ঈদের শুভেচ্ছা
যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গঠন করবই: ড. ইউনূস
ঈদের দিন জাতির উদ্দেশে ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শত বাধা সত্ত্বেও ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা নতুন বাংলাদেশ গঠন করবই।
সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাতের আগে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে জাতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান অধ্যাপক ইউনূস। বলেন, ‘ঈদ মোবারক! আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জামাতে যারা শরিক হয়েছেন, আমরা জাতির পক্ষ থেকে তাদের ঈদ মোবারক জানাচ্ছি।’
‘যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা-বোনেরা যারা ঘরে আছেন, তাদেরও আমরা ঈদ মোবারক জানাচ্ছি।’
প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকেরা, যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেছেন, ঈদের জামাতে হয়তো যেতে পারবেন, হয়তো যেতে পারবেন না, তাদেরও ঈদ মোবারক জানাই। যেসব বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তাদের আমরা ভুলে যাইনি, তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি।’
‘অনেকে হাসপাতালে আছেন, রোগী, বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেননি, তাদেরও ঈদ মোবারক জানালাম।’
আরও পড়ুন: ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা
এ সময় জুলাই যোদ্ধাদের স্মরণ করে ড. ইউনূস বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ দিয়েছেন বীর সন্তানেরা, আত্মাহুতি দিয়েছেন, আমরা যেন মোনাজাতে তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছেন, তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে।’
৩৩ দিন আগে
তিন বছর পর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে শনিবার তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
কোভিড-১৯ মহামারির কারণে বিগত ২০২০, ২০২১ ও ২০২২ সালে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়নি।
আরও পড়ুন: দলীয় অন্তর্দ্বন্দ্ব পরিহার করে জাতীয় উন্নয়নের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
পরে তিনি সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং সচিবের সমতুল্য পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান তিনি।
বাংলাদেশে শনিবার উদযাপন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে ঢাকা: ব্রিটিশ রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী
৭৪২ দিন আগে
সুব্যবস্থাপনায় নির্বিঘ্ন ঈদ যাত্রা হয়েছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুব্যবস্থাপনায় নির্বিঘ্ন ঈদ যাত্রা হয়েছে।
তিনি বলেন, সরকারের সুব্যবস্থাপনায় এই বছর মানুষের নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে, এর পাশাপাশি দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে।
ঈদের দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজগ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশ্যে তার সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: মুহিতের মৃত্যু দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখা প্রাজ্ঞপ্রাণের প্রস্থান: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'সারাদেশে মানুষ যাতে ঈদ উদযাপন করার জন্য ভালোভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থাপনা করা হয়েছে। সেকারণে স্রষ্টার কৃপায় এই বছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। একইসাথে দ্রব্যমূল্যও যাতে না বাড়ে সেজন্যও প্রশাসন সতর্ক ছিল।'
বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'বিদেশে আমরা দেখি, কোনো উৎসবের সময় সেখানে দ্রব্যমূল্য কমিয়ে দেয়, আর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যেটি অন্যায় এবং ইসলামের রীতিনীতি ও বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।'
আরও পড়ুন: শেখ হাসিনার গঠন করা ট্রাস্ট সব দলমতের সাংবাদিকদের জন্য অবারিত: তথ্যমন্ত্রী
এসময় সবার সুন্দর জীবন কামনা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'করোনা স্থায়ীভাবে আমাদের দেশ ও পৃথিবী থেকে চলে যাক -মহান স্রষ্টার কাছে এই ফরিয়াদ করি। একই সঙ্গে আজকের এই পবিত্র দিনে আমরা সবাই দেশের উন্নতি এবং মানুষের সুখ-সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি।'
ঈদের জামাত শেষে সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
১০৯৫ দিন আগে
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী
ঈদুল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, “ঈদুল-ফিতর উপলক্ষে, আমি সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের আমার শুভকামনা ও শুভেচ্ছা জানাই।”
তিনি বলেন, “ঈদের শুভ উপলক্ষ্যে, আসুন আমরা মানবতার সেবায় এবং দরিদ্র ও দরিদ্রদের জীবন উন্নয়নের জন্য নিজেদেরকে উৎসর্গ করার সংকল্প করি।”
আরও পড়ুন: একাত্তরের মুক্তিযুদ্ধে বর্বরতার কথা স্মরণ করলেন মোদী
বর্তমানে মোদী ইউরোপের তিন দেশের সফরে রয়েছেন, তিনিও টুইটারে নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটে বলেছেন “ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই শুভ উপলক্ষ আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধি করুক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি করছি।”
যদিও ভারতের জনসংখ্যার ১৩০ কোটি এর মধ্যে প্রায় ৮০ শতাংশ হিন্দু ,প্রায় ১৫ শতাংশ মুসলমানের নিয়ে দেশটি গঠিত।
১০৯৬ দিন আগে
মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যান্য অনুষ্ঠানের মতো, ঈদের দিনও প্রধানমন্ত্রী ঢাকার মোহাম্মদপুর এলাকার গজনবী রোডে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফুল, ফল ও মিষ্টান্ন সামগ্রী পাঠিয়ে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-এ-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে এ সব শুভেচ্ছা সামগ্রী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হাতে তুলে দেন।
আরও পড়ুন: সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে মুক্তিযোদ্ধাদের এভাবে স্মরণ করা এবং তাদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যেরা। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
১০৯৬ দিন আগে
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা সবাই মিলে ঈদুল-ফিতরের সুখ ও আনন্দ ভাগাভাগি করি।”
প্রধানমন্ত্রী ঈদুল-ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেছিলেন, “ভালো থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মুবারক। ”
আরও পড়ুন: বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
রবিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এক মাস সিয়াম সাধনার পর আসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
১০৯৭ দিন আগে
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন জাপা প্রধান
জাতীয় পার্টির প্রধান এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহম্মদ কাদের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার জাপা প্রধানের পক্ষে তার সহকারী ব্যক্তিগত সচিব প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার হাতে ঈদের শুভেচ্ছা কার্ড তুলে দেন।
আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে বিরোধীদের হয়রানির অভিযোগ জাপার
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাপা প্রধান গোলাম মোহম্মদ কাদেরকে শুভেচ্ছা কার্ড প্রেরণ করে ঈদের শুভেচ্ছা জানান।
১৪৬৫ দিন আগে
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মমতা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
১৭৩৫ দিন আগে
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
করোনা মহামারি এবং বর্ষার বন্যার মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
১৭৩৫ দিন আগে
দেশবাসীকে তথ্যমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
১৭৩৬ দিন আগে