দোহার
দোহারে মোটরসাইকেলে সিএনজির ধাক্কায় নিহত ১
ঢাকার দোহার থানার কার্তিকপুরের এলাকায় মোটরসাইকেলে সিএনজির ধাক্কায় কাজী মাহফুজ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বড় ব্রিজের ঢালে ঘটনাটি ঘটে। নিহত মাহফুজ মাহমুদপুর গ্রামের কাজী ইসমাইল ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
এলাকাবাসীরা জানান, কার্তিকপুরের এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি সিএনজি। মোটরসাইকেল আরোহী মাহফুজকে আহত অবস্থায় উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।
দোহার থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, নিহতের পরিবার কোনো অভিযোগ না দেওয়া সোমবার রাতে নিহত মাহফুজের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন আহত
আগামী রমজানে পণ্যের দাম বেঁধে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
৯ মাস আগে
ঢাকার দোহারে অগ্নিসংযোগে একই পরিবারের ৫ জন দগ্ধ
ঢাকার দোহারে অগ্নিসংযোগের ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে জুলহাস নামের একজনের আধাপাকা ঘরে তালা দিয়ে পেট্রোল ছুঁড়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে জুলহাস, ২ শিশু ও নারীসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হন। চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্বার করেন।
দোহার ফায়ার সার্ভিসের সদস্যরা আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা জেলা পুলিশের অপরাধ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, দগ্ধদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন: আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
কারওয়ান বাজারে বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ২
১১ মাস আগে
প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে দোহার উদ্দেশে রওনা হবেন শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৯ মার্চ অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশসমূহের জাতিসংঘের পঞ্চম সম্মেলনে (এলডিসি-৫) অংশ নিতে শনিবার দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে কাতার সফর করছেন বলে তার কার্যালয় জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং ৮ মার্চ পর্যন্ত কাতারে থাকবেন। এসময় এলডিসি-৫ সম্মেলনে তার অংশগ্রহণ ছাড়াও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন: সঠিক তদন্তের পর বীমার দাবি পরিশোধ নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
তিনি কাতারের আমিরের সঙ্গেও বৈঠক করবেন। জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় আসবে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার সকাল ১১টায় ঢাকা ত্যাগ করবে। স্থানীয় সময় দুপুর আড়াইটায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউসিসি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনজিএ প্রেসিডেন্ট সাবা করোসি এবং ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনারের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ৫ মার্চ কিউসিসি-তে বিশেষ অতিথি হিসেবে এলডিসি-৫ সম্মেলনের উদ্বোধনী সেশনের সভায় ভাষণ দেবেন।
এরপর তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের সেক্রেটারি জেনারেল রেবেকা গ্রিনস্প্যান এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান মার্টিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ ঢাকা ত্যাগ করবেন
এছাড়া, বাংলাদেশ, লাওস এবং নেপাল যৌথভাবে আয়োজিত ‘২০২১ সালের গ্র্যাজুয়েটিং কোহর্টের জন্য টেকসই এবং মসৃণ ট্রানজিশন’ শীর্ষক একটি সাইড ইভেন্টেও প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।
৬ মার্চ শেখ হাসিনা সেন্ট রেজিস দোহায় ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন। মালাউইয়ের রাষ্ট্রপতি ড. ল্যাজারাস ম্যাকার্থি চাকওয়েরার সঙ্গে বৈঠক করবেন। এবং কিউসিসি-তে ‘স্মার্ট এবং উদ্ভাবনী সমাজের জন্য এলডিসিতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ’ শিরোনামে একটি পার্শ্ব ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং বাসভবনে একটি আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন।
৭ মার্চ প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক একীকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের সংলাপে যোগ দেবেন। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ড্যান জর্জেনসেনের সঙ্গে বৈঠক করবেন। ‘মসৃণ এবং টেকসই গ্র্যাজুয়েশনের জন্য গ্লোবাল পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। কিউসিসি-তে বিশেষ অতিথি হিসেবে এবং কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
৮ মার্চ (বুধবার) সকালে ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করার কথা রয়েছে শেখ হাসিনার।
দোহায় এলডিসি-৫ সম্মেলনে বিশ্ব নেতারা দোহা প্রোগ্রাম অব অ্যাকশন-এর মাধ্যমে তরুণদের নতুন ধারণা এগিয়ে নিতে সমর্থনের নতুন অঙ্গীকার উত্থাপন এবং সম্মত প্রতিশ্রুতি প্রদানের জন্য বেসরকারি খাত, সুশীল সমাজ, সংসদ সদস্য এবং তরুণদের সঙ্গে একত্রিত হবেন।
আরও পড়ুন: প্রযুক্তির পাশাপাশি শ্রমঘন শিল্পে মনোনিবেশ করবে সরকার: প্রধানমন্ত্রী
১ বছর আগে
নবাবগঞ্জে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের চার জন নারী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার মৃর্ধাকান্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়না বেগম (৫০), রাহেলা বেগম (৪০), সুফিয়া (৩০) এবং মালা বেগম (৪৬)। তারা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গুঙ্গেরপাড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে দোহারে একটি বালুবোঝাই ট্রাক ওই চার নারীকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৩
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ঘুমন্ত দম্পতির
কুষ্টিয়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত, গণপিটুনিতে আহত ১
২ বছর আগে
‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ এ গৃহবধুর অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুক পেইজে অভিযোগ করে প্রতিকার পেলেন ঢাকার দোহার উপজেলার এক গৃহবধু।
বৃহস্পতিবার গৃহবধুর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর থেকে সাইফুল ইসলাম নামে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: গোসল করতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
বুধবার ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে পুলিশ কনস্টেবল সাইফুলকে একমাত্র আসামি করে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন বলে জানান দোহার থানার ওসি।
গ্রেপ্তার সাইফুল ইসলাম দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে ফরিদপুর জেলার পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিল।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
ভুক্তভোগী গৃহবধু জানান, বিগত তিন বছর আগে স্কুলে পড়াশোনা করা অবস্থায় দোহারের কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তেন। ওই সময় ওই শিক্ষকের ছোট ভাই পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুযোগে মোবাইল থেকে সাইফুল তার বেশকিছু ব্যক্তিগত ছবি ও খোলামেলা অবস্থার ভিডিও নিয়ে নেয়। এরপর ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক করতে বাধ্য করে। সম্পর্কের একপর্যায়ে সে ইমুতে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলার সময় কৌশলে আমার খোলামেলা অবস্থার ভিডিও চিত্র ধারণ করে সেগুলো দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে সাইফুল।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে নার্সের মামলা
ভুক্তভোগী গৃহবধু আরও জানান, পরে আমি আমার এক বান্ধবীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তার মাধ্যমে জানতে পারি সাইফুল এভাবে একাধিক মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। বিষয়টি বুঝতে পেরে আমি কৌশলে তার সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিলে প্রায় এক বছর তার সঙ্গে আমার কোনো ধরণের যোগাযোগ হয়নি। আমার স্বামী আমাকে মানসিকভাবে সহযোগিতার করার কারনে আমি তার মাধ্যমে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ এর কথা জানতে পারি। তার পরামর্শে আমি ওই ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে বিষয়টি জানালে আমার সঙ্গে ফোনে কথা বলেন ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর টিম। তারা প্রথমে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি পরবর্তীতে মামলা করার পরামর্শ দেন এবং দোহার থানা পুলিশকে মামলা গ্রহণের নির্দেশ দেন।
ভুক্তভোগী গৃহবধু বলেন, এরপর বুধবার আমি বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করি। মামলার পর বৃহস্পতিবার ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ।
‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ এর ফেসবুক পেইজে অভিযোগ করে দ্রুত প্রতিকার পেয়ে আত্মবিশ্বাসী ওই গৃহবধু বলেন, কখনো ভাবিনি পুলিশ এত সহজে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অ্যাকশন নিবে। আমি চাই এমন ঘটনায় ভুক্তভোগী অনেক নারী রয়েছেন তারা নির্ধিধায় ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর সহযোগিতা গ্রহণ করবেন।
পুলিশের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
৩ বছর আগে
দোহারে চিকিৎসকসহ দুইজনের করোনা শনাক্ত
ঢাকার দোহার উপজেলায় চিকিৎসকসহ নতুন করে আরও দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।
৪ বছর আগে