দমকা হাওয়া
বৈশাখী ঝড়ে কুড়িগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
হঠাৎ আঘাত হানা বৈশাখী ঝড়ে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকা হাওয়ার তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধানখেত।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই তাণ্ডব শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় ঝড়ের প্রভাবে ঘরবাড়ি, ফসল, গাছপালা এবং বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে অন্ধকারে ডুবে আছে গ্রামাঞ্চল।
আরও পড়ুন: শরীয়তপুরে মুরগিকাণ্ডে ঝড়ল প্রাণ
অপরদিকে ঝড়ের প্রভাবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ষষ্ঠ তলার জানালার গ্লাস ভেঙে রোগীদের ওয়ার্ড তছনছ হয়ে যায়। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম জানান, ‘ঝড়ে আমাদের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ধানখেত মাটিতে মিশে গেছে, বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে।’
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘রাতের ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনো জানা যায়নি।’
৫ দিন আগে
ঘূর্ণিঝড় রেমাল: সাতক্ষীরায় বৃষ্টি ও দমকা হাওয়া
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরা উপকূলবর্তী শ্যামনগরে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৬৯টি আশ্রয়কেন্দ্র।
এছাড়া সুন্দরবনসংলগ্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সরিয়ে নিতে ১৬৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া স্থানীয় বনবিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলেদের নিরাপদ স্থানে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘রিমাল’: আতঙ্কে বাগেরহাটের উপকূলবাসী
বুড়িগোয়ালীনি গ্রামের সাহেব আলী বলেন, শনিবার জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বেশি হয়েছে। পূর্ব সতর্কতা থাকায় পাশ্ববর্তী খোলপেটুয়া, মালঞ্চ, আড়পাঙ্গাশিয়া নদীসমুহের জেলেরা শনিবার মাছ ধরতে নামেনি। এছাড়া সাগর ও সুন্দরবনে অবস্থানরত জেলেরা এলাকায় ফিরতে শুরু করেছেন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনসহ সব টহলফাঁড়িতে অবস্থানরত বনকর্মীদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবন ও সাগরে মাছ শিকারে যাওয়া জেলেদের লোকালয়ে ফিরতে পরামর্শ দিয়ে তাদের উদ্ধারে বনকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী এম সালাউদ্দীন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনসংলগ্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। শ্যামনগরকে ঘিরে থাকা উপকূল রক্ষা বাঁধের প্রায় ১২৯ কিলোমিটারের মধ্যে ৭ থেকে ৮টি পয়েন্টের প্রায় দুই কিলোমটিার ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে মাটি ফেলে উচ্চতা বৃদ্ধিসহ জিও ব্যাগ ডাম্পিং করে বাঁধের ভাঙন ও ধস ঠেকানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম বলেন, উপজেলার ১৬৯ আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৬০০ স্বেচ্ছাসেবীকে জরুরি অবস্থা মোকাবিলায় তৈরি থাকার জন্য বলা হয়েছে। শুকনা খাবারসহ নগদ অর্থ মজুদ রাখা হয়েছে। প্রতিটি এলাকার জনপ্রতিনিধির সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমাল: কক্সবাজারে প্রস্তুত ৬৩৮ আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় রেমাল: খুলনায় প্রস্তুত ৬০৪ আশ্রয়কেন্দ্র
৩৪২ দিন আগে
আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদপ্তর নিয়মিত বুলেটিনে জানিয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
এতে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তাছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান রবিবার সকালেও ‘মধ্যম’
সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস
৬৫৬ দিন আগে
পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস!
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকার হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস!
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মাদারীপুরে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
১০৪৪ দিন আগে
দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা
ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্টাংশে মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্তিতির অনুকূলে রয়েছে।
আরও পড়ুন: সারাদেশে ভারী বর্ষণ হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারী অবস্থা বিরাজ করছে।
দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
১৪২৪ দিন আগে
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবারের পূর্বাভাসে জানিয়েছে দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৭১৭ দিন আগে
রাজধানীতে কালবৈশাখীর হানা
রাজধানী ঢাকায় বুধবার ভোরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
১৮০২ দিন আগে