বনলতা এক্সপ্রেস
সাড়ে তিন ঘণ্টা পর ঢাকার পথে বনলতা এক্সপ্রেস
রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিলম্বের পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি রাজশাহী থেকে যাত্রা শুরু করে।
এর আগে সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। পরে ৭টার দিকে রাজশাহী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
আরও পড়ুন: রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মে ঢোকার সময় হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরে দেখা যায় বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে বগিটি। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।’
রেল কর্মীরা জ্যাক ব্যবহার করে লাইনচ্যুত বগিটি উদ্ধার করেন। পরে সকাল ১০টা ১৫ মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্মে তোলা হয় এবং সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
২১৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড় পুকুরিয়া সোনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিত্ত মার্ডি (৩৩) ঝিলিম ইউনিয়নের বিল বৈঠা এলাকার মহাদেব মার্ডির ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, সোমবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস। সোয়া ৬টার দিকে বড় পুকুরিয়া সোনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কারখানার শ্রমিক নিহত
১৩০০ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল ‘বনলতা এক্সপ্রেস’
করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে রবিবার চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেল ঢাকাগামী আন্তনগর ‘বনলতা এক্সপ্রেস’।
২০১৫ দিন আগে