আটকা পড়া
ময়মনসিংহে রেলক্রসিংয়ে আটকা পড়া ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ৫
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে গর্তে আটকা পড়ে একটি মালবোঝাই ট্রাক। চালকসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকটি রেললাইন থেকে সড়াতে পারেননি। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
তারা আরও জানান এতে ট্রেনের ইঞ্জিনে বসা বাবুল নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইঞ্জিনে বসা আরও ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রেন সরিয়ে নেওয়ায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
৫৩৮ দিন আগে
লিবিয়ায় আটকা পড়া ১৪১ বাংলাদেশি দেশে ফিরেছেন
লিবিয়ায় গৃহযুদ্ধ এবং কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে প্রেরণ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম।
১৫৭৮ দিন আগে
ভারত থেকে ফিরলেন আটকা পড়া আরও ১২৮ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে আটকা পড়া বাংলাদেশিদের মধ্য আর ১২৮ জন মঙ্গলবার দিল্লি থেকে দেশে ফিরেছেন।
১৭৯১ দিন আগে