আইয়ুব বাচ্চু
রক আইকন আইয়ুব বাচ্চু স্মরণে দোয়া মাহফিল
বাংলাদেশের কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাব, ঢাকা (সিএমসিডি)। রবিবার সন্ধ্যায় রাজধানীর সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে দেশের সকল মিউজিশিয়ানদের উপস্থিতিতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
একই দিনে আইয়ুব বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়। আইয়ুব বাচ্চুর স্মরণানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
সংগঠনটির সভাপতি সৈয়দ শহীদ বলেন,‘ব্যান্ড মিউজিকে বাচ্চু ভাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাচ্চু ভাইকে নিয়ে সঙ্গীত ডিপার্টমেন্ট চালু হবে। এটা আশা করতে পারি।’
সংগঠনটির উপদেষ্টা গায়ক ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া বলেন, ‘আইয়ুব বাচ্চু ভাইয়ের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি গিটার প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। শিগগিরই এ নিয়ে আমরা বিস্তারিত জানাতে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু।
৮৭৪ দিন আগে
রূপালি গিটারের জাদুকর কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর বাংলাদেশে শুরু হলো ব্যান্ড সঙ্গীত চর্চা। সেই সময় দেশের তরুণদের অনুপ্রেরণা পিংক ফ্লয়েড, বিটলস, ডায়ার স্ট্রেইট বা দা ডোরস’র মতো পশ্চিমা সঙ্গীতের অনেক ব্যান্ড। তাদের কেউ হতে চান মার্ক নফলার, জিম মরিসন। আবার কেউ ডেভিড গিলমোর অথবা জিমি হেন্ড্রিক্স।
এখন যে কিংবদন্তী রক আইকনের কথা বলব তিনি হচ্ছেন দেশের ব্যান্ড সঙ্গীতের পথিকৃত আইয়ুব বাচ্চু। ১৬ আগস্ট মঙ্গলবার প্রায়ত এই তারকার ৬০তম জন্মদিন আজ।
আইয়ুব বাচ্চুর বেড়ে উঠা চট্টগ্রামে। ৭০ দশকে স্কুলে থাকতে বাবার কাছ থেকে একটি গিটার উপহার পান। আর সেই থেকেই তার টুংটাং শুরু। কিশোর বয়সে প্রেমের পরেন পশ্চিমা সঙ্গীতের। হয়তো স্বপ্ন দেখতেন জিমি হেন্ড্রিক্স হওয়ার। যাকে আইয়ুব বাচ্চুর টিশার্টে প্রায় দেখা যেত।
দেশের টিভির এক অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু প্রথম দেখলেন আজম খানের পারফর্মেন্স। তার সঙ্গে ঝাঁকড়া চুলে গিটার বাজাচ্ছিলেন দেশের কিংবদন্তী গিটারিস্ট নয়ন মুন্সি। মুগ্ধ হয়ে যান আইয়ুব বাচ্চু। তখন থেকে নেশা চড়ে যায়। তাই কলেজ জীবনে বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড গড়লেন। নাম দিলেন ‘গোল্ডেন বয়েজ’।
আরও পড়ুন: আইয়ুব বাচ্চু স্মরণে চট্টগ্রামে রূপালি গিটার
চট্টগ্রামে সেই সময়ে বেশ জনপ্রিয় ‘ফিলিংস’ব্যান্ড। আইয়ুব বাচ্চুর ইচ্ছা ছিল সেই ব্যান্ডে জয়েন করার। কুমার বিশ্বজিতের সঙ্গে যেহেতু আগেই পরিচয় ছিল তাই সেই ইচ্ছাটাও পুরোন হলো। এতে আইয়ুব বাচ্চু তার গিটারের প্রেক্টিস আরও ভালোভাবে করার সুযোগ পেয়ে যান। আর তার উদ্দেশ্য ছিল মূলত এটাই। এটা ছিল ১৯৭৮ সালের কথা।
এরপর ১৬ বছর বয়সে ‘ফিলিংস’ থেকে আইয়ুব বাচ্চু প্রথম গান রেকর্ড করেন। শিরোনাম ‘হারানো বিকেলের গল্প’। গীতিকার ছিলেন শহীদ মাহমুদ জঙ্গী। ব্যান্ডটিতে তিন বছরের মতো ছিলেন আইয়ুব বাচ্চু। পরবর্তীতে যোগ দেন চট্টগ্রামের আরও একটি জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এ।
সোলস তখন ছিল চট্টগ্রাম ভিত্তিক ব্যান্ডদল। যদিও ৮২ সালের দিকে সোলস ব্যান্ড ঢাকায় মুভ করে। যার কারণে আইয়ুব বাচ্চুও ঢাকায় চলে আসেন। সেই সময়েই সোলসের প্রথম অ্যালবাম, ‘সুপার সোলস’ রিলিজ হয়।
এক সাক্ষাৎকারে আইয়ু বাচ্চু বলেছিলেন, ‘১৯৮৩ সালের শেষের দিকে মাত্র ৬০০ টাকা নিয়ে এসেছিলাম। উঠেছিলাম এলিফ্যান্ট রোডের একটি হোটেলে। তখন এখানে আমার অনেক আত্মীয়স্বজন থাকতেন। আমি কারও কাছেই যাইনি। বিপদে কারও মুখাপেক্ষীও হইনি। নিজেকে গড়ে তুলেছি। দিনরাত্রি কাজ করে একটা অবস্থানে পৌঁছাতে পেরেছি।
১৯৮৬ সালে ‘সোলস’এ থাকা অবস্থায় নিজের প্রথম একক অ্যালবাম, ‘রক্তগোলাপ’ প্রকাশ করেন আইয়ুব বাচ্চু। এই অ্যালবামের সুর ও সঙ্গীত ছিল তার নিজেরই। কিন্তু এখানে মজার ব্যাপার হলো, অ্যালবামের কভারে সুর ও সঙ্গীতের জায়গায় তিনি তার ডাকনাম ‘রবিন’ ব্যবহার করেন এবং শিল্পীর স্থানে আইয়ুব বাচ্চু ব্যবহার করেন।
৯৫০ দিন আগে
প্রথমবার পর্দায় দীর্ঘ স্মৃতিচারণায় আইয়ুব বাচ্চুর স্ত্রী
দেশের রক আইকন আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট। আর এ দিন প্রথমবারের মতো পর্দার সামনে আসবেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। স্বামী আইয়ুব বাচ্চু’র গান, তার সঙ্গে যাপিত জীবন, বর্তমান স্মৃতি সংরক্ষণ, দাম্পত্যজীবন নিয়ে কথা বলবেন তিনি।
কোলাহল কমিউনিকেশনের ডিজিটাল প্লাটফর্মে আগে থেকে রেকর্ড করা ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ শিরোনামে অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু’র স্মৃতি চারণা ও তার নামে ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেছেন ফেরদৌস আক্তার চন্দনা ও এলআরবি গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ।
অনুষ্ঠানটি প্রসঙ্গে ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আমি আজীবনই মিডিয়ার বাইরে থেকেছি। এসব বুঝিনা। বুঝতেও চাইনি। কিন্তু এখন বাচ্চুর স্মৃতি সংরক্ষণ আর ওর এই অমূল্য গানের সংরক্ষণের কাজগুলো আমি আমার দুই সন্তানের পক্ষ থেকে করছি। দায়িত্বগুলো আমার সন্তানের। ওরা যেহেতু বাইরে পড়াশোনা করছে। সেই কাজগুলো করার জন্য আমি এখন ছুটে বেড়াচ্ছি। এসব কাজ নিয়ে অনেকেই সাপোর্ট দিচ্ছেন। কারো কারো বাঁকা কথাও শুনতে হচ্ছে। ওদের সবাইকে তো আমি জনে জনে ব্যাখ্যা দিতে পারবো না। তানভীর ভাই বাচ্চুর খুব স্নেহধন্য ছিলেন। তাই তার অনুরোধের, এবং সময়ের প্রয়োজনে কিছু কথা বলেছি।’
অনুষ্ঠানে এলআরবির ভবিষ্যত, সন্তানদের ইচ্ছে, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কার্যক্রম, আইয়ুব বাচ্চুকে নিয়ে আবেগতাড়িত স্মৃতিচারণাসহ নানান প্রসঙ্গ উঠে এসেছে এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদের কথায়। এছাড়াও বলেন প্রিয় এবিবস্ কে নিয়ে স্মৃতিচারণসহ নিজের সেক্রিফাইসের গল্প।
অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘বাচ্চু ভাইকে নিয়ে আমার অধিকাংশ শোতে কথা বলি। এই অনুষ্ঠানটি বিশেষ। কারণ, আইয়ুব বাচ্চুর স্ত্রী এবং তাদের সন্তানের মা কথা বলেছেন। তাই এলআরবির গান ও আনুসঙ্গিক বিষয় নিয়ে খোলাসা করার চেষ্টা করেছি। এমন এক কিংবদন্তীর প্রতি দর্শকের কৌতুহল অনেক। তাই নানান মিশ্রমত থাকবে, এটাই স্বাভাবিক। আমি চেয়েছি তারই কিছু প্রাসঙ্গিক আলাপের অবতারণা করতে। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন।’
কয়েক পর্বের এই অনুষ্ঠানের একটি পর্বে কথা বলেছেন গীতিকবি বাপ্পী খান। ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ সিরিজটির প্রথম পর্ব অবমুক্ত হবে ১৬ আগস্ট রাত ১০টায় তানভীর তারেকের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে অনুষ্ঠানটি স্বাধীন মিউজিক অ্যাপেও দেখা যাবে।
আরও পড়ুন: উন্মোচিত হলো আইয়ুব বাচ্চুর সেই রূপালী গিটার
আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে দেবের ‘মায়াবী গিটার ফেলে’
৯৫১ দিন আগে
আইয়ুব বাচ্চুকে নিয়ে তানভীর তারেকের ‘স্মৃতিদহন’
রক আইকন আইয়ুব বাচ্চুকে নিয়ে প্রথম কোনো গ্রন্থ প্রকাশ পেলো। অনিন্দ্য প্রকাশ এর ব্যানারে তানভীর তারেক এর লেখা ‘স্মৃতিদহন’ বইটি পাওয়া যাবে এবারের বইমেলায় । লেখক তানভীর তারেক এই বইটিকে বলছেন ‘অবলোকন গদ্য’।
তানভীর তারেক বলেন,‘বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ২২ বছরের যে পরিচয়-সম্পর্ক তা গীতিকার-শিল্পী বা সাংবাদিক-শিল্পীর বাইরেও অনেক কিছু। সেই সম্পর্কের দীর্ঘ জার্নিতে তার প্রতি মোহগ্রস্ত সময়, মান-অভিমান, মায়ায় জড়ানো কাল বা কৃতজ্ঞতা বাঁধা মনের অবলোকনকেই আমি বইয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। ‘স্মৃতিদহন’ বইটিতে আমার নেয়া বাচ্চু ভাইয়ের প্রায় অর্ধশত ইন্টারভিউয়ের কোনোটিই গ্রন্থিত করিনি। ইচ্ছে করেই। কারণ ঐসকল ইন্টারভিউতে তৎকালীন বিভিন্ন বিষয় নিয়ে মতামত ছিল। যা আগামী প্রজন্মের কোনো এক পাঠকের কাছে খটকা লাগতেই পারে। আমি তাই নিজের স্মৃতির যে দহনবেলা তৈরি হয়েছে আমার ভেতর তা তুলে ধরেছি।’
আরও পড়ুন: আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে দেবের ‘মায়াবী গিটার ফেলে’
তিনি বলেন, ‘এই মানুষটি চলে যাবার পরদিন থেকে নানান স্মৃতি, আক্ষেপ আর ভালবাসার অনুরণন যে ঘুরপাক খেয়েছে সেগুলিই শব্দে সাজানোর চেষ্টা করেছি। আইয়ুব বাচ্চু’র সববয়সী ভক্তরা যেন এই বইয়ের প্রতিটি অংশে নিজেদের সঙ্গে তাদের আইয়ুব বাচ্চুকে সম্পর্কিত করতে পারেন, সেই চেষ্টাটাই করেছি।’
তানভীর তারেক এর এই গ্রন্থের ভূমিকায় আইয়ুব বাচ্চুর সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা লিখেছেন, ‘তানভীর তারেক- তার এই বইটিতে আইয়ুব বাচ্চুকে দেখা, তার সঙ্গে কাটানো সময় ও গানের কাজ মিলিয়ে আবেগঘন কিছু স্মৃতিগল্প লিখেছেন। যা পড়ে আমারও মাঝে মাঝে ঐসব দৃশ্যকল্প, সমকালীন মানুষটাকে মনে পড়েছে বারবার। আমি জানি, তাঁর অগনিত ভক্তরাও একইভাবে, এই লেখাগুলো পড়ে স্মৃতির সঙ্গে, আইয়ুব বাচ্চুর সঙ্গে হাঁটবেন অনেকক্ষণ। দারুণ সুখ পাঠ্য এই স্মৃতিগদ্য ভবিষ্যতে আইয়ুব বাচ্চুর জীবনী বা তাঁকে নিয়ে যে কোনো গবেষণার কাজে দারুণ এক রেফারেন্স হয়ে থাকবে।’
স্মৃতিদহন বইটিতে লেখকের সঙ্গে আইয়ুব বাচ্চুর ২২ বছরের সম্পর্কের নানান খতিয়ান, তৎকালীন মিউজিক ইন্ডাস্ট্রির নানান দিক উঠে এসেছে ।
বইটি একুশে বইমেলার অনিন্দ্য প্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে রকমারিসহ বিভিন্ন অনলাইন শপ থেকেও কিনতে পারা যাবে।
আরও পড়ুন: চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা: রুনা লায়লা
১১২৯ দিন আগে
আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে দেবের ‘মায়াবী গিটার ফেলে’
গিটার জাদুকর, রকস্টার, সুরকার ও গীতিকার আইয়ুব বাচ্চুর তৃতীয় প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে দুই বাংলার তুমুল জনপ্রিয় এই রকস্টার না ফেরার দেশে পাড়ি জমান।
আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ‘মায়াবী গিটার ফেলে’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত শিল্পী ও সংগীত পরিচালক দেব চৌধুরী। ইতোমধ্যে গানটি আইয়ুব বাচ্চুর ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
দেব চৌধুরী কলকাতার সহজিয়া ব্যান্ডের মূল গায়ক। চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। কৈশোর থেকে আইয়ুব বাচ্চুর গানের ভক্ত তিনি। তাঁর প্রথম গুরু জনপ্রিয় গানের দল ‘মহীনের ঘোড়াগুলি’র গৌতম চট্টোপাধ্যায়।
২০১৮ সালে আইয়ুব বাচ্চুর প্রয়াণের রাতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘মায়াবী গিটার ফেলে’ গানটি লেখেন এবং সুর দেন। পরদিন কলকাতার আকাশ আট চ্যানেলের ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে গানটি সরাসরি গেয়েও শোনান দেব চৌধুরী।
আইয়ুব বাচ্চুকে ‘কৈশরের রক আইকন’ আখ্যা দিয়ে গানে গানে স্মরণ করেন প্রিয় তারকাকে। গানের কয়েকটি বাক্য এমন- ‘নিয়ন আলোয় মাখা ফুটপাথে/ আমি একাকী হাঁটছি মাঝরাতে/ রাতের তারার চোখে বিষণ্ণতা/ না বলেও বলে দেয় অনেক কথা। ‘গিটারের ছয় তারে ভালোবাসার টান/ গিটার রসকলি গিটার আজান...’। এছাড়া গানটির শেষে যোগ করা হয়েছে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ গানের কয়েকটি চরণও।
সিনে লাইভ মিডিয়ার নিবেদিত গানটির শুরুতে দেব চৌধুরী বলেন, ‘আইয়ুব বাচ্চু আমাদের প্রজন্মের কৈশোরের রক আইকন। একটা ভাঙ্গা গিটার বুকে জড়িয়ে অনেক না ঘুমানো রাত তার গান নিয়ে কেটেছে। ২০১৮ সালের ১৮ অক্টোবর তিনি বড় অসময়ে পরপারে চলে গেলেন। সে দিন শেষ রাতে এই গানটির জন্ম। ট্রিবিউট টু দ্য বেঙ্গলি রক মাইলস্টোন, আইয়ুব বাচ্চু।’
আরও পড়ুন: আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
১২৫২ দিন আগে
আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
কিংবদন্তি গায়ক, গিটারিস্ট, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৮ সালের এই দিনে ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় সংগীত ব্যান্ড এলআরবি’র (লাভ রানস ব্লাইন্ড) প্রতিষ্ঠাতা ও ফ্রন্টম্যান আইয়ুব বাচ্চু।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি, যিনি এবি নামেই বেশি পরিচিত।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তার অনেক ভক্ত এবং সংগীত তারকা রক কিংবদন্তির প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন।
বাচ্চুর স্ত্রী ফেরদৌস চন্দনা আইয়ুব জানান, আইয়ুব বাচ্চুর স্মরণে একটি জাদুঘর তৈরির উদ্যোগ নেয়া হয়েছে যেখানে তার ব্যবহৃত ৪০টি গিটার প্রদর্শন করা হবে।
পড়ুন: দেশের প্রথম ভাসমান মসজিদ ও সাতক্ষীরার একজন ইমামের গল্প
১৯৭৮ সালে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘ফিলিংস’-এ যোগ দেয়ার মধ্য দিয়ে ব্যান্ড জগতে প্রবেশ করেন আইয়ুব বাচ্চু। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় ‘সোলস’ ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এই ব্যান্ডের সাথেই যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে গড়ে তোলেন ব্যান্ডদল এলআরবি।
মৃত্যুর আগ পর্যন্ত এলআরবি’র মূল কন্ঠশিল্পী ভোকাল ছিলেন আইয়ুব বাচ্চু।
‘আম্মাজান’, ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সেই তুমি’, ‘ফেরারি এই মনটা আমার’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো গাইতে দেখো’ সহ আরও অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।
পড়ুন: তোগুড়: তরমুজের রস দিয়ে বানানো নতুন গুড়
নাজমুন নাহার: পৃথিবীর ১৫০তম দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশি পরিব্রাজক
১২৫২ দিন আগে
আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ
আজ জনপ্রিয় গায়ক, গিটারিস্ট, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর ৫৯তম জন্মবার্ষিকী। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি, যিনি এবি নামেই বেশি পরিচিত।
সোমবার আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে তার ভক্ত অনুরাগী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
১৯৭৭ সালে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘ফিলিংস’-এ যোগ দেয়ার মধ্য দিয়ে ব্যান্ড জগতে প্রবেশ করেন আইয়ুব বাচ্চু। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় ‘সোলস’ ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এই ব্যান্ডের সাথেই যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে গড়ে তোলেন ব্যান্ডদল (লাভ রানস ব্লাইন্ড) এলআরবি।
আরও পড়ুন: ঝালকাঠিতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘আম্মাজান’, ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সেই তুমি’, ‘ফেরারি এই মনটা আমার’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো গাইতে দেখো’ সহ আরও অসংখ্য জনপ্রিয় গান। এখনও এসকল সকলের মাঝে, এমনকি বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এবং চর্চা চলছে।
আরও পড়ুন: ফিলিপাইনের রিজাল জাদুঘরে বঙ্গবন্ধু প্রদর্শনী শুরু
২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় সংগীত ব্যান্ড এলআরবি’র প্রতিষ্ঠাতা ও ফ্রন্টম্যান আইয়ুব বাচ্চু। মৃত্যুর আগ পর্যন্ত এলআরবি’র মূল কন্ঠশিল্পী (ভোকাল) ছিলেন আইয়ুব বাচ্চু।
১৩১৫ দিন আগে
উন্মোচিত হলো আইয়ুব বাচ্চুর সেই রূপালী গিটার
চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর (ইউএনবি)- দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে স্থাপিত রূপালী গিটার উদ্বোধন করা হয়েছে।
২০১২ দিন আগে
আইয়ুব বাচ্চু স্মরণে চট্টগ্রামে রূপালি গিটার
চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর (ইউএনবি)- চট্টগ্রামের সন্তান জনপ্রিয় ব্যান্ড শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু স্মরণে নগরীতে স্থাপিত রূপালি গিটার বুধবার উন্মোচিত হচ্ছে।
২০১৩ দিন আগে
‘ছয় দিন আগে নিজের কবরের স্থান দেখিয়ে দেন আইয়ুব বাচ্চু’
ঢাকা, ২০ অক্টোবর (ইউএনবি)- দাফনের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ শনিবার চট্টগ্রামে নেয়া হয়েছে। নগরীর স্টেশন রোডস্থ চৈতন্য গলির বাইশ মহল্লার কবরস্থানে তার দেখিয়ে স্থানে খোঁড়া হয়েছে কবর।
২৩৪৬ দিন আগে