মেলা
বাকৃবিতে ৪০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বাউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভালের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন হিসেবে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
এবারের চাকরি মেলায় ৪০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেসিয়ামে ওই মেলা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা: প্রাণিসম্পদ মন্ত্রী
মেলায় ১০টি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা প্রতিটি প্রতিষ্ঠানেই সরাসরি ও অনলাইনে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পেয়েছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), এসিআই, প্রাণ, স্কয়ার, সি.পি বাংলাদেশ, নাবিল গ্রুপ, প্যারাগন গ্রুপ, ব্র্যাক, ড্যানিশ, আফতাব, নাহার এগ্রো, সিনজেনটা, প্রভিটা গ্রুপ, কাজী ফার্মসসহ আরো অনেক দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান।
বিভিন্ন স্টল ঘুরে জানা যায়, অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত। কিছু প্রতিষ্ঠানে কৃষি অনুষদের স্নাতকধারী, কিছু প্রতিষ্ঠানে ভেটেরিনারি এবং পশুপালন স্নাতকধারী আবার কিছু প্রতিষ্ঠানে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকধারীরা প্রাধান্য পেয়েছে। কিছু প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার, বিজনেস ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টেনস ম্যানেজমেন্ট পদগুলোতে সবাই জীবন বৃত্তান্ত জমা দেয়ার সুযোগ পেয়েছে।
চাকরি মেলা শেষে বিকাল ৫টায় বাউসিসির পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।
আরও পড়ুন: নিরাপদ ও টেকসই পোল্ট্রি উৎপাদনে সবধরনের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
৫ মাস আগে
নওগাঁয় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নওগাঁয় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা।
শুক্রবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শহরের এ-টিম মাঠে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প ইউনিটকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট সহজ লভ্য হওয়ায় এখন যেকোনো জায়গা থেকে অতি সহজেই বিশ্ব বাজারে উদ্যোক্তারা প্রবেশ করতে পারে। এ কাজকে আরও সহজতর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র পোশাক নয় আগামীতে কৃষি পণ্য, মৎস্য ও তৈজসপত্র রপ্তানি করে হাজার হাজার কোটি ডলার আয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নওগাঁর উপ-ব্যবস্থাপক শামীম আক্তার মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা।
১০ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় পাটের তৈরি হস্তশিল্প, মৃৎশিল্প, মেয়েদের থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রীসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় উদ্যোক্তারা। মেলায় মোট ৬৩টি স্টল রয়েছে।
আরও পড়ুন: অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় বাড়ল ২ দিন
৮ মাস আগে
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এক্সক্লিউসিভ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৪’
বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক ‘এক্সক্লিউসিভ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের লেকশোর হাইটস এ মেলা অনুষ্ঠিত হয়।
এক্সপোটির আয়োজক ছিল অস্ট্রেলিয়ান এডুকেশন টেকনোলজি কোম্পানি স্টাডিনেট।
এক্সপোতে অ্যাডিলেড ইউনিভার্সিটি, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, লা ট্রোব ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ইউনিভার্সিটি অব উলংগং, ফ্লিন্ডারস ইউনিভার্সিটি, সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইসিইউ, আপ এডুকেশন, নেভিটাসের মতো আরও বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও এডুকেশন প্রভাইডাররা এক্সপোতে যোগ দেন।
এ সময় শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কোর্স বাছাই, স্কলারশিপসহ তাদের প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে পেরেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে নর্দান ইউনিভার্সিটির উপউপাচার্য ড. নজরুল ইসলাম এবং স্কুল অব বিজনেস, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফ্যাকাল্টি মেম্বার কানতারা খান।
এছাড়াও স্টাডিনেটের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত) মেজর সিরাজুল আনোয়ার, সিনিয়র কান্ট্রি ম্যানেজার তানজিউল হক এবং সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মইনুল হাসান।
অতিথিরা বাংলাদেশের উন্নয়নে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
৯ মাস আগে
স্কুলমাঠে মেলা আয়োজনের প্রতিবাদে স্মারকলিপি পেশ শিক্ষার্থীদের
স্কুলের মাঠে খেলা বন্ধ করে মেলা আয়োজনের প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আইনজীবী মন্ঞ্জুর উদ্দিন শাহীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি জেলা প্রশাসক জিলুফা সুলতানার হাতে তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, খেলার মাঠে কোনো ধরনের মেলার আয়োজন না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে (নিউফিল্ড) মাসব্যাপী কৃষি-শিল্প-বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স। এ বিষয়ে জেলা প্রশাসনের ও বিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি।
আরও পড়ুন: রমজান মাসে কম লাভে পণ্য বিক্রয়ের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
এদিকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে মেলার আয়োজকরা ট্রাকভর্তি সাজসরঞ্জাম নিয়ে আসছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলার স্বাভাবিক পরিবেশ বিঘ্ন হচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরপরই শুরু হবে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট।
এ অবস্থায় বাণিজ্য মেলার আয়োজন দেখে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। প্রতিদিন বিকালে স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার শিশুদের একমাত্র খেলাধুলার জায়গা হচ্ছে এই মাঠ। সেখানে বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে।
এতে আরও বলা হয়, বিগত কয়েকটি মেলা হওয়ার পর মাঠে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। ইট, সুরকি, আবর্জনা পড়ে রয়েছে। ফলে মাঠটি দিন দিন খেলার অনুপযোগী হয়ে পড়ছে।
এতে অনুমতি না দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, প্রয়োজনে হবিগঞ্জের সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে মানববন্ধন, অনশনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত: পরিবেশমন্ত্রী
ঢাকার উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস ফরাসি-জার্মানির
৯ মাস আগে
সুন্দরগঞ্জে বউ-শাশুড়ির মেলা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিমের সভাপতিত্বে মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলার এমসিএইচ-এফপি মেডিকেল অফিসার আতিকুর রহমান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু
মেলায় বউ ও শাশুড়ির মধ্যে সেতুবন্ধনের জন্য বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন- বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, শিবরাম হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু তাহের আলম, শিশু কানন আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সরকার, ইউপি সদস্য ফরিদা পারভিন, মমতা প্রকল্পের কর্মকর্তা উম্মে কুলছুম ইলা, সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা অনিন্দিতা ঘোষ প্রমুখ।
জানা গেছে, ২০২১ সালের জুন মাস থেকে উপজেলার বামনডাঙ্গা, সোনারায় ও তারাপুরে মা ও শিশুর মৃত্যুর হার কমানোর জন্য কাজ করছে মমতা প্রকল্প। ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র আধুনিকায়ন করে সেখানে নিরাপদ ও স্বাভাবিক সন্তান প্রসব এবং সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বামনডাঙ্গায় ৩২৩ জন, সোনারায়ে ১৭৭ জন এবং তারাপুরে ১৯৮ জন মা স্বাভাবিক ও নিরাপদভাবে সন্তান প্রসব করেছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় বউ-শাশুড়ি মেলা!
বউ সেজে ঐন্দ্রিলার শেষ জন্মদিন
১ বছর আগে
গাইবান্ধায় বউ-শাশুড়ি মেলা!
গাইবান্ধা ঘাগোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে শনিবার (২৩ সেপ্টেম্বর) বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।
বউ-শাশুড়ির মধ্যে সু-সম্পর্ক, মমতাবোধ, আন্তরিকতা, পারিবারিক কলহ, ঝগড়া-বিবাদ দূর করা, স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃসেবা বৃদ্ধির লক্ষে এ মেলার আযোজন করা হয়েছে।
গাইবান্ধা ঘাগোয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিন ব্যাপী এই মেলায় তিন শতাধিক বউ-শাশুড়ি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাইবান্ধায় মায়ের বিরুদ্ধে নবজাতককে হত্যার অভিযোগ
এই মেলায় বউ-শাশুড়ির মধ্যে বিতর্ক প্রতিযোগিতাসহ নানা রকম ঐতিহ্যবাহী খেলা, বিতর্ক প্রতিযোগিতা, বউ-শাশুড়ির মধ্য পারিবারিক সুসম্পর্ক স্থাপনের জন্য মতবিনিময় করা হয়।
শাশুড়ি জরিনা বেগম বলেন, আজকে আমরা এই মেলায় এসে বুঝতে পারলাম একটু সহনশীল হলেই পরিবারের মধ্যে অশান্তি দূর করা যায়।
বউ হাবিবা খাতুন বলেন, বউ-শাশুড়ির মেলা হবে এ কথা শুনেই আমি আমার শাশুড়িকে নিয়ে মেলায় এসেছি। এসে দেখি বিরাট কাণ্ড। গ্রামের অনেক লোক জড়ো হয়েছেন।
তিনি আরও বলেন, তারা সবাই গল্পে-সল্পে তাদের নিজেদের কথা আলোচনা করছেন। এখান থেকেই অনেক কিছুর সমাধান পেলাম আমরা।
মাঝেমধ্যে এ রকম বউ-শাশুড়ির মেলা হলে পরিবারেই অনেক সমস্যা সমাধান করা সম্ভব বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকুর সভাপতিত্বে পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান।
আরও পড়ুন: গাইবান্ধায় জালে উঠে এলো মানব ভ্রূণ
গাইবান্ধায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
১ বছর আগে
শুরু হচ্ছে ৩ দিনব্যাপী প্রথম ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা
বাংলাদেশের ভুটানি দূতাবাস প্রথমবারের মতো ঢাকায় ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩ এর আয়োজন করছে। আগামী ২৩ থেকে ২৫ জুন তিনদিনব্যাপী রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এ মেলার আয়োজন করা হয়েছে।
বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ভুটান সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ভুটান কান্ট্রি অফিস অব ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহায়তায় এ মেলা আয়োজিত হচ্ছে।
ভুটান ও বাংলাদেশ ২০২০ সালের ৬ ডিসেম্বর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর করেছে।
তবে, মহামারির ফলে সৃষ্ট চ্যালেঞ্জের কারণে দুই দেশ চুক্তির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। এই লক্ষ্যে, দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য এই ঐতিহাসিক চুক্তির বিধানগুলোকে আরও সহজতর করার প্রাথমিক উদ্দেশ্য নিয়ে ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩-এর আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: প্রান্তিক তরুণদের ক্ষমতায়নে ‘তরুণ উদ্যোক্তা মেলা’
‘ভুটানে বেড়ে ওঠার জন্য বিনিয়োগকারী, প্রযোজক, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে মেলবন্ধন’- থিম নিয়ে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার দুই দেশের ব্যবসা, উদ্যোক্তা ও পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক তৈরি করার সুযোগগুলো অন্বেষণ করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করবে এবং বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে।
এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অন্যান্য অতিথিদের মধ্যে বিভিন্ন মিশন/দূতাবাসের প্রধান, ব্যবসায়ী, শীর্ষ ব্যবসায়িক সংস্থার নির্বাহী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এছাড়া ভুটান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এবং খাদ্য ও কৃষি সংস্থার ভুটান কান্ট্রি অফিসের বিশেষজ্ঞরাও এই মেলায় অংশ নেবেন
বাণিজ্য ও বিনিয়োগ মেলার পাশাপাশি ভুটানের বিশেষজ্ঞরা দেশটিতে বিনিয়োগের সুযোগ এবং বিশেষ করে কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনারও আয়োজন করবেন। সেমিনারগুলো ২৩-২৫ জুন পর্যন্ত মেলার স্থানে অনুষ্ঠিত হবে।
ভুটানের প্রায় ২৫টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করবে এবং ভুটানে তৈরি ও উৎপাদিত প্রিমিয়াম মানের পণ্যের বিস্তৃত পরিসর প্রদর্শন করবে।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন- www.bhutantradeshow.com।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মি. রিনচেন কুয়েনসিল, কাউন্সেলর (বাণিজ্য) মি. কেনচো থিনলে, কাউন্সেলর (রাজনৈতিক) মি. জিগড্রেল ওয়াই শেরিং, ভুটান কাউন্সেলর (অর্থ) মিসেস শেরিং চোকি (অর্থ) এবং ভুটান দূতাবাসের দ্বিতীয় সচিব মিসেস পেমা সেলডন।
আরও পড়ুন: কুড়িগ্রামে গঙ্গাপূজা ও দশহরা মেলা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাতিসংঘে শিশু-কিশোর আনন্দমেলা
১ বছর আগে
চট্টগ্রামে বিডিজবস মেলায় চাকরি পাচ্ছেন আড়াই হাজার প্রার্থী
চট্টগ্রামে বিডিজবস চাকরি মেলায় ৩৫ হাজার আবেদনকারীর বিপরীতে চাকরি পাচ্ছেন দুই হাজার ৫০০ প্রার্থী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মেলা শেষে রাতে এ তথ্য জানায় আয়োজককারীরা।
বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুর জানান, এ বছর মেলায় টেকনিক্যাল ও সাধারণ গ্রাজুয়েটরা চাকরির আবেদন করেন। সংগৃহীত আবেদন থেকে চাকরিদাতা দেশের শীর্ষ ৭০টি প্রতিষ্ঠান তাদের কাঙ্খিত কর্মী বেঁছে নিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন।
তিনি বলেন, ‘অভাবনীয় সাড়া পেয়েছি মেলায়। এবারই প্রথম স্পটে অনলাইনে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নিয়োগদাতারা সরাসরি মেলার মধ্যেই পরীক্ষা নিয়ে তাৎক্ষণিক রেজাল্ট জানিয়ে দিতে পেড়েছেন। এটা একটা বাড়তি সুযোগ সংযুক্ত হলো মেলায়।’
আরও পড়ুন: সিলেটে বিডিজবস চাকরিমেলা
বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী বলেন, এর আগে কারিগরি চাকরি মেলা ও সাধারণ গ্রাজুয়েটদের জন্য ক্যারিয়ার ফেয়ার আলাদা ভাবে আয়োজন করা হতো। এবারই প্রথম একসঙ্গে দুইটি মেলার আয়োজন করা হয়েছে। আমরা চাকরিদাতা এবং চট্টগ্রামের স্থানীয় কারিগরী চাকরিপ্রার্থী ও সাধারণ গ্রাজুয়েট চাকরিপ্রার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে পেড়েছি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে হাজার হাজার চাকরিপ্রার্থী জিইসি কনভেনশন সেন্টারের সামনে ভিড় করতে থাকে। সকাল ৯টায় মেলা শুরু হওয়ার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে ৩৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।
নিজ শহরে ঢাকাসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের চাকরিদাতাদেরকে পেয়ে উচ্ছ্বসিত হাজী মোহাম্মদ মুহসিন কলেজের এমবিএ অধ্যায়নরত আয়শা ছিদ্দিকা।
তিনি জানান, চট্টগ্রামে এমন আয়োজন আমাদের জন্য খুবই উপকারী, বিশেষ করে মেয়েদের জন্য। ঢাকায় গিয়ে চাকরির আবেদন করা বা ইন্টারভিউ দেয়া কষ্টসাধ্য। বিডিজবসের কল্যানে চট্টগ্রামে অনস্পট সিভি গ্রহণ ও চাকরির ইন্টারভিউ দেয়ার সুযোগ পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।
একই অভিমত ব্যক্ত করে চাকরির আবেদন করেন দুই বন্ধু সোহানুর রহমান ও আকলিমা আক্তার।
তারা বলেন, চট্টগ্রাম শহর থেকে একটু দূরে বাড়ি হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের অনেক জব অফার সম্পর্কে সময়মতো সঠিক তথ্য পাই না। অনলাইনে বিডিজবসের চাকরি মেলার তথ্য দেখে আবেদন করার পরিকল্পনা করি। মেলায় ১০ টি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি। এই ধরনের আয়োজনের জন্য কতৃপক্ষকে ধন্যবাদ।
আরও পড়ুন: খুলনায় বিডিজবস চাকরি মেলায় ১ হাজার জনের চাকরির সুযোগ
খুলনায় বিডিজবস চাকরি মেলায় ১ হাজার কর্মসংস্থানের সুযোগ
১ বছর আগে
ঢাকায় বিডিজবস কারিগরি চাকরি মেলা, নিয়োগ পাবেন ৫ হাজার কর্মী
দেশের শীর্ষস্থানীয় ৬০টি কোম্পানিতে ৫ হাজারের অধিক লোকবল নিয়োগের উদ্দেশ্যে ঢাকায় কারিগরি চাকরি মেলার আয়োজন করেছে বিডিজবস ডটকম। আগামীকাল (২৭ সেপ্টেম্বর) মিরপুরের পিএসসি কনভেনশন হলে সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে দেশের সবচেয়ে বড় এই কারিগরি চাকরি মেলা।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডিজবস ডটকমের পরিচালক প্রকাশ রায় চৌধুরী।
জাতীয় ক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাশে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান এবং এটুআই এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) নাহিদ সুলতানা মল্লিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটুআই এর প্রোগ্রাম এসোসিয়েট হাবিবুর রহমান, বিডিজবস ডটকমের টেকনোলজি ডিরেক্টর কাজী লতিফুর রহমান এবং জিএম ফাইন্যান্স মোসাদ্দিক বিন কামাল।
আরও পড়ুন: ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ৪% কমতে পারে: বিশ্বব্যাংকের সমীক্ষা
প্রকাশ রায় চৌধুরী বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা বিভিন্ন কারিগরি বিষয়ের উপর কোর্স সম্পন্ন করেছেন এবং যারা নার্সিং, হেলথ টেকনোলজিস্ট, শেফ, ওয়েটার, ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, টেকনিশিয়ান, গ্রাফিক্স ডিজাইনিং, ড্রাইভার, কার্পেন্টারসহ বিভিন্ন কারিগরি পেশায় নিয়োজিত আছেন তাদের জন্য এই মেলা। এরইমধ্যে ৩০ হাজার বিভিন্ন কারিগরি পেশাজীবি এবং সার্টিফিকেট/ডিপ্লোমাধারি মেলায় বিভিন্ন কোম্পানীতে আবেদন করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ কারিগরি কর্মীর অনেক অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো এ ধরনের লোকবল নিয়োগ করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যারা বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষন নিয়েছেন তারে সাথে কোম্পানিগুলোর যোগাযোগ স্থাপন করা অনেক কঠিন কাজ। কোম্পানিগুলোর সাথে দক্ষ কারিগরি কর্মীর একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করেছে।
প্রকাশ রায় চৌধুরী বলেন, কারিগরি কর্মীরা যেন খুব সহজে কোম্পানিগুলোর কাছে নিজেদের উপস্থাপন করতে পারে, কোম্পানির চাহিদা অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে পারে সেজন্য মেলায় বিভিন্ন সেমিনারের আয়োজন করা হবে।
আরও পড়ুন: বর্তমান সরকার নদী রক্ষায় সচেতন: প্রতিমন্ত্রী
ইডেন কলেজে ছাত্রলীগের কোন্দল: সহ-সভাপতি আহত
২ বছর আগে
চট্টগ্রামে বিডিজবস চাকরি মেলায় ৩ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ
চট্টগ্রামে তিন হাজারের বেশি সেলসম্যান নিয়োগের লক্ষ্যে সেলস্ চাকরি মেলা, চট্টগ্রাম’ আয়োজন করেছে বিডিজবস ডটকম। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্রগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ মেলা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী।
প্রতিষ্ঠানটির শোয়েব হাসান সবুজ এবং মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ এ সময় উপস্থিত ছিলেন।
দেশের ক্রমবর্ধমান রিটেইল সেক্টর, ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সমূহে ফিল্ড সেলসম্যান, শো-রুম সেলসম্যানের বিপুল চাহিদার বিষয়টি মাথায় রেখে বিডিজবস ডটকম মেলার আয়োজন করছে। দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারী এবং রিটেইল প্রতিষ্ঠান সমূহ তিন হাজার সেলসম্যান নিয়োগের লক্ষ্যে মেলায় অংশগ্রহণ করছে। কোম্পানিগুলো আগ্রহী প্রার্থীর বায়োডাটা সংগ্রহের পাশাপাশি তাদেরকে সরাসরি ইন্টারভিউ করবে। মেলায় অংশগ্রহণ করতে চাকরিপ্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে (www.bdjobs.com/jobfair) ঠিকানায়।
প্রকাশ রায় চৌধুরী বলেন, বর্তমানে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কয়েক লাখ লোক সেলসম্যান হিসেবে কাজ করছে। দেশে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং রিটেইল সেক্টর খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ফিল্ড সেলস ফোর্সের চাহিদা। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে প্রচুর বেকার থাকা সত্ত্বেও এই খাতে কাজ করতে আগ্রহীদের সংখ্যা কম। এই খাতে কাজ করতে আগ্রহীদের সঙ্গে কোম্পানিগুলোর সংযোগ তৈরি করতে বিডিজবস এই মেলার আয়োজন করছে।
আরও পড়ুন:চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত
তিনি আরও জানান, সেলস্ চাকরি মেলায় মেঘনা গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, সুপার স্টার গ্রুপ, পারটেক্স স্টার গ্রুপ, নিটল-নিলয় গ্রুপ, বিএসআরএম, এসএ গ্রুপ, কেডিএস গ্রুপ, কনফিডেন্স সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, দি পেনিনসুলা চট্রগ্রাম, ডেলিভারি টাইগারসহ দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো অংশগ্রহণ করছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণের জন্য বিশেষ প্রোগ্রাম এটুআই এবং ব্রাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই চাকরি মেলায় সার্বিক সহযোগিতা করছে।
আরও পড়ুন:রাঙামাটিতে ৩২ ঘণ্টার হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ
২ বছর আগে