বালিশ চাপা
চট্টগ্রামে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
চট্টগ্রামে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এর এক কর্মকর্তাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তার স্ত্রীকে আটক করেছে। বুধবার রাত ৩টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া (সুন্নিয়া মাদ্রাসা) নিজাম কলোনিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (৫৮) ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্বরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি জেলার ফটিকছড়ি উপজেলায়।
অভিযুক্ত স্ত্রীর নাম খাদিজা বেগম।
আরও পড়ুন: বাবুগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা!
পুলিশ জানায়, স্ত্রী ও সন্তানরা আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল মান্নানের স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়েছে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে গতকাল গভীর রাতে স্ত্রী ও সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।
ওসি আরও জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
১ বছর আগে
সাতক্ষীরায় বালিশ চাপা দিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী আটক
সাতক্ষীরা সদর উপাজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মৃতের স্বামীকে আটক করা হয়েছে।
৪ বছর আগে