চিতা
৭০ বছর পর ভারতে ফিরে এসেছে চিতাবাঘ
আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণার ৭০ বছরেরও বেশি সময়ের পরে ভারতে ফিরে এসেছে চিতাবাঘ।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন উপলক্ষে আফ্রিকার নামিবিয়া থেকে একটি বিশেষ বিমানে আটটি চিতাবাঘ ভারতের মধ্য প্রদেশ রাজ্যে পৌঁছেছে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘের পাশাপাশি গণনা করা হবে হরিণ ও শূকর
সকাল ৮টায় (স্থানীয় সময়) মধ্যপ্রদেশের গোয়ালিয়ায় চিতাবহনকারী বিমানটি অবতরণ করেছিল। পরে চিতাগুলোকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে কুনো ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়।
আটটি চিতার মধ্যে পাঁচটি নারী এবং তিনটি পুরুষ, চিতাগুলো দুই থেকে ছয় বছর বয়সী।
আরও পড়ুন: সুন্দরবনে ২১ বছরে ৪০ বাঘের মৃত্যু
দ্রুতগতির চিতাগুলোকে এক মাস ধরে কোয়ারেন্টাইনের রাখার পর পার্কে ছেড়ে দেয়া হবে।
একজন সিনিয়র কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
৯২৬ দিন আগে
চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হরিনা এলাকায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘চিতা বিড়াল’’।
মঙ্গলবার বেলা ১১টায় বিরল প্রজাতির এই চিতা বিড়ালটি কে ধরে স্থানীয় লোকজন।
আরও পড়ুন: মিয়ানমার থেকে এলো ২ বুনো হাতি
জানা যায়, হরিনা চৌরাস্তা এলাকায় একটি চিতা বিড়ালকে দেখে কিশোররা তাড়া করছিল। পরে তারা এলাকাবাসীসহ বিড়ালটিকে ধরে ফেলে। এ নিয়ে এলাকায় নানা জন নানা মত প্রকাশ করলে, পরে সেটিকে মতলব উওর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ফারুক হোসেন বলেন, ‘দেখতে চিতা বাঘের শাবকের মতো হলেও এটি একটি চিতা বিড়াল।’
আরও পড়ুন: ইনকিউবেটরে জন্ম নিল ২৮ অজগরের বাচ্চা
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব শামীম এটিকে ‘চিতা বিড়াল’’ বলে শনাক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল ইসলাম বলেন, ‘চিতা বিড়াল একটি বিড়ল প্রজাতির বিড়াল। এলাকাবাসী এটিকে না মেরে সুস্থ্য ভাবে ধরে এনেছে এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এটি সংশ্লিষ্ট বণ্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পঠানো হবে।’
১৩৭০ দিন আগে
মৃত অবস্থায় বিছানায় পড়েছিলেন বৃদ্ধ, চিতায় তুললেন ইউএনও
জ্বর ও ঠান্ডা নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফেরার দুদিন পর বিশ্বজিৎ রায় চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৭৮৫ দিন আগে