবাপ্পে বারবার প্রকাশ্যে ও ক্লাব কর্তাদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবশ্যই তার সম্মান করা উচিত।
পিএসজির দাবি, ক্লাবের কাছে এমবাপ্পের কোনো অর্থ পাওনা নেই। ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তাকে যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তখন পুনরায়ে স্কোয়াডে ফিরতে তিনি তার (পাওনা) বোনাস ত্যাগ করেন।
পিএসজির এক মুখপাত্র বলেন, ‘কমিশন এখন মধ্যস্থতা প্রক্রিয়া বিবেচনার জন্য তাকে (এমবাপ্পে) আমন্ত্রণ জানিয়েছে। খেলোয়াড়ের প্রতিনিধিরা এখন কী ব্যবস্থা নেবেন তা জানি না।’
তবে বর্তমান অচলাবস্থা চলতে থাকলে বিষয়টি শেষ পর্যন্ত কর্মসংস্থান আদালতে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
গত মৌসুমে গভীর উত্তেজনার মধ্যে পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের অবসান ঘটে। ২০২২ সালে নতুন চুক্তিতে সই করার সময় এমবাপ্পেকে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের চুক্তির প্রস্তাব দেয় পিএসজি, কিন্তু লিওনেল মেসি, নেইমারদের মতো মহাতারকাদের ছেড়ে দেওয়ায় হতাশ হন এমবাপ্পে। এর মাধ্যমে ক্লাব তার প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অভিযোগ ছিল তার।
এমনকি নতুন চুক্তিতে সই করার সময় ২০২৫ সালের জার্সি হাতে সমর্থকদের সামনে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে উপস্থাপন করা হয়। অথচ মূল চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত, আরেক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল নতুন চুক্তিতে। এই নিয়েও এমবাপ্পে বিরক্ত ছিলেন জানা যায়।
এরপর গত বছরের জুনে পিএসজিকে চমকে দিয়ে এমবাপ্পে জানান, ওই এক বছরের জন্য তিনি চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না। সে সময় বিনামূল্যে ছাড়ার আশঙ্কায় তাকে দলবদলের বাজারে তোলার চেষ্টা করে পিএসজি। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তার কথাবার্তা একপ্রকার পাকা হয়ে যাওয়ায় অন্য কোনো ক্লাব তার দিকে হাত বাড়ায়নি।
এরপর সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেন ২৫ বছর বয়সী এই মহাতারকা। একপর্যায়ে জাপান ও দক্ষিণ কোরিয়ায় পিএসজির প্রাক-মৌসুম সফর থেকে তাকে বাদ দেওয়া হয়। এছাড়া মূল দলের অনুশীলন থেকেও সরিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে, এমনকি মৌসুমের প্রথম ম্যাচেও তাকে দলে রাখেনি ক্লাবটি।
পিএসজি সে সময় জানিয়েছিল, দুই পক্ষের অচলাবস্থা অব্যাহত থাকায় প্রথম লিগ ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে ‘গঠনমূলক ও ইতিবাচক’ আলোচনা শেষে তাকে লাইনআপে ফেরানো হয়েছে।
২ মাস আগে
এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি
কিলিয়ান এমবাপ্পে-পিএসজি নাটকে নতুন মোড়। চুক্তির মেয়াদ না বাড়ানোয় এবার নাকি এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
ফরাসি দৈনিক লে’কিপের খবর, এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি এমবাপ্পেকে। সেইসঙ্গে গত ফেব্রুয়ারিতে যে (চুক্তি সম্পন্ন করার) আনুগত্য বোনাস পাওয়ার কথা ছিল তার, সেটিও পাননি। ফলে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন আধুনিক ফরাসি ফুটবলের এই ‘পোস্টার বয়’।
সংবাদমাধ্যমটির খবর, বেতন ও বোনাস মিলিয়ে পিএসজির কাছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো পাবেন এমবাপ্পে।
এ খবর সত্যি হলে ৭ বছর ধরে পিএসজির জার্সি গায়ে ক্লাবটিকে অসংখ্য শিরোপা জেতানো এমবাপ্পের প্যারিস থেকে সুখের বিদায় নেওয়া হচ্ছে না।
মেসি-রোনালদো-পরবর্তী যুগের মহাতারকা হতে চলা এমবাপ্পেকে নিয়ে কম টানাহেঁচড়া করেনি পিএসজি। ক্লাবটির গোয়ার্তুমির জন্য কয়েক বছর ধরে ভুগতে হচ্ছে তাকে। স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দিতে চাইলেও বারবার আটকে দেওয়া হয়েছে তার পথ। অবশেষে চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আর তা নতুন করে বাড়াতে চাননি।
আরও পড়ুন: চেলসির কোচ হচ্ছেন মারেসকা, নাপোলিতে কন্তে
গত ১০ মে এক্স-এ একটি ভিডিওবার্তা পোস্ট করে আনুষ্ঠানিকভাবে তিনি ভক্তদের জানিয়ে দেন, চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে শেষ হচ্ছে তার পথচলা।
ফুটবলবিশ্বে গুঞ্জন রটেছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতোমধ্যে চুক্তির সব বিষয় চূড়ান্ত করে ফেলেছেন তিনি। আগামী ৫ মৌসুমের জন্য ফুটবলের রাজকীয় সাদা জার্সি গায়ে জড়াতে চলেছেন এমবাপ্পে।
এমনকি তিনি মাদ্রিদে ১৫ মিলিয়ন পাউন্ডে একটি বাড়িও কিনেছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। শুধু তা-ই নয়, তাকে মাদ্রিদের সংস্কৃতি ও স্প্যানিশ ভাষা শেখার ব্যাপারে তাকে সাহায্য করছেন সেভিয়ায় ক্যারিয়ারের শেষসময় কাটানো রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সের্হিয়ো রামোস।
সবকিছু যখন অনুমিতভাবেই চলছে, তখন ফের বাগড়া দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।
পিএসজির জার্সিতে ৭ মৌসুমে ছয়টি লিগ আঁ শিরোপা, তিনটি ফরাসি কাপসহ আরও অনেক ট্রফি জিতেছেন তিনি। তবে পিএসজির মতো এমবাপ্পের কাছেও অধরা থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি।
সবশেষ চলতি মৌসুমেও সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নভঙ্গ হয় পিএসজির।
প্যারিসের এ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ১০৮টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
বিদায়ী মৌসুমে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৪৪টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের ইউরোপীয় সংস্করণে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।আরও পড়ুন: হেরে পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
৫ মাস আগে
লিওনেল মেসি করোনায় আক্রান্ত
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী বিশ্বখ্যাত আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার তিন সতীর্থ করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার প্যারিসের ক্লাব পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল সোমবারই ফ্রেঞ্চ কাপে মেসিদের ম্যাচ ছিল ভেনেস অলিম্পিক ক্লাবের বিপক্ষে। তার আগে খেলোয়াড়দের নিয়মিত আরটি-পিসিআর টেস্ট করানো হয় পিএসজির পক্ষ থেকে। তাতেই দেখা যায়, মেসিসহ মোট চারজন ফুটবলার করোনায় আক্রান্ত।
করোনা আক্রান্ত বাকি তিনজন হলেন- লেফট ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা।
সঙ্গে সঙ্গে চারজনকেই আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার রাতেই প্রথম একটি বিবৃতিতে পিএসজি জানিয়েছিল, তাদের একজন সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু ওই সময় কারো নাম প্রকাশ করা হয়নি। পরে আজ আরও একটি বিবৃবিতে দলের মেডিকেল আপডেট জানানো হয়। সেখানেই মেসিসহ চার ফুটবলারের করোনা আক্রান্তের খবর দেয়া হলো।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
কানাডার ৬ প্রদেশে রেকর্ড করোনা শনাক্ত
সুনামির মতো ছড়িয়ে পড়ছে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২ বছর আগে
বার্সেলোনা ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না: মেসি
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক অবশেষে ছিন্ন করতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। বার্সেলোনায় নিজের শেষ সংবাদ সম্মেলনে মেসি কথা বলা শুরুর আগেই কেঁদে ফেললেন।
রবিবার ন্যু কাম্পে বিদায়ী সংবাদ সম্মেলনের তিনি বলেন, ‘আমি জানি না আমি কথা বলতে পারব কিনা। এটা এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এই ক্লাবটি ছেড়ে যাচ্ছি, আমার জীবন পুরোপুরি বদলে যাবে। এটা আমার এবং বিশেষ করে আমার পরিবারের জন্য একটি কঠিন পরিবর্তন হবে। কিন্তু এটা মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, এখানে অনেক বছর থাকায় এটি আমার ক্যারিয়ারের ‘সবচেয়ে কঠিন’ মুহূর্ত, আমি প্রস্তুত ছিলাম না।’
মেসি বলেন, আমি এখানে থাকতে সম্ভাব্য সব কিছুই করেছি, ক্লাব ও ক্লাবের প্রেসিডেন্টও চেষ্টা করেছে, ক্লাব বিশাল পরিমাণ ঋণের মধ্যে আছে এবং আর ঋণ বাড়াতে চায় না।
মেসির পরিবার এবং তার কিছু সতীর্থ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
৩৪ বছর বয়সী মেসি তার ভবিষ্যত ক্লাব সম্পর্কে বলেন, কাতালান ক্লাব ছাড়ার ঘোষণার পর তিনি বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন।
প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যাওয়া নিয়ে তিনি বলেন, ‘পিএসজি একটা সম্ভাবনা, যদিও এখনো কিছুই নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে কোন ক্লাবের সাথে আমার চুক্তি নেই।’
২০০৪ সালে বার্সেলোনায় অভিষেক হয় মেসির। বার্সার জার্সিতে সর্বোচ্চ ৬৭২ গোল করেন তিনি। ক্লাবের হয়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন, এটিও একটি রেকর্ড। তিনি স্প্যানিশ লীগে ৫২০ ম্যাচ থেকে ৪৭৪ গোল করেছেন। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি স্পেনের শীর্ষ লিগেরও রেকর্ড গোলদাতাও তিনি। স্প্যানিশ লীগের আট মৌসুমে নেতৃত্ব দিয়েছেন এবং ছয়বার চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ফুটবলের এই তারকা।
আরও পড়ুন: কোপার শিরোপা মেসির হাতে
ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: যে ফল ছিল আগের চার লড়াইয়ে
৩ বছর আগে
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনালে রাতে মুখোমুখি হতে যাচ্ছে ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন-পিএসজি এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
৪ বছর আগে
প্রথমবারেরর মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে পিএসজি।
৪ বছর আগে
চ্যাম্পিয়নস লিগ: সেমির দুই ম্যাচেই মুখোমুখি ফ্রান্স, জার্মানির ৪ ক্লাব
উয়েফা চ্যাম্পিয়নস লিগ টুর্নামেন্ট গড়াতে চলেছে ফাইনাল ম্যাচের দিকে।
৪ বছর আগে
বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন নেইমার
স্পেন, ২৮ আগস্ট (এপি/ইউএনবি)- ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের দলবদল নিয়ে জোর আলোচনা চলছে ইউরোপিয়ান ফুটবলে। শেষ পর্যন্ত কোন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন নেইমার তা নিয়ে ফুটবল প্রেমীদেরও ব্যাপক আগ্রহ।
৫ বছর আগে