সাইকেল আরোহী নিহত
নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নড়াইলের লোহাগড়ায় বাইসাইকেলে বাসের ধাক্কায় হারেজ মোল্যা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারেজ মোল্যা (৭২) ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারেজ মোল্যা বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
এ সময় তার ব্যবহৃত বাইসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। যার কারণে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিক্ষার্থীর মৃত্যু
১ মাস আগে
যশোরে পিকআপচাপায় সাইকেল আরোহী নিহত
যশোরের শার্শায় পিকআপের চাপায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জিহাদ সরদার (৫০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত খিলাত আলী সরদারের ছেলে।
জিহাদ সরদারের ছেলে শফিকুল বলেন, তার বাবা বাজার করে বাড়ি ফেরার পথে শ্যামলাগাছিতে রাস্তা পারাপার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পিকআপটি আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ নিহত ৩
বগুড়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২
১১ মাস আগে
লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় সাইকেল আরোহী নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাজীরহাট এলাকায় রবিবার দুপুরে অটোরিকশার ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
৪ বছর আগে