শান্তিরক্ষী দিবস
বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও সৈন্য পাঠাতে প্রস্তুত।
তিনি বলেন,যদি আরও প্রয়োজন হয়, আমরা জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনীয় সংখ্যক শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত।
রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২-এ বক্তব্যদানকালে এ কথা বলেন।
আরও পড়ুন: তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
তিনি বলেন আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২ এর প্রতিপাদ্য 'জনগণের শান্তি অগ্রগতি: অংশীদারিত্বের শক্তি'-কে সামনে রেখে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও শক্তিশালী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশসহ সকল বাংলাদেশী শান্তিরক্ষীদের বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব ও সততা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি মিশনে জীবন সুরক্ষিত রাখতে এবং বিশ্ব মঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চেষ্টা অব্যাহত রাখতে বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এটা সবসময় মনে রাখবেন কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সকলের উচিত আত্মবিশ্বাসের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করা। তবেই আপনারা সফল হবেন।
তিনি বলেন, আমরা কোনো সংঘাত বা যুদ্ধ চাই না। আমরা চাই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক।
আরও পড়ুন: উন্নত ভবিষ্যতের জন্য এশিয়াকে শক্তি একত্রিত করতে হবে: প্রধানমন্ত্রী
ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তার ওপর জোর প্রধানমন্ত্রীর
২ বছর আগে
শান্তিরক্ষী দিবসে জাতির পিতার স্মারক ডাকটিকিট অবমুক্ত করল জাতিসংঘ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ একসেট স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছে জাতিসংঘ।
৪ বছর আগে