চরমপন্থী
সিরাজগঞ্জে ৭ জেলার ৩১৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ
সিরাজগঞ্জের সলঙ্গায় রবিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠনের প্রায় ৩১৫ জন সদস্য স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারীরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), পূর্ব বাংলা সর্বহারা পার্টি (এমবিআরএম) এবং পূর্ব বাংলা সর্বহারা পার্টি’র (জনযুদ্ধ)। সদস্য।
র্যাব-১২ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইল- এই ৭ জেলার জঙ্গিরা ২১৬টি অস্ত্র হস্তান্তর করে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আশ্বস্ত করেন, বর্তমান সরকার আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের জন্য কাজ করছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরতে আইনগত সহযোগীতাসহ স্বাভাবিক জীবনযাপন করার প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।
আরও পড়ুন: ঝালকাঠিতে স্বামীকে খুন, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ!
তিনি আরও বলেন, এ অনুষ্ঠানে আসার আগে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আপনারা যারা অন্ধকার পথ ছেড়ে আত্মসমর্পণ করে আজ আলোর পথে ফিরে আসছেন, তাদের আর্থিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা করা হবে।
আসাদুজ্জামান বলেন, আপনারা জানেন ৮০'র দশক থেকে এই এলাকার কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সর্বহারা ও চরমপন্থীরা ঘাঁটি তৈরি করে। পরবর্তীতে ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ‘সন্ত্রাসের জীবন ছাড়ি, আলোকিত জীবন গড়ি’ স্লোগানে অনেক সর্বহারা চরমপন্থী আলোর পথে ফিরে আসে। কেউ যদি মনে করেন আমরা দেশের চরাঞ্চল বা দুর্গম এলাকায় বসে অপরাধ করবো। আমাদের কেউ ধরতে পারবে না। তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। তাদের আলোর পথে ফেরাতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে এবং আর্থিক সহযোগিতা থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হচ্ছে।’
তিনি বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী সুন্দরবনকেও দস্যু মুক্ত ঘোষণা করেছেন। র্যাব নানাবিধ ভালো কাজ করে আস্থা অর্জন করেছে। এ জন্যই চরমপন্থীরা আত্মসমর্পণের জন্য র্যাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। র্যাব আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মুলে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ মহা-পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (রাজশাহী রেঞ্জ) মো. আব্দুল বাতেন, র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন প্রমুখ।
আরও পড়ুন: দিনাজপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
ঝালকাঠিতে স্ত্রীকে খুনের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মসমর্পণ!
১ বছর আগে
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে চরমপন্থীদের হামলায় নিহত ৪৪
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে ইসলামি চরমপন্থীদের একাধিক হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বিষয়টি শনিবার দেশটির সরকার জানিয়েছে।
এক বিবৃতিতে সাহেল অঞ্চলের গভর্নর লেফটেন্যান্ট কর্নেল পি.এফ. রডলফে সোরগো বলেন, জিহাদিরা সেনো প্রদেশের কুরাকু ও টন্ডোবি গ্রামে হামলা চালায়। বৃহস্পতিবার ও শুক্রবারের হামলাকে 'ঘৃণ্য ও বর্বরোচিত' আখ্যায়িত করে সোরগো বলেন, সরকার ওই এলাকাকে স্থিতিশীল করছে। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।
পশ্চিম আফ্রিকার দেশটি আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সাথে সম্পর্কিত জিহাদি সহিংসতায় আক্রান্ত হয়েছে, যা ছয় বছরে হাজার হাজার লোককে হত্যা করেছে এবং ২০ লাখ লোককে বাস্তুচ্যুত করেছে। যুদ্ধ একসময়ের শান্তিপূর্ণ জনগোষ্ঠীকে হতাশ ও বিভক্ত করেছে, যার ফলে গত বছর দুটি সামরিক অভ্যুত্থান হয়েছিল এবং প্রতিটি জান্তা নেতা হামলা বন্ধ করার অঙ্গীকার করেছিলেন।
কিন্তু জিহাদিরা গ্রামগুলো অবরোধ করায় সহিংসতা তীব্রতর হচ্ছে ও ছড়িয়ে পড়ছে, যার ফলে লাখ লাখ মানুষ অবাধে চলাফেরা করতে পারছে না।
গত ফেব্রুয়ারিতে ইসলামিক স্টেট (আইএস) উত্তরাঞ্চলে একটি সামরিক বহরে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি সৈন্যকে হত্যা, কয়েক ডজন আহত ও পাঁচজনকে জিম্মি করার দায় স্বীকার করে। এর কয়েক সপ্তাহ আগে জিহাদিরা দেশজুড়ে একাধিক হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৩২ জনকে হত্যা করে।
সহিংসতা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে, যার ফলে প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে একজন অর্থাৎ প্রায় ৪৭ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।
আরও পড়ুন: হন্ডুরাসে ২০ জন পর্যটকসহ জাহাজডুবি, উদ্ধার অভিযান চলছে
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত
১ বছর আগে
প্যারিসে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন গ্রেপ্তার
মধ্য প্যারিসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে এবং ৬৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। তাৎক্ষণিকভাবে গুলি চালানোর কারণ জানা যায়নি।
প্যারিসের প্রসিকিউটর অফিস হত্যার ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।
ফ্রান্সের রাজধানীর গারে দে ল'এস্ট ট্রেন স্টেশনের কাছে দোকান এবং রেস্তোঁরাসহ একটি ব্যস্ত রাস্তা ও ১০তম অ্যারেন্ডিসমেন্টে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। গুলি এমন এক সময়ে চালানো হলো যখন সপ্তাহের শেষে প্যারিস ক্রিসমাস উদযাপনের আগের প্রস্তুতি শেষ করতে ব্যস্ত।
আরও পড়ুন: খাসোগি হত্যায় সন্দেহভাজন সৌদি নাগরিক ফ্রান্সে গ্রেপ্তার
জরুরি কর্মীরা ঘটনাস্থলে থাকাকালীন ওই এলাকা থেকে দূরে থাকার জন্য নাগরিকদের সতর্ক করেছে দেশটির পুলিশ বিভাগ।
প্রসিকিউটর অফিস জানিয়েছে, আহত চারজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসীদের বিষয়ে কোনও কিছু জানাননি তারা।
ফ্রান্স ২০১৫-২০১৬ সালে ইসলামিক চরমপন্থীদের মারাত্মক আক্রমণের শিকার হয়েছিল এবং সন্ত্রাস-সম্পর্কিত সহিংসতার জন্য সতর্ক অবস্থায় রয়েছে দেশটি।
আরও পড়ুন: সন্ত্রাসীদের হাতে ফ্রান্সে বাংলাদেশি খুন
১ বছর আগে
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৫
উত্তর বুরকিনা ফাসোতে সপ্তাহান্তে বন্দুকধারীরা অন্তত ৫৫ জনকে হত্যা করেছে বলে জানা গেছে। ইসলামিক চরমপন্থীদের একটি দল এসকল হত্যাকান্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
সোমবার কর্তৃপক্ষ ৫৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারের মুখপাত্র ওয়েন্ডকৌনি জোয়েল লিওনেল বিলগো এক সংবাদ সম্মেলনে বলেছেন,পশ্চিম আফ্রিকার দেশ সেনো প্রদেশের সেতেঙ্গায় সন্দেহভাজন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।
গত দুই বছরে বুরকিনা ফাসোতে ইসলামিক চরমপন্থীদের দায়ী করা সহিংসতায় প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছে। আরও দুই মিলিয়ন মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: অর্থ পাচারের অভিযোগে রাহুল গান্ধীকে তলব
ভেনেজুয়েলায় বিরোধীদলীয় নেতার ওপর হামলা
২ বছর আগে
পাবনায় ‘চরমপন্থী’ সদস্যকে গুলি করে হত্যা
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বেলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।
রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল চরপাড়া পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’ দলের সদস্য ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে গ্রাম প্রধান নিহত
স্থানীয়দের বরাত দিয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বেলাল হোসেন পাবনা শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বাড়ি পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পাশের পাটক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: কক্সবাজারে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মাসুদ আলম জানান, নিহত ব্যক্তি যেহেতু চরমপন্থী সর্বহারা দলের সদস্য ছিলেন, সে কারণে তাদের দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
৩ বছর আগে
অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
জয়পুরহাটে শহরের রেলস্টেশন রোড এলাকা থেকে শনিবার ভোরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মোটরসাইকেলসহ চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
৪ বছর আগে
নাটোরে আত্মসমর্পণকারী ২৩ চরমপন্থীর মাঝে অর্থ বিতরণ
নাটোরে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৩ চরমপন্থীর প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
৪ বছর আগে