বনলতা এক্সপ্রেস
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড় পুকুরিয়া সোনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিত্ত মার্ডি (৩৩) ঝিলিম ইউনিয়নের বিল বৈঠা এলাকার মহাদেব মার্ডির ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, সোমবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস। সোয়া ৬টার দিকে বড় পুকুরিয়া সোনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কারখানার শ্রমিক নিহত
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল ‘বনলতা এক্সপ্রেস’
করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে রবিবার চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেল ঢাকাগামী আন্তনগর ‘বনলতা এক্সপ্রেস’।
৪ বছর আগে