জেল সুপার
ইভ্যালি চেয়ারম্যান কারামুক্ত
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানান, গত বছরের ২১ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মুক্তির আদেশ কারাগারে পৌঁছালে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য,ইভ্যালির চেয়ারম্যান ও নির্বাহী মোহাম্মদ রাসেলকে গেল বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। সে সময় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন গ্রাহকরা।
আরও পড়ুন: ইভ্যালির সিইও ও চেয়ারম্যান গ্রেপ্তার
ইভ্যালির সিইও ও চেয়ারম্যান ৩ দিনের রিমান্ডে
২ বছর আগে
বন্দি নির্যাতন: চট্টগ্রামে জেল সুপারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে তা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সৈয়দ মোতাহের হোসাইন রাসিপ।
তিনি বলেন, চট্টগ্রামে কারা হেফাজতে কয়েদি মো. শামীমকে নির্যাতনের অভিযোগে গত ২৫ নভেম্বর মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে মামলা দায়ের করা হয়। আদালত নালিশি মামলাটির শুনানি শেষে ৩০ নভেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেন। কিন্তু আদালত ১৩ ডিসেম্বর আদেশ দেন। আদালত পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার বিবাদীরা হলেন- চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান, জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, আইজি প্রিজনের গোয়েন্দা সবুজ দাশ ও সুবেদার মো. এমদাদ হোসেন।
আরও পড়ুন: হাজতিকে হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রামে জেল সুপার, জেলারসহ চারজনের বিরুদ্ধে মামলা
ভুক্তভোগীর স্ত্রী পারভিন আকতার হিরা মামলার অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী মো. শামীম একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০০৪ সাল থেকে কারাগারে রয়েছেন। গত ১৭ জুলাই পর্যন্ত তিনি কারাগারের ভেতরে মেডিকেল তথা ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন।
এরই মধ্যে ১২ জুলাই শামীম কারাবিধি অনুযায়ী ডায়েট না দেয়ার কারণ জিজ্ঞেস করলে তাকে বিবাদী সুবেদার এমদাদ হোসেন মারধর করেন। এরপর ১৭ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী শামীমকে বিবাদীরা কারাগারের ভেতর আমগাছে বেঁধে মারধর করেন এবং একই দিন তাকে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেন। কুমিল্লা কারাগার থেকে নির্যাতনের বিষয়টি শামীম ফোন করে তার স্ত্রীকে জানান।
মামলার বাদী পারভীন বলেন, আমার স্বামীকে নির্যাতনের বিষয় অবহিত করে বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে গত ২২ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করি। এরপর গত ১১ নভেম্বর শামীমকে একটি মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হলে, তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পাই। সবকিছু খোঁজ নিয়ে গত ২৫ নভেম্বর আমি আদালতে মামলা দায়ের করি।
আভিযোগের বিষয়ে জানতে জেল সুপার শফিকুল ইসলাম খানকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। ক্ষুদ্রবার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রাম কারাগারে আসামিকে নির্যাতন, জেল সুপারসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
৩ বছর আগে
কাশিমপুর কারাগারে পরীমণি
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে সেখানে নেয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমণিকে কারাগারের নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পরীমণিকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকাল থেকেই শতশত উৎসুক জনতা তাকে দেখার জন্য কারাগারের প্রধান ফটকে ভিড় করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে পরীমণিকে নিয়ে কারাগারে প্রবেশের সময় কারা ফটকে ভিড় করলেও শেষ পর্যন্ত তার দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যায় উৎসুক জনতা। এসময়ে কারাফটকে কারারক্ষী ছাড়াও মানুষের ভিড় সামলাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মোতায়েন ছিল।
আরও পড়ুুন: পরীমণি জেলে, জামিন নাকচ
পরীমণি চারদিনের রিমান্ডে
মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা
৩ বছর আগে
কুষ্টিয়ায় কারারক্ষীদের ওপর হামলা, আটক ২
কুষ্টিয়া জেলা কারাগারে কারারক্ষীদের ওপর বহিরাগতদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা কারাগারের এক সহকারী প্রধান কারারক্ষীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
৩ বছর আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৩৮৫ বন্দির মুক্তি
করোনা পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৬৪ কারাগার থেকে বিভিন্ন অপরাধে তিনমাস থেকে ছয়মাস সাজাপ্রাপ্ত ৯০ হাজার বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় ধাপে ৩৮৫ সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।
৪ বছর আগে