আ’লীগ নেতা গ্রেপ্তার
সরকারি চাল চুরির মামলায় নন্দীগ্রামে আ’লীগ নেতা গ্রেপ্তার
সরকারি চাল চুরির কেলেঙ্কারির মামলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আনিছুর উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা গ্রামের মৃত মনসুর রহমান মাস্টারের ছেলে। তিনি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার আসামি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার ফোর্স নিয়ে বুধবার দুপুরে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে পাঠায়।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও ৭ জন গ্রেপ্তার
৩ বছর আগে
ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে খুলনায় আ’লীগ নেতা গ্রেপ্তার
খুলনার তেরখাদা উপজেলায় অস্বচ্ছলদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি মূল্যের চাল আত্মসাতের অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ বছর আগে