ঈদুল-ফিতর
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী
ঈদুল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, “ঈদুল-ফিতর উপলক্ষে, আমি সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের আমার শুভকামনা ও শুভেচ্ছা জানাই।”
তিনি বলেন, “ঈদের শুভ উপলক্ষ্যে, আসুন আমরা মানবতার সেবায় এবং দরিদ্র ও দরিদ্রদের জীবন উন্নয়নের জন্য নিজেদেরকে উৎসর্গ করার সংকল্প করি।”
আরও পড়ুন: একাত্তরের মুক্তিযুদ্ধে বর্বরতার কথা স্মরণ করলেন মোদী
বর্তমানে মোদী ইউরোপের তিন দেশের সফরে রয়েছেন, তিনিও টুইটারে নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটে বলেছেন “ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই শুভ উপলক্ষ আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধি করুক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি করছি।”
যদিও ভারতের জনসংখ্যার ১৩০ কোটি এর মধ্যে প্রায় ৮০ শতাংশ হিন্দু ,প্রায় ১৫ শতাংশ মুসলমানের নিয়ে দেশটি গঠিত।
২ বছর আগে
বিআইডব্লিউটিএ’র ৪০০ ঘাট পয়েন্টে যাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে
আসন্ন ঈদুল-ফিতরকে সামনে রেখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা পরিষদের (জেলা পরিষদ) ইজারাদাররা সদরঘাট নদীবন্দরসহ সারাদেশে নদীবন্দর ও লঞ্চঘাটের ৪০০টিরও বেশি ঘাট পয়েন্ট থেকে চুক্তির শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত টোল আদায় করছে।
শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির (বিজেকেএস) মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে এ অভিযোগ তোলেন।
অতিরিক্ত টোল আদায়ে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি ইজারাদাররা যাত্রীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন বিজেকেএস মহাসচিব।
এ ধরনের অতিরিক্ত টোল আদায় বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ রাখায় তীব্র যানজট
২ বছর আগে
ঈদের ছুটিতে ৫ দিন সংবাদপত্র প্রকাশিত হবে না
মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল-ফিতরের ছুটিতে আগামী ২৫ থেকে ২৯ মে সংবাদপত্র প্রকাশিত হবে না।
৪ বছর আগে
গ্রামের বাড়ি না গিয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান আইজিপির
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ঈদুল-ফিতর উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য সাধারণ মানুষকে গ্রামের বাড়ির না যাওয়ার পরামর্শ দিয়ে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
৪ বছর আগে