করোনা চিকিৎসা
করোনা চিকিৎসায় দেশে ৮৩৩৫ বেড ও ৪৫৯ আইসিইউ বেড খালি: স্বাস্থ্য মন্ত্রণালয়
করোনাকালীন সময়ে দেশের আট বিভাগের হাসপাতালগুলোতে এই মুহূর্তে মোট ৮ হাজার ৩৩৫ কোভিড জেনারেল বেড ও ৪৫৯ কোভিড আইসিইউ বেড খালি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো.মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালগুলোর প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৮ বিভাগে এই মুহূর্তে মোট কোভিড ডেডিকেটেড শয্যা সংখ্যা ১২ হাজার ৩৬৫ ও মোট আইসিইউ শয্যা সংখ্যা ১ হাজার ৮৪। এগুলোর মধ্য থেকে বহু সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় এখন উল্লিখিত বেডগুলো খালি হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
উল্লেখ্য, আট বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলোতে মোট জেনারেল বেড সংখ্যা ৫ হাজার ৬৪৪ মধ্যে খালি রয়েছে ৩ হাজার ৪১৩টি, মোট আইসিইউ ৭৬৯টির মধ্যে খালি রয়েছে ৩২৮টি। এই হাসপাতালগুলোর মধ্যে সরকারি ১৩ ও বেসরকারি ১৩টি হাসপাতাল রয়েছে।
ঢাকা মহানগরের ১৩টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালের শয্যা সংখ্যাগত পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০৫ বেডের মধ্যে খালি রয়েছে ২৪৫টি, মোট আইসিইউ ২০টির মধ্যে কোন বেড এখন খালি নেই। বিএসএমএমইউ’র মোট ২৩০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১১৫টি, মোট আইসিইউ ২০ বেডের মধ্যে খালি রয়েছে ৪টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মোট ৩০০ জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৪৬টি, মোট আইসিইউ বেড ১০ মধ্যে কোন বেড খালি নেই।
মুগদা জেনারেল হাসপাতালের মোট ৩৬০ জেনারেল বেডের মধ্যে বর্তমানে খালি রয়েছে ২৩০, মোট আইসিইউ বেড ১৯টির মধ্যে খালি আছে মাত্র একটি, কুয়েত মৈত্রি হাসপাতালের মোট ১৬৯ জেনারেল বেডের মধ্যে খালি আছে ১০৭ ও মোট ২৬ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৪টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মোট ১৭৪ সাধারণ বেডের মধ্যে খালি রয়েছে ৯৫ ও ১৬ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৫টি, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ২৮৮ জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮৩ ও ১০ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে একটি। সরকারি কর্মচারী হাসপাতালের মোট ৯৪ জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭৪ ও ৬ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ৪৮৫টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৩৬৪ ও ১৫ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১০টি।
আরও পড়ুন: ভ্যাকসিন প্রাপ্তির অনিশ্চয়তা শিগগিরই কেটে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
সংক্রামক ব্যাধি হাসপাতালের মোট ১০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৮টি, এন আই সি ভি ডি হাসপাতালের মোট ১৩৭ জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১২১টি, টিবি হাসপাতালের ২০০ জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮৭ ও পাঁচ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে চার, টি ডিএনসিসি হাসপাতালের ২০০ জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭৬ ও ১০০ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১৮টি।
৩ বছর আগে
করোনা চিকিৎসা: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকরা তুলনামূলক কম আক্রান্ত
যথাযথ সুরক্ষা ব্যবস্থার কারণে ধারণক্ষমতার চারগুণেরও বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দিলেও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) চিকিৎসকদের আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক কম।
৪ বছর আগে