আইফোন
আইফোন ও টাকা পেলেন সাফ নারী চ্যাম্পিয়ন দলের তিন ফুটবলার
বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ও ফিফা কাউন্সিলের সদস্য মাহফুজা আক্তার কিরণ সাফ মহিলা চ্যাম্পিয়ন দলের তিন ফুটবলারকে ক্ষতিপূরণ দিয়েছেন।
শনিবার তাদেরকে এই ক্ষতিপূরণ দেয়া হয়।
জমকালো অভ্যর্থনা পাওয়ার পর বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে অফিস পর্যন্ত ডাবল ডেকার বাসের খোলা ডেকে প্যারেডে যোগ দেয়ার সময় তিন বাংলাদেশি ফুটবলার-কৃষ্ণা রানী সরকার, শামসুন নাহার সিনিয়র এবং সানজিদা আক্তারের লাগেজ থেকে মোবাইল, টাকা চুরি হয়ে যায়।
আরও পড়ুন: দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবল দল
তাদের ব্যাগের তালা খোলা পাওয়া গেছে এবং তাদের কিছু ডলার হারিয়ে গেছে। কৃষ্ণা ৯০০ মার্কিন ডলার ও নগদ ৫০ হাজার টাকা হারিয়েছে যার মধ্যে সানজিদার একটি অংশ রয়েছে এবং শামসুনাহার ৪০০ মার্কিন ডলার হারিয়েছেন, যা তিনি একটি আইফোন ও অন্যান্য জিনিসপত্র কেনার জন্য রেখেছিলেন।
তবে কোথা থেকে টাকা হারিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: বাঘিনীদের রাজসিক বরণ
বাফুফে তহবিল থেকে নয়, মাহফুজা আক্তার কিরণ তার ব্যক্তিগত তহবিল থেকে খেলোয়াড়দের অর্থ ফেরত দিয়েছেন।
শনিবার পেশাদার লিগ কমিটির বৈঠকের পরে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
সানজিদা একটি আইফোন পেয়েছে বলে জানা গেছে। তিনজন খেলোয়াড়ও জনপ্রতি পেয়েছেন অতিরিক্ত ৫০ হাজার টাকা।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা সেনাবাহিনীর
আইফোন ১৪: স্যটেলাইট এসওএস ও উন্নত ক্যামেরায় চমক
অ্যাপলের আইফোন ১৪ তে নতুন একটি সেবা যুক্ত করা হয়েছে। যাকে বলা হচ্ছে স্যাটেলাইট সংযোগ। এর মাধ্যমে জরুরি অবস্থায় মোবাইল ডাটা বা ওয়াইফাই কাজ না করলে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি সেবা ব্যবহার করা যাবে।
স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করতে এবং সেই সংযোগ বজায় রাখার জন্য আইফোনের সর্বশেষ মডেলটি কোন অবস্থায় ধরে রাখতে হবে তার নির্দেশনা দেবে।
নতুন এই সেবাটি দুই বছর বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায় শুরু হবে নভেম্বরে।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্টফোনে ছবি তোলার সময় একটি বড় সমস্যা হল কম আলো। নতুন আইফোনে ফটোনিক ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটির প্রধান ক্যামেরা ছবি তোলার সময় আগের চেয়ে ৪৯ শতাংশ বেশি আলো ধারণ করতে পারবে।
আরও পড়ুন: নতুন আইফোনে যে তিনটি পুরানো ফিচার মিলবে না
সিনেটের প্রতিবেদন থেকে জানা যায়, আইফোনের নতুন মডেলগুলোতে নতুন এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরাতেও একইভাবে কাজ করবে। প্রধান ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে থাকছে এফ১/৫ অ্যাপারচার। যার জন্য এই লেন্স দিয়ে অধিক পরিমাণে আলো প্রবেশ করতে পারবে।
অ্যাপলের বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। বার্ষিক প্রযুক্তি ক্যালেন্ডারে উল্লেখযোগ্য দিক হচ্ছে এই ক্যামেরা প্রযুক্তি। এবারের পরিবর্তনের কথা বলতে গেলে বড় পরিবর্তন এই ক্যামেরাতেই।
এ বছর একজন ব্যবহারকারী প্রফেসরে খুব একটা পরিবর্তন না দেখতে পেলেও ছবি তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন লক্ষ্য করবেন। বিশেষ করে টেলিফটো ও আল্ট্রাওয়াইড ছবি তোলায় থাকবে বিস্তর পার্থক্য।
অনুষ্ঠানে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস দেখানো হয়েছে। তবে এবার কোনো ‘মিনি’ ভার্সন থাকছে না। পাশাপাশি এয়ারপডস প্রো’র একটি নতুন ভার্সন ও অ্যাপল ওয়াচের সিরিজ ৮ দেখানো হয়েছে।
আরও পড়ুন: এবছর নতুন ৫ আইফোন আনবে অ্যাপল
এক নজরে
বড় সেন্সরসহ নতুন প্রযুক্তির ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
দ্রুতগতির এফ১/৫ অ্যাপারচার, সাথে সেন্সর-শিফট ওআইএস।
কম আলোয় ৪৯ শতাংশ উন্নত ছবি।
সামনের ক্যামেরায় অটোফোকাস।
ভিডিওর জন্য নতুন অ্যাকশন মোড।
মার্কিন সংস্করণে থাকছে না সিম ট্রে।
ক্র্যাশ ডিটেকশন।
স্যাটেলাইটের মাধ্যমে এমারজেন্সি এওএস সুবিধা।
আরও পড়ুন: অ্যাপল ছেড়ে যাচ্ছেন আইফোনের ডিজাইনার জনি আইভ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: কারাগারে আশিষ চৌধুরী
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামি ১০ এপ্রিল জামিন শুনানির তারিখ ধার্য করেছেন।
এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর শামীম হোসেন সংশ্লিষ্ট থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আশিষ রায় চৌধুরীকে আদালতে হাজির করেন।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
আরও পড়ুন: অভিনেতা সোহেল চৌধুরী হত্যা: ২৪ বছর পর আসামি গ্রেপ্তার
আসামির পক্ষে অ্যাডভোকেট সেলিম আশরাফ চৌধুরী জামিন আবেদন করেন। তবে শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই জানিয়ে ১০ এপ্রিল জামিন শুনানির প্রার্থনা করেন।
আদালত নিবেদন মতে জামিন শুনানির তারিখ ১০ এপ্রিল ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এসব তথ্য জানান।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে র্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেপ্তার করা হয়। এ সময় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় বুধবার রাতে র্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আরও পড়ুন: চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: সাক্ষ্যগ্রহণ ২০ মার্চ
নতুন আইফোনে যে তিনটি পুরানো ফিচার মিলবে না
সবশেষ প্রযুক্তির আইফোন ১২ বাজারের আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন আইফোনের জন্য আবারও একটি বছর অপেক্ষা করতে হবে প্রযুক্তি প্রেমীদের। ক্যামেরার গুণমান ও প্রসেসিং গতি উন্নয়ন প্রচেষ্টা সবসময়ই প্রশংসা করার মতো। তবে, বছরের পর বছর ধরে চলে আসা কিছু ফিচারের কথা বরাবরই এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি, আরও বেশি ব্যবহারকারী-বান্ধব ফিচারের অভিজ্ঞতাগুলো নিয়ে কাজ করাই অ্যাপলের লক্ষ্য। তারপরও আমরা আইফোন নিয়ে আলোচনা করতে চাই এবং বাজারে আসা আগের আইফোনগুলোর কিছু পুরানো ফিচারের বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই।
এবছর নতুন ৫ আইফোন আনবে অ্যাপল
২০২০ সাল জুড়ে নতুন পাঁচটি ফোন আনতে যাচ্ছে মার্কিন টেকজায়ান্ট কোম্পানি অ্যাপল।
আইফোন ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স উন্মোচন করল অ্যাপল
ঢাকা, ১১ সেপ্টেম্বর (ইউএনবি)- নতুন আইফোন ঘিরে উন্মাদনা থাকে সারাবিশ্বের প্রযুক্তিপ্রেমী মানুষের মধ্যে। নব্য প্রযুক্তির ছোঁয়া লাগা ফোনটি সংগ্রহ করা ছাড়াও অনেক পাঠকের আগ্রহ থাকে ফোনটির সর্বশেষ সংস্করণের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে।