ইমরান মাহমুদুল
বিয়ের পিঁড়িতে গায়ক ইমরান
বিয়ে করলেন দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। বুধবার (২৪ মে) নিজের ফেসবুক প্রোফাইলে খবরটি জানান এই তারকা।
পোস্টে ইমরান তার স্ত্রী সম্পর্কে জানিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’
‘পারিবারিকভাবে এই বিয়ে হয়েছে জানিয়ে ইমরান আরো লেখেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
আরও পড়ুন: জল্পনা কাটিয়ে বিয়ের পিঁড়িতে সালমান মুক্তাদির
প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা
৯৫৬ দিন আগে
সোমেশ্বর অলির কথায় ইমরানের কণ্ঠে ‘বাবা’
করোনাভাইরাস মহামারিতে যখন গানের জগৎ সংকটে ভুগছে তখনই জনপ্রিয় সঙ্গীত-জুটি সোমেশ্বর অলি এবং ইমরান মাহমুদুল এ ঈদে ‘বাবা’ শিরোনামে একটি নতুন গান নিয়ে আসছেন।
২০৫২ দিন আগে