ডিএসই
উত্থানে শুরু হলেও শেষমেশ আবারও পতন পুঁজিবাজারে
দিনের প্রথম ঘণ্টায় উত্থান দিয়ে শুরু হলেও পতন ঠেকানো গেল না ঢাকার পুঁজিবাজারে। লেনদেন শেষে আগের দিনের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইসিএক্স কমেছে ১ পয়েন্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় প্রধান সূচক বেড়ে ৫ হাজার ১৯১ পয়েন্ট উঠলেও দিন শেষে তা দাঁড়িয়েছে ৫ হাজার ১৫০ পয়েন্টে।
এদিন ব্লুচিপ শেয়ারেও সূচক কমেছে। ডিএস-৩০ এর সূচক কমেছে ১ পয়েন্ট। তিনটি সূচকের মধ্যে সামান্য বেড়েছে শরীয়াভিত্তিক শেয়ার ডিএসইএসের। ১ পয়েন্ট বেড়ে ডিএসইএসের সূচক হয়েছে ১ হাজার ৯০৪ পয়েন্ট।
আরও পড়ুন: প্রথম ঘণ্টায় ডিএসইএক্স-ডিএস৩০তে সূচক কমল ৪.১৬ পয়েন্ট
মঙ্গলবার সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এদিন ১ লাখ ২৯ হাজার শেয়ার ১৩ কোটি ৫০ লাখ হাতবদল হয়ে মোট ৩৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতদিনের তুলনায় ৪৬ কোটি টাকা কম।
সূচক কমলেও দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ১৩১টির। এছাড়া দাম অপরিবর্তিত আছে ৮৪টি কোম্পানির।
এদিকে ডিএসইর এসএমই খাতের শেয়ারেও পতন অব্যাহত রয়েছে। দিন শেষে এসএমই ইনডেক্সের সূচক কমেছে ১০ পয়েন্ট। তবে সূচক কমলেও গতদিনের তুলনায় আজ ২ কোটি টাকা বেড়ে মোট ৬ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে।
একইভাবে পতনের ধারা অব্যাহত আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্সের সূচক কমেছে ৯ পয়েন্ট। লেনদেন শেষে মোট দাম কমেছে ৭২টি কোম্পানির, বেড়েছে ৮৫টির এবং অপরিবর্তিত আছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: ডিএসইএক্সে সূচক বাড়ল ২৮.৪ পয়েন্ট
১ দিন আগে
লেনদেন শুরু উত্থান দিয়ে, বেড়েছে সবকটি সূচক
টানা দুই দিন পতনের পর ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। দিনের লেনদেনের শুরুতেই বেড়েছে তিনটি সূচকের পয়েন্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট।
বাছাইকৃত ব্লুচিপ শেয়ারের সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট এবং শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়েছে।
প্রথম ধাপে ৩৩ হাজার ৪২৪টি শেয়ার ৪ কোটি ২০ লাখ ৩০ হাজার বার হাতবদল হয়ে মোট ৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই সূচকের পতন
দিনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী। দাম বেড়েছে ২৯১টি কোম্পানির, কমেছে ২৯টি এবং অপরিবর্তিত আছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এদিকে গত কয়েকদিনের মতো মঙ্গলবারও দুটি কোম্পানির শেয়ার উল্লেখযোগ্য হারে কেনাবেচা হচ্ছে। এরমধ্যে খুলনা প্রিন্টিং এবং প্যাকেজিং কোম্পানি কয়েক বছর ধরে বন্ধ থাকার পরেও কয়েকদিনে বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির চাহিদা বেড়েছে কয়েকগুণ।
বিনিয়োগকারীরা বলছেন, আপাতত লোকসানের পুঁজি সামাল দিতে ঝুঁকি নিয়ে তারা এ শেয়ারে অর্থলগ্নি করছেন।
আরেক কোম্পানি খান ব্রাদার্স উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে ডিএসইর পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করায় কোম্পানিটি জানিয়েছে, তারা তথ্য গোপন করে মূল্যে হস্তক্ষেপ করছেন না। দামের ওঠানামা নিয়ন্ত্রণ হচ্ছে বাজার থেকে।
তবে ঝুঁকিপূর্ণ হলেও দিনের প্রথম ঘণ্টার লেনদেনের লভ্যাংশ না দেওয়া বা নূন্যতম লভ্যাংশ দেওয়া শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ ছিল তুঙ্গে।
ডিএসইর মতোই প্রথম ঘণ্টায় সূচকের উত্থান দিয়ে লেনদেন চলছে চট্টগ্রামের বাজারে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।
লেনদেন হওয়া ৬০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৩টির।
আরও পড়ুন: পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় লেনদেন শুরু পতন দিয়ে
১ দিন আগে
দেড় ঘণ্টা বিলম্বে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু
অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা পর সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টার বদলে বেলা সাড়ে ১১টায় শুরু হয় দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই এমন তথ্য জানিয়েছে। তারা বলছে, নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।
তবে লেনদেন শুরু হওয়ার পরে ঢাকা শেয়ার বাজারের তিনটি সূচক ডিএসইএক্স, ডিএসইএস ও ডিএসে ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা গেছে।
আরও পড়ুন: শেয়ার বাজারে টানা দুই কার্যদিবস সূচকের পতন
১ সপ্তাহ আগে
ডিএসইতে প্রথম ঘণ্টায় সূচকের বড় উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার কর্মদিবসের শুরুর প্রথম ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
৪৫ হাজার ৩৫৫ লেনদেনের মাধ্যমে ৪ কোটি ৬৩ লাখ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এ সময়ে ২৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আরও পড়ুন: ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪. ৪৮ পয়েন্ট
এ সময় ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দাম বেড়েছে ৩০৬টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারমূল্য।
মঙ্গলবার প্রথম ঘণ্টায় ডিএসইএক্সের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৪ দশমিক ৫৮ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ২২ দশমিক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১৭৫ দশমিক ২৫ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ ২৩ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৯৩১ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট
৪ সপ্তাহ আগে
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার কার্যদিবসের প্রথম এক ঘণ্টায় সূচকের পতনে লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন রেকর্ডে দেখা যায়, ২৮ হাজার ৮৮৪টি লেনদেনের মাধ্যমে বিনিময় হয়েছে ৩ কোটি ৩১ লাখ শেয়ার ও ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মূল্য ৮১ কোটি টাকা।
আরও পড়ুন: ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ১১৩ কোটি ৮ লাখ টাকা
এ সময় মোট ৩৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১০১টি প্রতিষ্ঠানের, কমেছে ১৭১টি কোম্পানি রএবং অপরিবর্তিত রয়েছে ৯৫টি কোম্পানির শেয়ারমূল্য।
বুধবার প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৬ দশমিক ১১ পয়েন্টে দাঁড়ায়। একইভাবে ডিএসইএস শরিয়াহ সূচক ৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫০ দশমিক ৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ ৩ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৯০০ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ডিএসইর সূচক বেড়েছে ১৬.৪১ পয়েন্ট, এক ঘণ্টায় ১৪৩ কোটি ৭০ লাখ টাকা লেনদেন
১ মাস আগে
ডিএসইর সূচক বেড়েছে ১৬.৪১ পয়েন্ট, এক ঘণ্টায় ১৪৩ কোটি ৭০ লাখ টাকা লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রথম ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
দিনের ডিএসইতে লেনদেনের তথ্যে দেখা যায়, ৪ হাজার ৩৩৩টি লেনদেনের মাধ্যমে ৭ কোটি ৮০ লাখ শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। এ সময় মোট ১৪৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আরও পড়ুন: রবিবার প্রথম ১ ঘণ্টায় ডিএসইর সূচক কমেছে ৪২.৪৯ পয়েন্ট
প্রথম ঘণ্টায় ৩৮০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ২৩২টি কোম্পানির শেয়ারের, কমেছে ৮৭টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারমূল্য।
বুধবার (৪ ডিসেম্বর) প্রথম ১ ঘণ্টা ৫০ মিনিটে ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪২ দশমিক ৪৬ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ দশমিক ৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ ৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে
১ মাস আগে
লেনদেনের শুরুতেই ডিএসইতে সূচক কমেছে ১৬.৬৭ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দুই ঘণ্টার ব্যবধানে ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৩ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শেয়ার বাজার পর্যবেক্ষণে এই চিত্র দেখা যায়।
আগের দিনগুলোর তুলনায় লেনদেন কার্যক্রম কিছুটা স্থবির ছিল। প্রথম দুই ঘণ্টায় ১৫২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আর বুধবার একই সময়ে হওয়া লেনদেনের পরিমাণ থেকে ১৭২ কোটি টাকা এবং মঙ্গলবার ২২৪ কোটি ৩০ লাখ টাকা কমেছে। আজ ৫৪ হাজার ৬৪৭টি লেনদেনের মাধ্যমে মোট ৫ কোটি ২৫ লাখ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
বৃহস্পতিবারের লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে ১৫৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ১৪০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৮৪টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
প্রধান সূচক ডিএসইএক্স কমেছে আর ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ব্লু-চিপ শেয়ারগুলো ডিএস৩০ সূচকে ১ দশমিক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৩২ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ৭ ব্যাংককে ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
১ মাস আগে
টানা চতুর্থ দিনেও পুঁজিবাজারের সূচকে পতন
বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও সূচকের পতন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ৬৩ হাজার ৩২৬টি লেনদেনের মাধ্যমে ১৭৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের কেনাবেচা হয়েছে। যা মঙ্গলবারের একই সময়ের তুলনায় ৪৭ কোটি টাকা কমেছে। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ২২৪ কোটি ৩০ লাখ টাকা।
আরও পড়ুন: ৩ দিনে ডিএসই সূচক কমেছে ১১২.৬৫ পয়েন্ট
বুধবার (২০ নভেম্বর) সকালে মোট ৩৭৩টি কোম্পানি লেনদেন করেছে। এর মধ্যে ১৪০টির দর বেড়েছে, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির শেয়ার। এটি বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র মনোভাবকেই তুলে ধরে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৩ দশমিক ০৭ পয়েন্টে স্থির হয়। এদিকে ডিএসইএস শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৭৯ পয়েন্ট সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪ দশমিক ৭৩ পয়েন্টে। তবে ডিএস৩০ এর ব্লু-চিপ শেয়ারগুলোর সূচক ১১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৩১ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে
১ মাস আগে
বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় ঘুরে দাঁড়াচ্ছে ডিএসই
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে। সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্ক সূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ‘আগাম শেয়ার নিষ্পত্তি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে তারল্য সহায়তা এবং সম্ভাব্য মূলধন লাভের কর কমানোসহ বেশ কয়েকটি পদক্ষেপের কারণে বাজারের এই ইতিবাচক মনোভাব দেখা দিয়েছে।’
বিনিয়োগকারীদেরও সচেতনভাবে তাদের অবস্থান পরিবর্তন করতে দেখা গেছে। তারা হয় পূর্ববর্তী বিনিয়োগ থেকে মুনাফা সুরক্ষিত করেছে বা প্রতিশ্রুতিবদ্ধ উপার্জনের প্রতিবেদনসহ স্টকগুলোতে মূলধন পুনরায় বিনিয়োগ করেছে। এই নির্বাচনমূলক পদ্ধতি আশার সঞ্চার করায় সামগ্রিক বাজারের গতিতে অবদান রেখেছে।
আরও পড়ুন: বিক্রির চাপ বেশি সত্ত্বেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন ডিএসইতে
ডিএসইতে ৫৬৫ কোটি টাকার লেনদেন, বেড়েছে ২৫৭ কোম্পানির শেয়ার দর
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬ দশমিক ৯ পয়েন্ট বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহের তুলনায় বাজার লেনদেন ৪৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬০৫ কোটি ৮০ লাখ টাকা হয়েছে।
আগের পাঁচ সপ্তাহে ৬১৬ পয়েন্ট হারানোর পর টানা দুই সপ্তাহে ২০২ পয়েন্ট যোগ করেছে ডিএসইএক্স।
ডিএসইর খাতভিত্তিক সূচকগুলোকেও বেশ ভালো করতে দেখা গেছে। ৩০টি শীর্ষস্থানীয় কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ ইনডেক্স ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬৫ পয়েন্টে লেনদেন শেষ করেছে। একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী ডিএসইএস সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬ হাজার ৫০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকায়।
বাজার কার্যকলাপের একটি প্রধান সূচক বাজার লেনদেন এই সপ্তাহে ৩ হাজার ২৯ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের সপ্তাহের ২ হাজার ৮৩ কোটি টাকার লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬০৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের গড় ৪১৬ কোটি টাকার তুলনায় ৪৫ শতাংশ বেশি।
আরও পড়ুন: ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে ৫৫৬ কোটি টাকার লেনদেন
ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির
২ মাস আগে
বিক্রির চাপ বেশি সত্ত্বেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন ডিএসইতে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে মূল্য হ্রাসের আশঙ্কার কারণে বিক্রির ব্যাপক চাপ ছিল।
আজ সকালে লেনদেনের কার্যক্রম সপ্তাহের প্রথম দিকের তুলনায় অনেকটা ধীর ছিল। ডিএসইর তথ্য অনুযায়ী, প্রথম দুই ঘণ্টায় ৭৪ হাজার ২৬টি লেনদেনের মাধ্যমে মোট ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। যার লেনদেন মূল্য ২৪০ কোটি টাকায় পৌঁছায়।
আরও পড়ুন: ডিএসইতে ৫৬৫ কোটি টাকার লেনদেন, বেড়েছে ২৫৭ কোম্পানির শেয়ার দর
এ সময়ে ৩৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ারের দাম।
ডিএসইএক্সের প্রধান সূচক ৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫২ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। বৃহস্পতিবার ডিএসইএস শরিয়াহ সূচক ২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ দশমিক ৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ ব্লু-চিপ সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭১ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে।
আরও পড়ুন: ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে ৫৫৬ কোটি টাকার লেনদেন
২ মাস আগে