আটকা পড়া
ময়মনসিংহে রেলক্রসিংয়ে আটকা পড়া ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ৫
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে গর্তে আটকা পড়ে একটি মালবোঝাই ট্রাক। চালকসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকটি রেললাইন থেকে সড়াতে পারেননি। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
তারা আরও জানান এতে ট্রেনের ইঞ্জিনে বসা বাবুল নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইঞ্জিনে বসা আরও ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রেন সরিয়ে নেওয়ায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
১ বছর আগে
লিবিয়ায় আটকা পড়া ১৪১ বাংলাদেশি দেশে ফিরেছেন
লিবিয়ায় গৃহযুদ্ধ এবং কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে প্রেরণ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম।
৩ বছর আগে
ভারত থেকে ফিরলেন আটকা পড়া আরও ১২৮ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে আটকা পড়া বাংলাদেশিদের মধ্য আর ১২৮ জন মঙ্গলবার দিল্লি থেকে দেশে ফিরেছেন।
৪ বছর আগে