বাংলাদেশ আওয়ামী লীগ
ছাত্রলীগের ৩১ আগস্টের সমাবেশ পেছাল
ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত ছাত্রসমাবেশ ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকাল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী : বর্ধিত সভা অনুষ্ঠিত
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী বহিষ্কার
৬২২ দিন আগে
আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সোমবার রাতে গণভবনে দলের প্রেসিডিয়াম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
'নড়াইল এক্সপ্রেস' নামে পরিচিত মাশরাফি একাদশ জাতীয় নির্বাচনে তার স্থানীয় এলাকা নড়াইল-২ আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।
আরও পড়ুন: ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে: মাশরাফি
নড়াইলের জেলা আ’লীগ কমিটিতে সদস্য মাশরাফি, উপদেষ্টা বাবা
৮৫৮ দিন আগে
গুজব ছড়ানোই এখন বিএনপি নেতাদের প্রধান কাজ: আ.লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেছে, ‘গুজব সৃষ্টি করাই এখন বিএনপি নেতাদের প্রধান কাজ!’
বৈশ্বিক পরিস্থিতির কারণে চলমান সংকট মোকাবিলায় মিতব্যয়ী ব্যবস্থার মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা নিয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্যটি পোস্ট করা হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, ‘যেন গুজবের অক্সিজেন নিয়েই বেঁচে আছে দলটি!’
এতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের রিজার্ভ এখন ৪০ বিলিয়ন ডলারে স্থিতিশীল, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসলেন ১৬ বিলিয়ন ডলারের বেশি না রিজার্ভ।’
পোস্টে বলা হয়েছে, ‘উনি হয়তো বিএনপি আমলের দুই বিলিয়নের সঙ্গে ৪০ বিলিয়ন ডলারের গ্যাপ কমাতেই এমন বলেছেন। মির্জা ফখরুলরা গুজব আর মিথ্যার ওপর ভর করেই রাজনীতি করেন।’
আওয়ামী লীগ আরও বলেছে, দেশের কোন বিবেকবান নাগরিক কখনোই এসব গুজববাজদের সমর্থন করতে পারে না।
এর আগে শুক্রবার মির্জা ফখরুল বলেন, দেশে সরকারের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারের বেশি নেই।
এই বিএনপি নেতা আরও বলেন, ‘এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সুতরাং এদেরকে আর কোনো সুযোগ দেয়া যাবে না, আর কোনো সময় দেয়া যাবে না। যত বেশি সময় এরা থাকবে, বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে।’
আরও পড়ুন: আগুন নিয়ে খেলবেন না, বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি
সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: তথ্যমন্ত্রী
১০০৮ দিন আগে
স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে এর সুফল দেশের সব মানুষের ঘরে পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫৩০ দিন আগে
৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আওয়ামী লীগের ব্যতিক্রমী উদ্যোগ
বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে আগামী ২৩ জুন।
১৭৭৬ দিন আগে
করোনা মোকাবিলায় আ’লীগের সাথে চীনা কমিউনিস্ট পার্টির অভিজ্ঞতা বিনিময়
কোভিড-১৯ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি), হুবেই প্রদেশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মধ্যে অনলাইন সভা ‘ওয়েবিনার’ অনুষ্ঠিত হয়েছে।
১৮০৯ দিন আগে