ভ্যানচালকের মৃত্যু
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজু মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রনজু মিয়া (৪৫) ওই গ্রামের নাদের হোসেন নাদু ও জমিলা বেগম দম্পতির ছেলে।
নিহতের স্বজনরা বলেন, ‘নিহত রজনু ভ্যানে বৈদ্যুতিক চার্জে দিতে গিয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যুস্পৃষ্ট হন। তাৎক্ষণিক রনজু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ তথ্য নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান।
১ সপ্তাহ আগে
খুলনায় ছুরিকাঘাতে ভ্যানচালকের মৃত্যু
খুলনার কয়রায় দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইমরান হোসেন (১৯) উপজেলার পায়রাতোলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে।
আরও পড়ুন: হাসপাতালে ঢুকে রোগীর স্বজনকে ছুরিকাঘাত
স্থানীয়দের বরাত দিয়ে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেজুর বাগ মসজিদের পাশে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ভ্যানচালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ বছর আগে
নওগাঁয় প্রতিপক্ষের মারধরে ভ্যানচালকের মৃত্যু
নওগাঁর বদলগাছি উপজেলায় ভাঙা রাস্তা ভরাট করতে গিয়ে প্রতিপক্ষের মারধরে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
নিহত ভ্যানচালক জবাইদুল ইসলাম (৫০) উপজেলার দুর্গাপুর (শুরকালী) গ্রামের ওমর আলীর ছেলে।
এঘটনার পর নিহতের ছেলে ফেরদৌস হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে দু’জনকে আসামি করে বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: পুলিশের হস্তক্ষেপে হাসপাতাল থেকে মৃত স্ত্রীর লাশ পেলেন ভ্যানচালক
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ভ্যানচালক জবাইদুল ইসলামের বাড়ির চলাচলের মাটির রাস্তাটি ভেঙে যায়। এতে তার ভ্যান বাড়িতে নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে জবাইদুল ইসলাম ভাঙা রাস্তাটি মাটি দিয়ে ভরাটের কাজ করছিলেন। এসময় তার চাচা আব্দুল খালেক সেখানে গিয়ে রাস্তার পাশ থেকে মাটি কাটতে বাঁধা দেন। এক পর্যায়ে আব্দুল খালেক ও তার ছেলে বেলাল হোসেন ভ্যানচালক জবাইদুলকে মারধর করে। এতে জবাইদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: ভাড়া নিয়ে তর্ক: ভ্যানচালকের থাপ্পড়ে বৃদ্ধ যাত্রীর মৃত্যু
নওগাঁর বদলগাছি থানার ইন্সপেক্টর (তদন্ত) রায়হান হোসেন বলেন, এঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
২ বছর আগে
দাদন ব্যবসায়ীদের নির্যাতনে কুষ্টিয়ায় ভ্যানচালকের মৃত্যু
জেলার খোকসায় দাদন ব্যবসায়ীদের নির্যাতনে এক ভ্যানচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
৪ বছর আগে
কাশি ও জ্বর নিয়ে মেহেরপুরে ভ্যানচালকের মৃত্যু
মেহেরপুরে ঠাণ্ডা, সর্দি, কাশি ও জ্বরে নিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে