বাকপ্রতিবন্ধী
ভোলার ইলিশায় নদী তীরের সিসি ব্লক ধ্বসে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু
ভোলার ইলিশায় এলাকায় তীর সংরক্ষণের সিসি ব্লক ধ্বসে লাইজু নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও শিশুসহ ৫ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরের দিকে উত্তাল মেঘনা নদীর ঢেউ আর তীব্র স্রোতের আঘাতে ইলিশার লঞ্চঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সাভারে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গ্রেপ্তার
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মাছঘাট এলাকায় মেঘনা নদীতে সিসি ব্লক ধ্বসে যায়। এ সময় ব্লকের উপরে থাকা বাকপ্রতিবন্ধী নারী লাইজু বেগম ও এক শিশুসহ অন্তত ৫ জন নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনা স্থলে লাইজু বেগমের মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, ইলিশায় সিসি ব্লক ধ্বসে কয়েকজন নদীতে পড়ে গেছে। এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ীর মৃত্যু
১ বছর আগে
নওগাঁয় ডোবা থেকে বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে একটি ডোবা থেকে বাকপ্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাগাচারা মাদরাসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাজ্জাদ হোসেন (২৫) মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামের সালেক মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: বরিশালে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, বাগাচারা মোড়ে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ক্যারামবোর্ড খেলছিল সাজ্জাদ হোসেন। ক্যারাম বোর্ড খেলে সেখান থেকে বাড়ির দিকে যায়। এরপর সে আর রাতে বাড়ি ফেরেনি।
শুক্রবার মহাদেবপুর উপজেলার বাগাচারা মাদরাসা সংলগ্ন রাস্তার পাশের একটি ডোবার ভেতরে লাশটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা নওহাটা ফাঁড়ি পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনে এলে জানা যাবে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: সিলেটে অর্ধগলিত লাশ উদ্ধার
দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, ৫৫ ঘন্টা পর ২ ব্যক্তির লাশ উদ্ধার
১ বছর আগে
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২ বাকপ্রতিবন্ধী
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। রবিবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের বাসিন্দা জাকারিয়া (৩৫) ও বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা মির্জু (৩৬)।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
স্থানীয় সূত্র জানায়, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় আসছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী যুবক মারা যান।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেল পুলিশদের জানানো হয়েছে। তারা এসে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা দু’জনই বাক-প্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হর্ন শুনতে পাননি।
ফলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: এক রশিতে ঝুলছে বাবা-মার লাশ, বিছানায় ঘুমিয়ে সাত মাস বয়সী শিশুকন্যা
১ বছর আগে
বিয়ানীবাজারে বিদ্যালয়ের শৌচাগার ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
বিয়ানীবাজারে চারখাই ইউনিয়নে একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন সংযুক্ত শৌচাগারের ট্যাংকে পড়ে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাংলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সামির হোসেন (৯) ওই ইউনিয়নের দত্তগ্রামের অটোরিকশা চালক গৌছ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুস্থানীয় সূত্রে জানা গেছে, সামির জন্মগতভাবেই বাকপ্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ির আশপাশে ঘুরে বেড়াতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরবেলা সে লাংলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে ঘুরতে বের হয়। সেই বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় গ্রামীণ রাস্তা সংলগ্ন শৌচাগারের নির্মাণাধীন ট্যাংক অরক্ষিত অবস্থায় পড়ে আছে। তাছাড়া বৃষ্টির পানি জমে সেই ট্যাংকের উপরিভাগে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিপদজনক হয়ে উঠেছে। গ্রামের রাস্তা সংলগ্ন শৌচাগারের সেই ট্যাংকে ঘুরতে গিয়ে অসাবধানতাবশত খেলার ছলে ট্যাংকের মধ্যে পড়ে ডুবে যায় শিশু সামির। পরে তার লাশ পানির ওপর ভেসে উঠলে পথচারীরা প্রথমে দেখতে পান এবং পুলিশ ও জনপ্রতিনিধিদেরকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, চারখাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফয়সল আহমদ ও এসআই নূর নবী ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
জানা গেছে, শিশুটির পরিবারের অনুরোধের প্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার বিকাল ৫টায় জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: বরিশালে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুবিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত শিশুটির পরিবার কোন অভিযোগ দায়ের করেনি। পরে তার বাবার অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে
ফেঞ্চুগঞ্জে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
৪ বছর আগে