দেশে করোনা শনাক্ত
করোনা: ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ও শনাক্ত কমেছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময়ে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৮ জন। নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৮৭ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার অধিদপ্তর জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু ও ১ হাজার ৩১০ জন শনাক্ত হয়েছে।
পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬৬ লাখেরও বেশি টিকা প্রদান
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন। দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১২ জন, খুলনা বিভাগে এক, চট্টগ্রামে ৩, রাজশাহীতে একজন মারা গেছেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নতুন রেকর্ড তৈরি করে দেশে মঙ্গলবার একদিনে ৬৬ লাখেরও বেশি করোনা টিকা দেয়া হয়েছে। যদিও এই প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক মানুষ একদিনে এতো টিকা পেয়েছেন তবে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিশেষ অভিযান ৭৫লাখ নাগরিককে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ব্যর্থ হয়েছে।
পড়ুন: কোভিড-১৯: বিশ্বে মৃত্যু ৪৭ লাখ ৬৪ হাজার ছাড়াল
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রম শুরু
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) জানিয়েছে, আটটি বিভাগ জুড়ে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে টিকা দেওয়া হয়েছে,যা বাংলাদেশে একদিনে রেকর্ড সংখ্যক টিকা দেয়ার ঘটনা। বেশিরভাগকে প্রথম ডোজ হিসাবে চীনা সিনোফার্ম ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এছাড়াও, এই বিশেষ প্রোগ্রামের অধীনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ভ্যাকসিনের ডোজও দেয়া হয়েছে।
৩ বছর আগে
করোনা: দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬২
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৬২ জনের করোনা শনাক্ত এবং ১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
৪ বছর আগে
২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৯০ জনের মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আরও তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬ জনে।
৪ বছর আগে
করোনায় দেশে রেকর্ড ৬৬৫ জন শনাক্ত, আরও ২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও দুজনের মৃত্যুর মধ্য দিয়ে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে।
৪ বছর আগে