বিশ্ব বাজার
ইজিপ্টএয়ার কার্গো পরিষেবা বিশ্ব বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, নতুন গন্তব্যে পণ্য রপ্তানি করতে ইজিপ্টএয়ারের কার্গো সার্ভিস বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক বাজারের সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি ঢাকা থেকে ইজিপ্টএয়ারের কার্গো পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এটি আমাদের উভয় দেশের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং এটি আমাদের মধ্যে আরও উল্লেখযোগ্য বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার দিকে পরিচালিত করবে।
আরও পড়ুন: জিয়ার পক্ষে রাজপথে স্লোগান জাতির জন্য দুভার্গ্যজনক: সংস্কৃতি প্রতিমন্ত্রী
রবিবার (২০ আগস্ট) ইজিপ্টএয়ার জিএসএ কার্গো ঢাকা থেকে কার্গো সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে শনিবার (১৯ আগস্ট) নগরীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ একিট অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
ইজিপ্ট এয়ার জিএসএ কার্গোর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, ক্যাপ্টেন গাসের হোসেন, চেয়ারম্যান, ইজিপ্ট এয়ার কার্গো; আহমেদ কেলানি, হেড অব ফাইন্যান্স, ইজিপ্ট এয়ার, কার্গো এবং হেশাম এল সৈয়দ, ভিপি, ইজিপ্ট এয়ার কার্গো।
প্রতিমন্ত্রী বলেন, মিশর এয়ার কার্গো সার্ভিস বাংলাদেশের বাজারে একটি মূল্যবান সম্পদ হবে এবং এটি আমাদের বাণিজ্য সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, বাংলাদেশে তরুণ ও কর্মক্ষম জনগণ রয়েছে। একই সঙ্গে এটি উদীয়মান অর্থনীতির দেশ। এদেশের একটি শক্তিশালী উৎপাদন খাত এবং একটি ক্রমবর্ধমান রপ্তানি বাজার রয়েছে।
মাহবুব আলী বলেন, বাংলাদেশে নিয়মিত ফ্লাইটে ইজিপ্ট এয়ার কার্গোকে একীভূত করা উভয় দেশের জন্যই লাভজনক বিষয়।
তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি এটি আমাদের জনগণের জন্য নতুন কর্মসংস্থান ও সুযোগ সৃষ্টি করবে।
গত তিন মাসে যাত্রীদের কাছ থেকে ঢাকা-কায়রো-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনায় ব্যাপক সাড়া পাওয়ার পর ইজিপ্টএয়ার দুটি গন্তব্যের মধ্যে তার কার্গো পরিষেবা চালু করেছে।
মিশরের জাতীয় পতাকাবাহী সংস্থার কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে কার্গো ব্যবসা শুরুর ঘোষণা দেন।
ইজিপ্টএয়ারের প্রথম যাত্রীবাহী ফ্লাইট ১৪ মে ঢাকা থেকে ৩০৯টি আসন পূরণ করে যাত্রী নিয়ে চলাচল শুরু করে।
ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরুর প্রথম দিন থেকেই ইজিপ্টএয়ার যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। এটি আমাদের কার্গো পরিষেবা প্রদানের জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।
তিনি বলেন, বাংলাদেশের মতো ক্রমবর্ধমান বাজারের গ্রাহকদের আকৃষ্ট করতে মিশর তার কার্গো পরিষেবার একটি উচ্চ মান বজায় রাখবে।
যা তার রপ্তানি খাতে ব্যাপক প্রবৃদ্ধি প্রত্যক্ষ করছে।
আরও পড়ুন: বঙ্গমাতার নামে পাঠাগার স্থাপন অনেক আত্মতৃপ্তির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া দেশের সংবিধান পাল্টে দিতে চেয়েছিল: নৌপ্রতিমন্ত্রী
১ বছর আগে
জ্বালানি তেলের দাম বাড়ল
বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে সরকার। শনিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে পরিবর্তিত মূল্য কার্যকর হবে।
শুক্রবার রাত ১০টার দিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, অকটেনের দাম হবে প্রতি লিটার ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম হবে ১৩০ টাকা।
পড়ুন: সোলার প্যানেল ব্যবহার করে ২০ শতাংশের বেশি বিদ্যুৎ বিল বাঁচানো সম্ভব: নসরুল হামিদ
কয়লার প্রথম চালান রামপালে, অক্টোবরে বিদ্যুৎ উৎপাদন শুরু
২ বছর আগে
বিশ্ব বাজারে আমদানি পণ্যের দাম বেড়েছে: বাণিজ্য সচিব
করোনার কারণে বিশ্ব বাজারে আমদানি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
তিনি বলেন, ‘আইন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় ১৭টি পণ্যের দাম নির্ধারণ করে। এবছর সয়াবিন তেলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি এবং কন্টেইনার খরচ বেড়ে যাওয়ায় আমদানি খরচ বৃদ্ধি পেয়েছে। এজন্য এবার বাজারে তেল, চিনি ও চালসহ কিছু পণ্যের দাম বেড়ে গেছে।’
শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে শিল্পপণ্য আমদানি বাড়াতে আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি মন্ত্রীর আহ্বান
তপন কান্তি বলেন, সরকার চাইলেই আমদানি শুল্ক কমাতে পারে না। এতে বাজারে সরবরাহ কমে মূল্যবৃদ্ধির সম্ভাবনা থাকে। সরকার চেষ্টা করছে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় ভোগের চাহিদাও বেড়েছে। তবে গরিব মানুষের জন্য বিশেষ কোন ব্যবস্থা নেয়া যায় কিনা সেটি চিন্তা ভাবনা করা হচ্ছে।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সভায় ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, বাজার মনিটরিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মো. সাইফুদ্দিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো. সোহেল শেখ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল্লা মো. আহসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো. রকিবুল ইসলাম, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. জাহাঙ্গির মিয়া, চালকল মালিক সমিতির সভাপতি বিপ্লব কুমার সাহা, বাজার মনিটরিং কমিটির সদস্য অধ্যাপক রিজভী জামান, আসমা আক্তার মুক্তা, শিপ্রা গোস্বামী, ক্যাবের প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: ভারতকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি-রপ্তানি বাধামুক্ত রাখার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
উক্ত সভায় পণ্য মনিটরিং কমিটির সদস্যরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, চাল, গম, সয়াবিন তেল, মসুরের ডাল, পেঁয়াজ ও বয়লার মুরগি ও সবজিসহ আরও কিছু পণ্যের দাম বেড়েছে। ফরিদপুরে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন বেশি।
এছাড়া চরাঞ্চলে প্রচুর দুধ উৎপাদন হয়। কিন্তু সংরক্ষণ ব্যবস্থা না থাকায় এর সুফল মিলছে না। তারা চালসহ নিত্য পণ্যের আমদানিতে শুল্ক হ্রাস ও কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দেন।
৩ বছর আগে
জ্বালানি তেলের মূল্য হ্রাসের ‘সুযোগ নিতে ব্যর্থ হতে পারে’ বাংলাদেশ
অতিরিক্ত সংরক্ষণাগারের অভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাসের ‘সুযোগ নিতে ব্যর্থ' হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
৪ বছর আগে