শাহজাদপুর
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪
রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকার সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আরিফ বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। দুপুর ১টা ৪মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন: গাজীপুরে ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, যানবাহনে আগুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) মিডিয়া কর্মকর্তা তালহান বিন জসিম বলেন, ‘আগুনে চারজন নিহত হয়েছেন। সব লাশ ভবনের ছয় তলায় পাওয়া গেছে, একটি বাথরুমের ভিতরে, তিনটি সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল।’
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।
৫৯ দিন আগে
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নার্গিস খাতুন ও আরশেদ প্রামাণিক নামে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আরও পড়ুন: জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় গ্যাস অফিসের কাছে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা গ্রামের সেলিমের স্ত্রী নার্গিস খাতুন ও শেলাচাপড়ী গ্রামের আরশেদ প্রামাণিক।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, যুগ্নীদহ এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত হন। এ সময় অটোভ্যান চালক আহত হয়।
অপরদিকে, উপজেলার বাঘাবাড়ী গ্যাস অফিসের সামনে একটি ট্রাক একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামণিক নিহত ও ৫ জন আহত হয়েছে।
ওসি আর বলেন, আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংক-লরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
চট্টগ্রামে সড়ক নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে চসিক-সিএমপি
৩৫৬ দিন আগে
চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন গৃহবধূ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় রোকেয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শাহজাদপুর-পোতাজিয়া আঞ্চলিক সড়কের মাদলা বেইলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া শাহজাদপুর পৌর শহরের খঞ্জনদিয়ার মহল্লার আব্দুল মতিনের স্ত্রী।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েছিলেন রোকেয়া।
তিনি বলেন, চিকিৎসা করে ফেরার পথে মাদলা বেইলি সেতুর কাছে এলে ট্রাকচাপায় রোকেয়া ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠিদের সড়ক অবরোধ
৪৯৬ দিন আগে
ঢাকার শাহজাদপুরে বাসে আগুন
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীর শাহজাদপুর এলাকায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাশিম জানান, দুপুর ২টা ২৫ মিনিটে অগ্নিসংযোগের কথা জানতে পারেন।
তিনি বলেন, বাড্ডার শাহজাদপুরের বাঁশতলা এলাকায় দুর্বৃত্তরা রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে।
এ রিপোর্ট লেখার সময় বারিধারা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: বনানীতে মিনিবাসে আগুন
অবরোধ: তাঁতিবাজারে বাসে আগুন
গাজীপুরে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা
৫৩৯ দিন আগে
সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে শাহজাদপুর ও তাড়াশে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের স্বপন মোল্লার ছেলে মাসুদ রানা (৪) এবং তাড়াশ উপজেলার পওতা গ্রামের আব্দুর রহিমের ছেলে আহসান হাবীব (৩)।
আরও পড়ুন: মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, শিশু মাসুদকে তার নানার বাড়ি রেখে বাবা-মা ঢাকায় থাকেন। শুক্রবার বিকালে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এ সময় খালে ডুবে যায় সে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
অন্যদিকে, একই সময় বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল শিশু আহসান হাবীব। একপর্যায়ে পুকুরে ডুবে যায় শিশুটি। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
৬২১ দিন আগে
সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চর আঙ্গারু গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুলতান প্রামাণিক (৬০) একই গ্রামের মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে।
কায়েমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে অন্য দিনমজুরদের সঙ্গে সুলতান প্রামাণিক গ্রামের এক কৃষকের জমিতে ধান কাটতে যায়। ধান কাটার এক পর্যায়ে সকাল ১০টার দিকে বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন শুরু হয়। এ সময় সকলেই দৌড়ে গ্রামের দিকে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সুলতান প্রামাণিক।
আরও পড়ুন: টেকনাফে বজ্রপাতে ২ জন নিহত
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৯
৭০৫ দিন আগে
সিরাজগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা!
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত রংধনু মডেল স্কুলের ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে ওই স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনার আয়োজন করে।
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন জানান, চার লাখ টাকা দিয়ে হেলিকপ্টারটি ভাড়া করা হয়। প্রতিবারে চারজন করে শিক্ষার্থীকে ১০ মিনিট করে হেলিকপ্টারটি শাহজাদপুর উপজেলার আকাশে ঘুরিয়ে আনা হয়। এমন আয়োজনে শিক্ষার্থীরা খুব খুশি।
আরও পড়ুন: করোনা আক্রান্ত এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শাহ আজম।
তিনি বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহী করে তুলবে। আমি শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেছি।
এ সময় শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে।
ওই স্কুলের অধ্যক্ষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে কনের বাড়িতে বর!
মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী ব্যবসায়ী
৭৮৭ দিন আগে
শাহজাদপুর থেকে মালিবাগ বিএনপির পদযাত্রা শুরু
বিএনপির চার দিনের কর্মসূচির অংশ হিসাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানসহ তাদের ১০ দফা দাবি জানাতে রাজধানীর শাহজাদপুর থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা শুরু করেছে ঢাকা উত্তর সিটি ইউনিট।
শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজাদপুরের হোসেন মার্কেটের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: বরিশালে বিএনপির সমাবেশে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ
কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল দলের নেতাকর্মীদের কোনো উসকানি না দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের (সরকার) পতন নিশ্চিত করব।
এছাড়া তাদের পদযাত্রা কর্মসূচিকে সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তারা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন।
সরকারের বিরুদ্ধে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাই, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে এবং সংসদ ভেঙে দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যাতে মানুষ একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোট দিতে পারে।
বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দলের শীর্ষ নেতাদের ব্যানার, ফেস্টুন ও প্রতিকৃতি হাতে নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
তারা সরকারের পদত্যাগ ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এছাড়া বেলা ১টা থেকে হোসেন মার্কেট এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ভিড় দেখা যায়, অন্যদিকে দলের সিনিয়র নেতারা বারবার যান চলাচল স্বাভাবিক রাখতে বলছেন।
এর আগে বৃহস্পতিবার ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর-১০ মোড় পর্যন্ত মিছিল করবে ঢাকা উত্তর মহানগর বিএনপি।
আরও পড়ুন: রাজধানীতে ২৮ জানুয়ারি থেকে ৪ দিনব্যাপী পদযাত্রা কর্মসূচির ঘোষণা বিএনপির
চট্টগ্রামে পুলিশের ৪ মামলায় বিএনপির ১০২ নেতাকর্মীর আগাম জামিন লাভ
৮২৪ দিন আগে
সিরাজগঞ্জে ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহব্বত হোসেন (৩৮) নামে এক ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গাড়াদহ জমিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহব্বত হোসেন ওই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুরের দিকে গাড়াদহ জমিদারপাড়া গ্রামের মাঠের মধ্যে ফাঁকা জায়গায় একটি আম গাছের ডালে মহব্বত হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বিকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে মৃত্যুর কারণ জানা যায়নি বলেও ওসি জানান।
৯১৬ দিন আগে
শাহজাদপুরে ৪৫০ বাড়িঘর যমুনায় বিলীন
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও যমুনা তীরবর্তী বিভিন্ন স্থানে প্রচণ্ড ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই আশ্রয়ণ প্রকল্পসহ বহু ঘরবাড়ি ও জায়গা জমি যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, এক সপ্তাহে শাহজাদপুর উপজেলার ভেকা, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘরসহ চার গ্রামের অন্তত সাড়ে চারশ বাড়িঘর যমুনাগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙণ ঝুঁকিতে রয়েছে নদী তীর এলাকার পাকুরতলা (আশ্রয়ণ) প্রাথমিক বিদ্যালয় ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা।
আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি, ত্রাণ না পাওয়ার অভিযোগ
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন জানান, জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে যমুনা তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। অনেক এলাকার কাঁচা ও পাকা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক স্থানে বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।
তিনি জানান, তবে যমুনায় পানি কমতে থাকায় যমুনা তীরবর্তী পাঁচটি উপজেলার অনেক স্থানে প্রচণ্ড ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে শাহজাদপুর, এনায়েতপুর, কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চলে ইতোমধ্যেই অনেক ঘরবাড়ি, জায়গা জমি, গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, বন্যায় নিম্নাঞ্চলের ৯ হাজার ১০৬ হেক্টর জমির রোপা আমন, পাট, তিল, সবজিসহ বিভিন্ন ফসল ডুবে বিনষ্ট হয়ে গেছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি ভাঙনের বিষয়টি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন।
আরও পড়ুন: বন্যার্তদের সহায়তায় শাবি শিক্ষক সমিতির কার্যক্রম অব্যাহত
উপজেলার বন্যার্তদের জন্য ২০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউএনও।
তিনি বলেন, দুই-একদিনের মধ্যেই কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে এবং ভাঙনকবলিত পরিবারগুলোকে পরে নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে।
১০৪২ দিন আগে