সিএজি
রাষ্ট্রপতির সঙ্গে সিএজির মহাপরিচালকের সাক্ষাৎ
সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সিএজির মহাপরিচালক মো. নুরুল ইসলাম রবিবার (১৯ নভেম্বর) বিকালে বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারের ব্যয় আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে।
তিনি সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্বাধীন পর্যবেক্ষণের ওপর জোর দেন।
আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বৈঠকে সিএজি রাষ্ট্রপতিকে তার কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে জানান।
এছাড়া তিনি অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
তিনি রাষ্ট্রপতির কাছে পেনশন ব্যবস্থা সহজ করার জন্য তাদের গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন।
বৈঠকে সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি
সতর্ক থাকুন, আগামী নির্বাচন যাতে বানচাল না হয়: প্রধানমন্ত্রী
৭৮৩ দিন আগে
জনগণের অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় করা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
রবিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন উপস্থাপনকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।
সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম।
এছাড়া অডিট আপত্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।
সিএজি রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও অ্যাকাউন্টিং রিপোর্ট জমা দেন।
রাষ্ট্রপতির দপ্তর সম্পাদক সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সবার জন্য ভালো কিছু করুন, বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে রাষ্ট্রপতি
বঙ্গভবনের ইতিহাস সমুন্নত রাখতে জনগণের জন্য কাজ করুন: রাষ্ট্রপতি
দেশের উন্নয়নে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
৯৭৯ দিন আগে
সরকারি অর্থ ব্যয়ে জনগণের স্বার্থ নিশ্চিত করুন: রাষ্ট্রপতি
সরকারের ব্যয় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার সরকারি অর্থ ব্যয় করার ক্ষেত্রে জনগণের স্বার্থ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
১৭৭৫ দিন আগে
আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কাজ করুন, সিএজিকে রাষ্ট্রপতির আহ্বান
ঢাকা, ১১ সেপ্টম্বর (ইউএনবি)- সব সরকারি প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে (সিএজি) শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
২৩১৩ দিন আগে