প্রতিমা ভাঙচুর
দেশে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
কুমিল্লার পূজামণ্ডপের ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রম কতৃপক্ষ।
‘দৌড়ে পালিয়ে যেও না, অন্যায়কারী ও দুষ্কৃতিকারীদের মোকাবিলা করো’ এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে
আরও পড়ুন: খুলনায় ৬ দফা দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য সভাপতিত্বে মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নেতারা ও সাধারণ নারী-পুরুষ অংশ নেন।
তারাপদ আচার্য্য জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু লোক বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলেও সরকারের কঠোর ভূমিকায় তারা খুশি আছেন। তবে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং সারাদেশে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
তিনি জানান, সাম্প্রদায়িক সুসম্পর্ক বজায় থাকলে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। তাই সাম্প্রতিক সময়ের এইসব ঘটনায় দেশের সর্বস্তরের মানুষ হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তা প্রতিহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই সময় মানববন্ধন থেকে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায়ভাবে বর্বরোচিত হামলা, নির্যাতন ও হত্যার নিন্দা ও ঘৃণা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
৩ বছর আগে
গাজীপুরে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর
গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে
রাঙ্গামাটিতে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর
রাঙ্গামাটিতে মঙ্গলবার গভীরে রাতে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর ও দান-বাক্সের (প্রণামি বাক্স)টাকা চুরির ঘটনা ঘটেছে।
৪ বছর আগে