সাময়িক বরখাস্ত
মিরপুরের সাবেক ডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লাসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্য বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার তানজিল আহমেদ, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে ইতোমধ্যে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সেই করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৩০ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে অনুযায়ী সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী মো. জসিমকে ৩০ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশ মিশনে হামলা: গ্রেপ্তার ৭, বরখাস্ত ৩ পুলিশ সদস্য
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভরণপোষণ ভাতা প্রাপ্য হবেন।
সাবেক এডিসি (গুলশান বিভাগ) মো. রফিকুল ইসলামের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বাড্ডা থানার একটি মামলায় গত ১৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে রফিকুল চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
সহকারী কমিশনার (ট্রাফিক-যাত্রাবাড়ী জোন) তানজিল আহমেদের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী তানজিল আহমেদকে ১৫ অক্টোবর থেকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তানজিল বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, এপিবিএনের এএসপি মো. রফিকুল ইসলামকে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে রফিকুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।
আরও পড়ুন: জামিন পেলেন বরখাস্ত সহকারী কমিশনার ঊর্মি
১ সপ্তাহ আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের বক্তব্য বিকৃত করে প্রতিবেদন প্রকাশের অভিযোগে রবিবার (১৩ আগস্ট) বহিষ্কৃত ছাত্র ও সংবাদকর্মী ইকবাল মনোয়ারের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে বহিষ্কারের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সিহাব উদ্দিন খান।
আরও পড়ুন: কুবির হলের ডাইনিংয়ে নেই ভর্তুকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
আদালতের আদেশের ফলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল স্বাভাবিকভাবে তার একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলে জানা গেছে।
গত ৩১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ ফ ম আবদুল মঈনের বক্তব্য বিকৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করার অভিযোগ উঠে দৈনিক যায়যায় দিন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ইকবালের বিরুদ্ধে। এর ফলে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে।
এর আগে গত ৯ আগস্ট ইকাবলের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়। শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য ও রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ কর্মকর্তা ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়, উপাচার্যের বক্তব্য বিকৃত করার কোনো প্রমাণ নেই এবং উপাচার্যের ব্যক্তিগত ক্রোধের কারণে ইকবালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ৩২ ধারা অনুযায়ী একটি শৃঙ্খলা বোর্ড থাকার কথা থাকলেও এ ধরনের বোর্ডের অস্তিত্ব নেই। সুতরাং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক জারি করা স্থগিতাদেশ অবৈধ এবং এর এখতিয়ারের বাইরে।
নোটিশে বলা হয়, ইকবাল পেশাগত দায়িত্ব পালন করছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
নোটিশে আরও বলা হয়, প্রতিবেদন নিয়ে ভিসির কোনো সমস্যা থাকলে প্রেস কাউন্সিলে অভিযোগ করার অধিকার তার আছে, কিন্তু তা না করে উপাচার্য তার ক্ষমতার অপব্যবহার করে ওই শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছেন।
আরও পড়ুন: রুমমেটের ফেসবুক পোস্টে মানসিক চাপে কুবি ছাত্রীর আত্মহত্যাচেষ্টা
১ বছর আগে
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: রেলের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কুমিল্লার হাসানপুরে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হওয়ার ঘটনায় সোমবার বাংলাদেশ রেলওয়ে তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।
তারা হলেন- গার্ড (চট্টগ্রাম বিভাগ) আব্দুল কাদের, লোকোমোটিভ মাস্টার (ঢাকা সদর) জসিম উদ্দিন এবং সহকারী লোকোমোটিভ মাস্টার (ঢাকা সদর দপ্তর) মো. মহসিন।
এছাড়াও, হাসানপুর স্টেশন সিগন্যাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওয়াহিদকেও বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত একজন চট্টগ্রামের ইদ্রিস
অন্যদিকে, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ট্রেনের পরীক্ষক এসএম আখতার হোসেন ও হাসানপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মং মারমা জানান, দুইটি উদ্ধারকারী ট্রেন মেইন লাইন থেকে বগি সরিয়ে নেওয়ার পর রবিবার রাত ৯টার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।
অন্য বগিগুলো সরানোর কাজ চলছে বলে জানান তারা।
উল্লেখ্য, রবিবার সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি ও লোকোমোটিভ লাইনচ্যুত হয়ে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছে এবং তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঢাকাগামী মালবাহী ট্রেনটি হাসানপুর স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ভুলভাবে একই লাইনে ঢুকে মালবাহী ট্রেনের পেছনের দিকে ধাক্কা মারে।
আরও পড়ুন: মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন জমা
মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু
১ বছর আগে
যৌন হয়রানি: ঢাবির ক্রিমিনোলজির শিক্ষার্থী সাময়িক বরখাস্ত
ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত সাকিন তানভীর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।
এ বিষয়ে কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে কেন তাকে বহিষ্কার করা হবে না সাতদিনের মধ্যে তার জবাব দিতে বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তের সময়, তিনি বিভাগের জুনিয়র ছাত্রীদের যৌন হয়রানির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
ঢাবি জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সাময়িক বরখাস্তের বিষয়টি অনুমোদন করেছেন।
আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রীকে ‘যৌন হয়রানির’ অভিযোগে প্রধান শিক্ষক আটক
কলাপাড়ায় ১০ বছরের শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১
১ বছর আগে
ফরিদপুরে চাল আত্মসাতের অভিযোগে খাদ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা খাদ্য গুদামের এক কর্মকর্তাকে চাল আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম সানোয়ার হোসেন।
সানোয়ার হোসেন ও নিরাপত্তা প্রহরী রফিকুল ইসলামের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. তারিকুজ্জামান বলেন, সানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইসমাইল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তারিকুজ্জামান জানান, সোমবার বিকালে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটি আত্মসাতের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সানোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে ২৩ নভেম্বর ঢাকা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তারিকুজ্জামান, মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইসমাইল হোসেন ও চরভদ্রাসন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল আলম খাদ্য গুদাম পরিদর্শন করে অনিয়ম শনাক্ত করে তা সিলগালা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান কারাগারে
চাল আত্মসাতের ঘটনায় কুষ্টিয়ায় আ’লীগ নেতাসহ ৪ জন কারাগারে
২ বছর আগে
ত্রাণে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়া পৌর কাউন্সিলর বরখাস্ত
মানবিক সহায়তা কার্যক্রম (ওএমএস) তালিকায় স্বচ্ছল ও নিজের আত্মীয়-স্বজনসহ ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাকবুল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৪ বছর আগে