করোনা থেকে সুস্থ
দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় শনাক্ত ২২.৫০ শতাংশ
করোনায় দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে একদিনে আরও ৭৭ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জনে।
এছাড়া করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০৮ জন মারা গেছেন। এছাড়া ৫ হাজার ৮৬৯ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: সারাদেশে ১৪ দিন ‘সম্পূর্ণ শাটডাউনের’ সুপারিশ
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৬২টি। শনাক্তের হার ২২.৫০ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন। সুস্থতার হার ৯০.৬৮ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
এদিকে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী সাত দিন সারাদেশে কঠোর লকডাউন চলবে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন: রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু
জরুরি পণ্যবাহী যান ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেনস ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম লকডাউনের বিধি নিষেধের আওতার বাইরে থাকবে।
শিগগরই মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় শিগগিরই ২৫ লাখ মর্ডানার টিকা পাবে বাংলাদেশ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কোভ্যাক্স সুবিধার আওতায় আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এই টিকা দেশে আসবে বলে তারা জানিয়েছেন।
রাষ্ট্রদূত মিলার এক টুইটে বলেন, ‘বাংলাদেশ শিগগরই জিএভিআইয়ের মাধ্যমে আমেরিকান জনগণের কাছ থেকে মর্ডানার ২৫ লাখ ডোজ উপহার পাবে।’
তিনি বলেন, ‘কোভ্যাক্সের সবচেয়ে বৃহত্তম সরবরাহকারী হিসেবে বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রর টিকা সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’
গোপালগঞ্জে করোনার টিকা তৈরি হবে: স্বাস্থ্যমন্ত্রী
গোপালগঞ্জে করোনার টিকা তৈরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন: করোনা: খুলনায় ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু
তিনি বলেন, ‘গোপালগঞ্জে যে ওষুধ ফ্যাক্টরি রয়েছে সেখানেই অথবা তার আশপাশে টিকা তৈরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা করতে কিছু সময় লাগবে তবে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে।’
শনিবার (২৬ জুন) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় স্বাস্থ্যমন্ত্রী নিজ বাসভবনে কঠোর লকডাউন পালনের বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
দেশে ভ্যাকসিন তৈরির বিষয়ে মন্ত্রী বলেন, ভ্যাকসিন তৈরির বিষয়টি আগ্রহের সাথে নিয়েছি। ইতোমধ্যে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কয়েকটি বৈঠক করেছি, তাদের সঙ্গে আলাপ করে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করা হয়েছে।
৩ বছর আগে
করোনায় দেশে আরও ৪৭ জনের মৃত্যু, একদিনে সুস্থ ৫৫৮০
বাংলাদেশে একদিনে আরও ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আরও ২৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
করোনা থেকে সুস্থ হলেন কিশোরগঞ্জের সাবেক ইউপি সদস্য
কিশোরগঞ্জে শনিবার পর্যন্ত মোট ১৭৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে প্রাণঘাতী ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আব্দুর রশীদ নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য।
৪ বছর আগে