কথা কাটাকাটি
চট্টগ্রামে দোকান কর্মচারীর হাতে আরেক কর্মচারী খুনের অভিযোগ
চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে শাহ্ আলম নামে এক দোকান কর্মচারীকে খুনের অভিযোগ উঠেছে মাহবুব নামে আরেক দোকান কর্মচারীর বিরুদ্ধে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালী উপজেলায় মিয়ারবাজার এলাকার একটি বেকারিতে এ ঘটনা ঘটেছে।
নিহত শাহ্ আলম সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকার মাইজপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক
স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের দোয়া ফুড প্রোডাক্ট নামে একটি বেকারিতে কাজ করেন শাহ্ আলম ও মাহবুবুল আলম। মাহবুব ও শাহ্ আলমের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মাহবুব লোকজন নিয়ে শাহ্ আলমের উপর হামলা চালান। এসময় গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন শাহ্ আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, তুচ্ছ ঘটনায় একজন খুন হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত দোকান কর্মচারী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের অভিযোগ
উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন
৩৯৫ দিন আগে
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাতিজার হাতে চাচা খুন
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মাহফুজুল হক ওরফে ইরিন সর্দার (৬২) নিহত হয়েছেন।
শনিবার উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পাককোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার বিকাল ৬টার দিকে ইরিন সর্দার এবং তার ভাতিজা মামুন ও সুমনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন-সুমন ইরিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
লাঠির আঘাতে সে গুরুতর আহত হলে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
নিহতের শ্যালক তাশফিন বলেন, জমি নিয়ে তার ভাতিজাদের সঙ্গে পূর্বে কখনও বিরোধ ছিল না। শনিবার বিকালে কথাকাটাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে ভাতিজারা তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন যে খবর পেয়েই তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: নাটোরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধা নিহত
ফেনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হোমিও চিকিৎসকের মৃত্যু
৬৫২ দিন আগে
সুনামগঞ্জে লেনদেনের অর্থ নিয়ে কথা কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।
সোমবার রাত ৯টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তাজুদ আলী(৪০) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আহমদনগর কাটাখালী গ্রামের মৃত আগন আলীর ছেলে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে ১১টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত সোহেল মিয়া (৩২) একই উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামের রিফাত আলীর ছেলে। তাকে আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর পুলিশ তাকে আটক করে এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হবিগঞ্জে জোড়া খুনের মামলায় ২ যুবকের যাবজ্জীবন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাজুদ ও সোহেল একে অপরের বন্ধু এবং দু’জন মিলে দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মদ ও গাঁজার ব্যবসা করতেন। সোহেলের ভগ্নিপতি মান্নারগাঁও ইউপির নোয়াগাঁও গ্রামের মমশ্বর আলীর ছেলে সেলিম মিয়া ও সুরমা ইউপির কদমতলী গ্রামের আব্দুল খালিকের ছেলে জুয়েল মিয়ার সঙ্গে মূলত ব্যবসার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।
মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে রাতে কাটাখালী বাজারে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল, সেলিম ও জুয়েল তাদের হাতে থাকা ডেগার (বিশেষ ধরনের ধারালো অস্ত্র) দিয়ে বন্ধু তাজুদ আলীর পেটেসহ বিভিন্ন স্থানে আঘাত করে।
সেলিম ও জুয়েল ঘটনার পর থেকে বর্তমানে পলাতক রয়েছে। সোহেল এখন হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ খুন
৬৯৯ দিন আগে
চবির শাটলে কথা কাটাকাটি, ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে সংঘর্ষ শুরু হয়। রাত পৌনে ১২টা পর্যন্ত দু’পক্ষের সংঘর্ষ চলে।
আহতরা হলেন- ২০১৯-২০ সেশনের ইসলামের ইতিহাস বিভাগের মামুন, ২০১৮-১৯ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের মানিক এবং ২০১৭-১৮ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শাহ পরান। এর মধ্যে শাহ পরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রুপ দুইটি হল- ভিএক্স ও সিক্সটি নাইন। গ্রুপ দুইটিই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
আরও পড়ুন: চবির শাটলে কথা কাটাকাটি, ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩
৮০৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ৬
চাঁপাইনবাবগঞ্জে বাড়ির সামনের একটি ড্রেন নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে জেলার সদর উপজেলার ইসলামপুর ইউপির কাজীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুর রহমান (৫০) ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সামনের রাস্তার উপর ড্রেন নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতবেশি আমিনুল, বেলাল ও রুবেলের সাথে আব্দুর রহমানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশী ধারালো অস্ত্র ও ইট দিয়ে আবদুর রহমানকে আঘাত করে। এতে আব্দুর রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মা-মেয়ে ও ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ধরলা ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।
১৪৪৫ দিন আগে
কুষ্টিয়ায় কারারক্ষীদের ওপর হামলা, আটক ২
কুষ্টিয়া জেলা কারাগারে কারারক্ষীদের ওপর বহিরাগতদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা কারাগারের এক সহকারী প্রধান কারারক্ষীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
১৪৬৫ দিন আগে
নাটোরে মেয়ের আঘাতে আ’ লীগ নেতার মৃত্যু
নাটোরের সিংড়ায় নিজ পিতা ও আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে মীরাকে আটক করেছে পুলিশ।
১৬৬৬ দিন আগে
তেঁতুলিয়ায় প্রতিবেশির হামলায় একজন নিহত
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বাড়ির ওপর দিয়ে যাওয়া নেসকোর বিদ্যুত লাইন সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংষর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
১৬৭৬ দিন আগে
২ বছর আগে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে খুন
কুমিল্লার হোমনায় দুই বছর আগে কথা কাটাকাটির জেরে একজনকে নিজ ঘরের দরজায় ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
১৭৭১ দিন আগে