গৃহবধূর লাশ উদ্ধার
নাটোরে প্রবাসীর স্ত্রীকে ‘শ্বাসরোধ করে’ হত্যা
নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার আব্দুলপুর কামারহাটি গ্রামে তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ শিউলি বেগম ওই গ্রামের প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, শনিবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর ভেতরে গিয়ে দেখেন, খাটের ওপর শিউলির লাশ পড়ে আছে। এরপর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি জানান, শিউলির বাড়িতে গত ৫ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি মামা পরিচয়ে থাকতে শুরু করে। ঘটনার পর থেকে সেই মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
২৭০ দিন আগে
ফরিদপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক
ফরিদপুরের নগরকান্দায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।
নিহত গৃহবধূ হাসিনা বেগম (২৫) একই গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানা গেছে, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ করেছে নিহতের স্বজনরা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তের পরে জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পাবনায় ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার
লালমনিরহাটে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
৬৬৪ দিন আগে
খুলনায় গৃহবধূর লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়া উপজেলায় ২২ বছর বয়সী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বানিয়াখালি এলাকার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত পিয়ারী বেগম একই এলাকার হাসান শেখের স্ত্রী।
পিয়ারী বেগমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
আরও পড়ুন: খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
স্বজনদের অভিযোগ, মাত্র দুই মাস আগে হাসানের সঙ্গে পিয়ারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাসান তাকে মারধর করে আসছিল। শুক্রবার সকালে তারা জানতে পারেন পিয়ারী মারা গেছেন এবং সেখানে গিয়ে দেখতে পান হাসানের ঘরে পিয়ারীর লাশ পড়ে আছে।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাকরি না পেয়ে হতাশায় যুবকের ‘আত্মহত্যা’, গ্রেপ্তার ১
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হাসান ও তার মা ময়না বেগমকে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
১০০৫ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাবার বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দলিলপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাথী খাতুন (১৮) সাথী খাতুন ওই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
আরও পড়ুন: সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সুজন বিশ্বাস (২০) পলাতক রয়েছেন।
সাথীর মা অমেলা বেগম জানান, ৬ মাস আগে পার্শ্ববর্তী জেলার মাগুরা শহরের ঢালপাড়া গ্রামের বরকত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের সাথে সাথীর বিয়ে হয়। গত বুধবার জামাই দলিলপুরে আসে। শুক্রবার মেয়ে ও জামাইকে রেখে কুষ্টিয়ার আমলায় স্বামীর কাছে ধান আনতে যান তিনি। সকালে প্রতিবেশীরা খবর দেয় তার মেয়ে মারা গেছে।
তার অভিযোগ, সাথীকে শ্বাসরোধ করে হত্যা করে জামাই পালিয়েছে। যাওয়ার সময় মেয়ে জামাই এর কাছে ৯০ হাজার টাকা দিয়ে সাবধানে রাখতে বলেন। ফিরে এসে ঘরে সে টাকা পাননি। মেয়ের কানে রিং ছিল, তা-ও নেই।
আরও পড়ুন: সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
১৩৯৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার রানিনগর এলাকার একটি পুকুর থেকে রবিবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬৯০ দিন আগে
মেহেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলা থেকে মঙ্গলবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৭৯৩ দিন আগে