জাতীয় পরামর্শক কমিটি
করোনা নিয়ে জাতীয় পরামর্শক কমিটির ৫ সুপারিশ
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি) বাংলাদেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে পাঁচটি সুপারিশ করেছে। শনিবার রাতে অনুষ্ঠিত কমিটির ৫৯তম বৈঠকের পর এই সুপারিশ জারি করা হয়।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সুপারিশের তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ২ হাজার ৫০১
সুপারিশে বলা হয়েছে:
১। সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পররিধান এবং হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।
২। ১ম, ২য় ও বুস্টার ডোজের কোভিড টিকা যারা গ্রহণ করেননি, তাদেরকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করন।
৩। বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা সমূহ যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা ।
৪। অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাসমূহে মাস্ক পরিধানের সুপারিশ করা হয়।
৫। বেসরকারি পর্যায়ে কোভিড ১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণে আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে
বাংলাদেশের পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এসময়ে নতুন করে ১৪১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৯ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার নয় দশমিক ৬৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় আরও এক মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১৪১
২ বছর আগে
করোনা নিয়ে সতর্ক করল জাতীয় পরামর্শক কমিটি
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রযোজ্য বিধি বিধানসমূহ সঠিক পদ্ধতিতে প্রয়োগ না করে, শিথিল করা হলে রোগীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে তা স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।
৪ বছর আগে