সাইক্লোন শেল্টার
ঘূর্ণিঝড় হামুন: খুলনায় ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় খুলনায় প্রস্তুত রয়েছে ৬০৪টি সাইক্লোন শেল্টার। এসব সাইক্লোন শেল্টারে ৩ লাখ ১৫ হাজার ১৮০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রায় ৫ হাজার স্বেচ্ছাসেবককে।
কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। প্রস্তত রাখা হয়েছে শুকনো খাবার ও ওষুধ। প্রস্তত রয়েছে স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, মঙ্গলবার সকালে অনলাইনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারে। এসব সাইক্লোন শেল্টারে মোট ৩ লাখ ১৫ হাজার ১৮০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া ৩টি মুজিব কিল্লায় ৪৩০ জন মানুষ আশ্রয় ও ৫৬০টি গবাদি পশু রাখা যাবে।
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে: প্রতিমন্ত্রী
তিনি জানান, কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় ৫ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, বর্তমানে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের যে গতিপথ আছে তা পরিবর্তন না হলে আপাতত ঘূর্ণিঝড় খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঝড়ের প্রভাবে দমকা বাতাস, ভারী বৃষ্টি ও নদীতে পানির উচ্চতা বাড়তে পারে।
তিনি আরও বলেন, সকাল থেকে খুলনার উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। কখনো রোদ, কখনো মেঘাচ্ছন্ন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন: বাগেরহাটে ৪৪৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
ঘূর্ণিঝড় হামুন: বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
১ বছর আগে
ঘূর্ণিঝড় হামুন: বাগেরহাটে ৪৪৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন উপকূলের দিকে ধেঁয়ে আসার খবরে বাগেরহাটের উপকূলীয় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বলেশ্বর নদী পাড়ে ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বাগেরহাটের মোংলা উপজেলাসহ বিভিন্ন নদী পাড়ে ১৮৫ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় জোয়ারের পানি বৃদ্ধি পেলে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্ক রয়েছে।
বাগেরহাটে নদ-নদীতে এই মুহূর্তে পানি বৃদ্ধি পায়নি। বাগেরহাটের আকাশে কখনো মেঘলা আবার কখনো হালকা রোদ দেখা যাচ্ছে।
জেলায় ১০টি কন্টোল রুম খোলা হয়েছে। দুর্গত এলাকার মানুষদের আশ্রয় নেওয়ার জন্য ৪৪৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। মোংলা বন্দর সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জুমের মাধ্যমে ওই সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন: বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
নদী পাড়ের বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় ধেঁয়ে আসার খবরে মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঝড়ে তাদের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সঙ্গে পানিতে ভেসে যেতে পারে তাদের সহায় সম্পদ।
বিভিন্ন এলাকার কৃষকরা জানান, এই মুহূর্তে ঝড় ও জলোচ্ছ্বাস হলে, আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, জেলায় ১০টি কন্টোল রুম খোলা হয়েছে। দুর্গত এলাকার মানুষদের আশ্রয় নেওয়ার জন্য ৪৪৬টি সাইক্লোন শেল্টার, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা ও কলেজ প্রস্তুত রাখা হয়েছে। জেলায় ত্রাণবাবদ ৬৫০ মেট্রিক টন চাল এবং নগদ ৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে: প্রতিমন্ত্রী
বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, জেলায় বলেশ্বর নদী পড়ে ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ৩ কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে বালুর বস্তা ফেলে ডাম্পিং করা হচ্ছে। এছাড়া জেলায় ১৮৫ কিলোমিটার এলাকায় নদী পাড়ে বাঁধ না থাকায় বাঁধ নির্মানের জন্য প্রস্তাব করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় হামুন উপকূলের দিকে ধেঁয়ে আসার খবরে বন্দরে সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়ার সতর্ক বর্তার ওপর নিভর করে বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে বন্দরে জাহাজে পণ্য উঠানো-নামার কাজ স্বাভাবিক গতিতে চলছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে
১ বছর আগে
ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় উপকূলের ১২০৭৮ সাইক্লোন শেল্টার প্রস্তুত: প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সোমবার বলেছেন, ইতোমধ্যে উপকূলীয় জেলার ১২ হাজার ৭৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
৪ বছর আগে