অ্যান্টিবডি
ঢাকায় ৭১ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি: আইসিডিডিআরবি
রাজধানী ঢাকায় ৭১ শতাংশ ও চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। আইসিডিডিআরবি এক গবেষণার পর এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ হেলথ ওয়াচ ও আইসিডিডিআরবি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক ভার্চুয়াল ওয়েবিনারে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: করোনা: দেশে একদিনে আরও ৭৬ মৃত্যু, শনাক্ত ৪৮৪৬
সম্প্রতি করোনা সংক্রমণের বিস্তার নির্ণয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামের বস্তি এবং বস্তিসংলগ্ন এলাকা ভিত্তি করে একটি গবেষণা করে আইসিডিডিআরবি। এসব এলাকায় বসবাসকারী করোনার উপসর্গযুক্ত ও উপসর্গহীন ব্যক্তিদের ওপর এ গবেষণা চালানো হয়। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এ সমীক্ষা চালানো হয়। মোট ৩ হাজার ২২০ জনের মধ্যে এই আন্তবিভাগীয় গবেষণা পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ফাইজারের টিকাদান সোমবার থেকে শুরু
এদিকে মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ৭০২ জনে দাঁড়াল। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৪৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮ টি। শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। সুস্থতার হার ৯১.৫৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখের বেশি
এর আগে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৮ জন মারা গেছেন। এছাড়া ৪ হাজার ৬৩৬ জন আক্রান্ত হয়েছেন।
গবেষণায় প্রধান গবেষক ছিলেন আইসিডিডিআরবির ডা. রুবহানা রাকিব ও ড. আবদুর রাজ্জাক। গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। বাংলাদেশ হেলথ ওয়াচ গবেষণার অ্যাডভোকেসি পার্টনার ছিল।
৩ বছর আগে
করোনা একবার হলে, দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা খুবই কম: গবেষণা
কেউ করোনাভাইরাসে একবার আক্রান্ত হলে ভবিষ্যতে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে সুরক্ষা পাওয়া যায় বলে দুটি নতুন গবেষণায় উঠে এসেছে।
৩ বছর আগে
নিজের শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে, দাবি ম্যাডোনার
করোনাভাইরাসের বিরুদ্ধে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার ঈঙ্গিত দিয়ে, প্রাণঘাতি এ ভাইরাসের ক্ষেত্রে তার অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে বলে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন মার্কিন পপ তারকা ম্যাডোনা।
৪ বছর আগে