শ্রীপুর
মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাগুরার শ্রীপুরে পাশের ডোবার পানিতে ডুবে মো. রাফিজ খলিফা নামে ১২ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।
মো. রাফিজ খলিফা ওই গ্রামের রোহান খলিফার ছেলে।
আরও পড়ুন: সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জানা যায়, শিশু রাফিজ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে রান্নাঘরের পাশের ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বনাথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ মাস আগে
প্রসূতির মৃত্যু: শ্রীপুরে হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ
গাজীপুরের শ্রীপুরে নার্স দিয়ে অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর ঘটনায় লাইফ কেয়ার হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন মাহমুদা আক্তার।
মঙ্গলবার দুপুরে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে ডাকাতের হামলায় ২ পুলিশ আহত, গাড়িচাপায় ডাকাতের পা বিচ্ছিন্ন
এর আগে রবিবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার লাইফ কেয়ার হাসপাতালে নার্স দিয়ে অস্ত্রোপচার করানোর ঘটনায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠেছে। এর পরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিভিল সার্জন মাহমুদা বলেন, ‘প্রসূতির মৃত্যুর ঘটনায় সবকিছু জানতে হাসপাতালে এসেছি। ফাইল দেখে যা জানতে পারলাম, রোগীর কোনো ওটি নোট নেই। কোনো ধরনের নিয়মকানুন অনুসরণ করা হয়নি। হাসপাতালে এসে আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম। তিনি আসলে নার্স নন। তিনি কোনো ধরনের পড়াশোনা করেননি। রক্ত সংগ্রহ করেন। তার কোনো ট্রেনিং নেই। তিনি চিকিৎসা জগতের কেউ নন।’
তিনি আরও বলেন, ‘আমি এই হাসপাতালের সমস্ত কার্যক্রম বন্ধ করে যাব। এজন্য আমি হাসপাতালের পুরোটা ঘুরে দেখলাম। হাসপাতালে তিনজন ভর্তি রোগী রয়েছেন। তাদের অপারেশন করা হয়েছে। বুধবার তারা চলে যাবেন। প্রতিটি রোগীর ফাইলে একই সমস্যা, কোনো ওটি নোট লেখা নেই। আজকে থেকে এই হাসপাতালের কার্যক্রম বন্ধ। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ যদি সব কাগজপত্র সঠিক করে আমাদের কাছে জমা দেয়, পরবর্তীতে যাচাই-বাছাই করে কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিভিল সার্জন আরও জানান, ‘আজকে থেকেই সমস্ত কার্যক্রম বন্ধ। শুধু তিনজন ভর্তি রোগীর চিকিৎসা চালাতে পারবেন। নতুন করে কোনো রোগী ভর্তি বা চিকিৎসা দিতে পারবেন না। তিনজন রোগী বুধবার ছুটির পর সিলগালা করে দেওয়া হবে। আরেকটি বিষয়ে আশ্চর্য হয়েছি, এই হাসপাতালে নার্স না হয়েও অনেকেই অ্যাপ্রোন পরে রয়েছেন। এটি হতে দেওয়া যাবে না। এক্ষেত্রে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।’
আরও পড়ুন: গাজীপুরে বেতন-ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৭
৮ মাস আগে
গাজীপুরে মোজা তৈরির কারখানায় আগুন
গাজীপুরের শ্রীপুরে মোজা তৈরির একটি কারখানায় আগুন লাগে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, সাটিয়াবাড়ি এলাকায় গ্লোব গ্লোভস ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি মোজা কারখানায় আগুন লেগেছে। আগুন কারখানাটির দোতলা ও তিনতলায় ছড়িয়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে কাপাসিয়া ফায়ার সার্ভিস, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর গুলিস্তানের বেসরকারি ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শাহবাগে বাসে আগুন
১০ মাস আগে
মাগুরায় আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২
মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জিরাত মণ্ডল (৫৫) এবং সাবেক ইউপি সদস্য বকুল (৫০)।
আহত জিরাত মণ্ডল, ইউসুফ মণ্ডল ও বকুল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হালিম মোল্যার সমর্থক বলে জানা গেছে।
আটকেরা হলেন- হান্নান, সেতু ও বাকা।
আরও পড়ুন: ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষ: আহত ২০
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউসুফ মণ্ডলের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার দুপুরে ইউসুফ মণ্ডলের সমর্থক জিরাত মণ্ডল মাঠে ধান কাটতে গেলে হালিম মোল্যার সমর্থক জিনারুল, শিমুল, বাদশা, সোহেল ও বকুলসহ ১০-১৫ জন তার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সংবাদ শোনার পর উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটের আঘাতে সাবেক ইউপি সদস্য বকুল আহত হন।
তিনি আরও বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বোয়ালমারীতে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত এক
কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
১ বছর আগে
গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু সহোদর হচ্ছেন- জেলার শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম ও মো. ইসমাঈল হোসেন।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন
তারা দুইজনই স্থানীয় সরকার বাড়ি মাদরাসায় পড়াশোনা করতেন।
এলাকাবাসী জানায়, রবিবার (১৯ নভেম্বর) দুপুরে পাশের মো. কিবরিয়ার মাছের খামারের পানিতে ছোট ভাই পড়ে যাওয়ার পর তাকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, তাদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী বিষয় প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন
চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন
গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের গিলাশ্বর মরহুম আ. জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেডের একটি শ্রেণিকক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও টিনের বেড়া পুড়ে গেছে। এ সময় স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
আরও পড়ুন: গাজীপুরে দু’টি বাস ও পিকআপে আগুন
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, কে বা কারা আগুন দিয়েছে জানা যায়নি।
তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
মাগুরায় আখের বাম্পার ফলনে চাষে ঝুঁকছেন কৃষকরা
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় এ বছর গ্যান্ডারি জাতের আখের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় আখ চাষে ঝুঁকছেন অনেকেই।
শ্রীপুর উপজেলার গোয়ালদাহ, ঘসিয়াল, কাদিরপাড়া, আমলসার, ছাবিনগর, বিলনাথুর, বিলসোনাই, চরপাড়া, কচুবাড়িয়া, সোনাতুন্দীসহ বিভিন্ন অঞ্চলে আখ চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এই ফসল আবাদ করলে ৭ থেকে ৮ মাসের মধ্যে বাজারজাত করা সম্ভব। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের বাম্পার ফলন হয়েছে। আখ খেতে সাথী ফসল চাষ করা যায়।
আরও জানানো হয়, চলতি বছর উপজেলায় ৬৩ হেক্টর জমিতে অমৃত সাগর জাতের আখ চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ১৮ হেক্টর বেশি৷ ফলন হয়েছে প্রতি হেক্টরে ৬০ থেকে ৬৫ মেট্রিক টন। এঁটেল, দো-আঁশ কিংবা বেলে দো-আঁশ প্রকৃতির মাটি আখ চাষের জন্য উপযোগী। চরাঞ্চলের মাটি আখ চাষের জন্য ভালো।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বোরোর বাম্পার ফলন, দামে খুশি কৃষক
নদ-নদী দ্বারা বেষ্টিত থাকায় যে কোনো ফসল চাষাবাদের জন্য এখানকার মাটি বেশ উপযোগী। এ উপজেলার অন্যান্য অঞ্চলেও আখ চাষ সম্ভব। কিন্তু প্রধান অন্তরায় চাষিদের সচেতনতার অভাব।
উপজেলার কচুবাড়িয়া গ্রামের চাষি রওশন মোল্লা বলেন, আখ আবাদে একটু পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। আখ চাষে অল্প খরচে বেশি লাভবান হওয়া সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা বলেন, ‘আখ চাষ খুব লাভজনক। লাল পঁচা রোগ ছাড়া এ ফসলে তেমন জটিল রোগ নেই। বর্তমানে আমরা উপজেলায় চিবিয়ে খাওয়ার উপযোগী জাতের আখ চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করছি।’
তিনি আরও বলেন, ‘আখ চাষে সাথী ফসল হিসেবে সরিষা, মুলা ও মসুর চাষ করা যায়। এছাড়া কৃষকদের ফিলিপাইনের কালো জাতের আখ চাষে উদ্বুদ্ধ করছি।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন
সিরাজগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১ বছর আগে
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
গাজীপুরের শ্রীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
নিহত সুলতান (৫০) জেলার কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ানপুর বিলপাড়া গ্রামের মৃত হাসু মুন্সির ছেলে।
আরও পড়ুন: সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাতে ৫ থেকে ৬ জন লোক শ্রীপুরের বেড়াবাড়ি এলাকার মোশারফের বাড়িতে ঢুকে ঘরের দরজা আটকে বাড়ির লোকজনকে মারধর করতে থাকে ।
এসময় ওই বাড়ির কমপক্ষে চারজন আহত হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাকিরা পালিয়ে গেলেও সুলতান হোসেন নামে একজনকে আটক করে গণপিটুনি দেয় জনতা।
একপর্যায়ে তার মৃত্যু হলে স্থানীয়রা পুলিশকে খবর জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠানো হয়।
ওসি আরও জানান, ঘটনাটি চুরির। নিহতের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ১
১ বছর আগে
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ঘষিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান শেখ(১২) একই উপজেলার রাজাপুর কিরন আলীর ছেলে। সে টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, গোয়ালদাহ বাজারে সাকার্স দেখে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার ঘষিয়াল এলাকায় সড়ক দুঘটনায় জিসান শেখের মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বগুড়ায় টাকার জন্য স্কুল শিক্ষার্থীর হাতে শিক্ষার্থী খুন
গোয়াইনঘাটে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১ বছর আগে
মাগুরায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
মাগুরার শ্রীপুরে সাড়ের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রিয়াজ জোয়াদ্দার (১০) একই উপজেলার মদনপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: সাজেকে সাপের কামড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবকের মৃত্যু
মৃতের পরিবার ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মসিয়ার রহমান বলেন, রিয়াজের বাড়ি মদনপুর গ্রামে হলেও সে নানা বাড়ি হোগলডাঙ্গা গ্রামে থেকে লেখাপড়া করতো। বৃহস্পতিবার সে যথারীতি স্কুলে ক্লাসও করে এবং সন্ধ্যার পর পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় রিয়াজের বাম হাতে সাপে কামড় দেয়। কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাকে প্রাথমিক পর্যায়ে ওঝা-কবিরাজ এবং পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ মাদরাসাছাত্রের মৃত্যু
ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমাদের ইউনিয়ন পর্যায়ে সাপের কামড়ের কোনো চিকিৎসা নেই। আমার ইউনিয়নে চিকিৎসা থাকলে স্কুলছাত্র মারা মিজানুর যেত না।’
২ বছর আগে