শরণখোলা উপজেলা
বাগেরহাটে হরিণের পা’সহ ২ শিকারি আটক
সুন্দরবনে হরিণ শিকার করার পর মাংস নিয়ে লোকালয়ে ফেরার পথে শিকারি চক্রের দুই সদস্যকে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার ভোরে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সুন্দরবন পূর্ব বিভাগের ডুমুরিয়া খাল থেকে ওই দুই হরিণ শিকারিকে আটক করা হয়।
আটক দুজন হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া গ্রামের আব্দুল ওহাব মিস্ত্রির ছেলে হানিফ মিস্ত্রি (৪৮) এবং একই গ্রামের হামিদ মিস্ত্রির ছেলে মাসুম মিস্ত্রি (২৮)।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের সদস্যরা বৃহস্পতিবার ভোরে সুন্দরবনে টহলে ছিল। এসময় তারা বনের মধ্যে ডুমুরিয়া খালে একটি নৌকা এবং একটি ট্রলার দেখতে পায়। বন বিভাগের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানো চেষ্টা করে। এসময় ধাওয়া করে দুজন হরিণ শিকারিকে আটক করা হয়। তবে এসময় অপর তিনজন দৌঁড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পাঁচজনের ওই শিকারি চক্র সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকার করার পর মাংস নিয়ে লোকালয়ে ফিরছিল। পরে ট্রলার এবং নৌকা তল্লাশি করে ১২ কেজি হরিণের মাংস, হরিণের ৪টি পা, ৩০ ফুট ফাঁদ, একটি নৌকা এবং একটি ট্রলার জব্ধ করা হয়।
আরও পড়ুন: মনপুরায় জোয়ারের পানিতে ভেসে আসা দুটি হরিণ শাবক অবমুক্ত
আটক ওই দুজন পেশাদার হরিণ শিকারি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ডিএফও জানান।
৩ বছর আগে
বাগেরহাটে ৩ হরিণ শিকারি আটক, মাংস, ট্রলার ও ফাঁদ জব্দ
বাগেরহাটের সুন্দরবন থেকে পেশাদার হরিণ শিকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে বন বিভাগ।
৪ বছর আগে