ভারতের সাবেক প্রধানমন্ত্রী
মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক ড. ইউনূস।
পরে তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লেখেন।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ অর্থনীতিবিদ ড. মনমোহন সিং গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অসুস্থ হয়ে পড়ায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়। বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হঠাৎ জ্ঞান হারিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে ভারত।
আরও পড়ুন: মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন
১০৮ দিন আগে
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন হাসপাতালে
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৮০৩ দিন আগে