বায়তুল মোকাররম
শান্তি সমাবেশে যোগ দিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন আ. লীগের নেতা-কর্মীরা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন' সমাবেশের জন্য দলীয় নেতা-কর্মী ও অনুসারীরা জড়ো হতে শুরু করেছেন।
আজ (২৮ অক্টোবর) বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করছে, একইদিনে আওয়ামী লীগ তাদের এই সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশস্থল পরিদর্শন করে ইউএনবি প্রতিনিধি মঞ্চের চারপাশে দলের শত শত সমর্থক ও কর্মীকে দেখতে পান, যখন মঞ্চে গান পরিবেশন করা হচ্ছিল।
মধ্যাহ্নভোজ শেষে আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছবেন। জেলা পর্যায়ের নেতা-কর্মী ও অনুসারীরা গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন।
আরও পড়ুন: উত্তরায় শনিবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ
দলটির নেতারা জানিয়েছেন, 'শান্তি সমাবেশটি' হবে বিপুল অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ সমাবেশ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সর্বস্তরের জনগণ অংশ নিয়ে মিথ্যাচার, গুজব, সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে ২৬ ও ২৭ অক্টোবর বিএনপির কর্মসূচির আগে ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে যান দলটির নেতারা।
আরও পড়ুন: আ. লীগের সোমবারের শান্তি সমাবেশ স্থগিত
১ বছর আগে
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুক্রবার সমাবেশ করবে আ. লীগের ৩ সহযোগী সংগঠন
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, আগামীকাল শুক্রবার (২৭ জুলাই) আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আগারগাঁও-এ তিনি সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচি থাকায় পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে সমাবেশ করা যাচ্ছে না।’
আরও পড়ুন: আ. লীগের সহযোগী ৩ সংগঠনের শান্তি সমাবেশ শুক্রবার
আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কার্যালয়ে সমাবেশ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (২৬ জুলাই) আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন ঘোষণা দেয়, আগামীকাল শুক্রবার তাদের যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই সিদ্ধান্ত আসে।
আরও পড়ুন: বিভাগীয় সমাবেশে বিশৃঙ্খলা: রংপুরে ছাত্রলীগের ৯ কর্মীকে স্থায়ী বহিষ্কার
যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ২৭ জুলাই
১ বছর আগে
বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ১০ জুলাই (রবিবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পাঁচটি জামাতের মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
এছাড়া সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ফাউন্ডেশন জামাতের জন্য ইমাম ও মুকাব্বিরও নির্ধারণ করেছে।
আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে আরবি জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ জুলাই (রবিবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আউয়াল হাওলাদার।
আউয়াল হাওলাদারের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই
২ বছর আগে
ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত
প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের দিন সকাল ৭টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করেছে।
প্রথম ঈদের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টা পর্যন্ত প্রতি ঘণ্টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। শেষটা হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শাওয়ালের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঈদ: বাড়ছে রেমিটেন্স প্রবাহ
ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
২ বছর আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রবিবার
ঈদুল ফিতর উপলক্ষে রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
এ বিষয়ে শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য রবিবার মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
আরও পড়ুন: ঈদুল আযহা: জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার
এছাড়া তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকদের কাছেও জানাতে অনুরোধ করেছেন।
২ বছর আগে
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র জুমাতুল বিদা
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির সঙ্গে দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা।
জুমাতুল বিদার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এটি মুসলমানদের পবিত্র মাসের বিদায়ের বার্তা বহন করে।
এই দিনে হাজারো মুসল্লি সাধারণত বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশ নেন।
বাংলাদেশে শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করা হবে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিনের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হবে।
মসজিদে মুসল্লিদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। এছাড়া জুমাতুল বিদা, রমজান ও অন্যান্য ধর্মীয় বিষয়ের তাৎপর্য তুলে ধরে খতিব ও ওলামারা খুতবা দেবেন।
২ বছর আগে
পবিত্র শবে বরাত ১৮ মার্চ
দেশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা ১৮ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালন করবেন।
চাঁদ দেখা না যাওয়ায় ৫ মার্চ থেকে পবিত্র শাবান মাস শুরু হবে এবং ১৮ মার্চ শব-ই-বরাত পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং ইনস্টিটিউট থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য,আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের অন্যতম পবিত্র দিন শব-ই-বরাত পালিত হয়।
২ বছর আগে
পবিত্র শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি
আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতি বছর ২৬ রজবের রাতে মুসলমানরা শব-ই-মেরাজ পালন করে। এই রাতে মহানবী মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে দেখা করার জন্য একটি বিশেষ যাত্রা শুরু করেন। তিনি বোরাক নামক বিশেষ বাহনে বসে ঊর্ধ্বলোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে তিনি আল্লাহ'র সাক্ষাত লাভ করেন। তখন আল্লাহতায়ালা তাকে প্রার্থনা সম্পর্কে জানাতে সাহাবীদের কাছে ফিরে যাওয়ার জন্য কিছু নির্দেশনা দিয়েছিলেন।
২ বছর আগে
খালেদা জিয়ার সুস্থতায় দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জাতীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি আবদুস সালাম ও ঢাকা উত্তর মহানগর সভাপতি আমানুল্লাহ আমানসহ সিনিয়র নেতারা এই কর্মসূচিতে যোগ দেন।
জুমার নামাজের পর মোনাজাতে বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
পরে জাতীয় মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তার মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।
আরও পড়ুন: রুহুল কবির রিজভীসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি নেতারা জানান, খালেদার জন্য সারাদেশের বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের উপাসনালয়েও দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন প্রয়াত জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর পরিবারের পাঁচ সদস্য। তারা প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, ‘বেগম জিয়া কথা বলতে পারছেন, কিন্তু খুব ধীরে। তিনি খুবই দুর্বল। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা বিবেচনা করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান মাহমুদা।
এ সময় ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, নাতি হাবিব হাসান, মাহমুদুল হক শানু এবং নাতনি সুরাইয়া সুলতানা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খালেদা জিয়াকে হয়ত ‘স্লো পয়জনিং’ করা হয়েছে: ফখরুল
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২৫০০ সাংবাদিকের আহ্বান
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছয় দিন পর ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ক্রিটিক্যাল কার্ডিয়াক, কিডনি, চোখ ও দাঁতের জটিলতায় ভুগছেন। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে।
পরিবারের পক্ষ থেকে, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।
আইনমন্ত্রী আনিসুল হক অবশ্য সম্প্রতি বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে প্রথমে কারাগারে ফিরে নতুন করে আবেদন করতে হবে।
২ বছর আগে
২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সরাবে ডিএসসিসি
২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘ঢাকাবাসীর প্রতি নিবেদন করব, আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন, কোরবানি দেবেন। আমাদের পরিচ্ছন্ন-কর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকে কাজ করবে। আপনাদের কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে করে আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।’
আরও পড়ুন: ডিএসসিসি’র ৩ কাউন্সিলর প্যানেল মেয়র নির্বাচিত
মেয়র বলেন, ‘ত্যাগের মহিমায় আজ দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক!’
উল্লেখ্য, নামাজ শেষে বায়তুল মোকাররমের খতিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্ট কাল রাতে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জাতীয় মসজিদের খতিব এ সময় করোনা ভাইরাসের কবল থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় প্রার্থনা এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান এবং ডিএসসিসির মেয়রের দুই ছেলে শেখ ফজলে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান প্রমুখ মেয়রের সঙ্গে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন।
আরও পড়ুন: করোনার মধ্যে আবার এলো ঈদ
যেখানে সেখানে চামড়া ফেললে ব্যবস্থা
৩ বছর আগে