চিকিৎসক সংকট
ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত
কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর পর থেকেই ফরিদপুর জেনারেল হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এরপরও বাড়েনি জনবল।
ফরিদপুর শহর ও শহরতলীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা লক্ষ্য নিয়ে ১৯১৭ সালের প্রতিষ্ঠিত হয় জেনারেল হাসপাতাল। বর্তমানে এর শয্যা সংখ্যা ১০০।
আরও পড়ুন: ফরিদপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধ হুমকির মুখে
ফরিদপুর সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গণেষ কুমার আগারাওলা জানান, প্রতিদিন গড়ে এই হাসপাতালে বহি:বিভাগে রোগী আসছে ৪০০ থেকে ৫০০। আমাদের চিকিৎসক রয়েছে ১৩ জন। এর মধ্যে দুজন জেলা কারাগারের প্রেষণে রয়েছে।
সম্প্রতি মহামারি করোনার দুর্যোগে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ৫১৭ শয্যার মধ্যে ৩৬৫ বেডকে করোনা ডেডিকেটেড ঘোষাণার পর থেকে রোগীর চাপ সৃষ্টি হয়।
আরও পড়ুন: ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
এ বিষয়ে ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, করোনার এই সময়ে প্রয়োজনীয় ওষুধ ও জনবল সামর্থ্য মতো সরবরাহ করতে হবে। তা না হলে এই হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে।
ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, এই হাসপাতালটি বর্তমানে ১০০ শয্যার।এখানে সিনিয়র-জুনিয়র মিলে চিকিৎসকের পদ রয়েছে ৩৭টি। বর্তমানে কর্মরত আছে ১৩ জন। আর বিপরীতে বুধবার সকাল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১১২ জন।
আরও পড়ুন: ফরিদপুরের করোনায় শনাক্তের হার ৪৫.৯৫, মৃত্যু ৫
তিনি বলেন, প্রতিদিনই বাড়ছে রোগী। এই চাপ সামলাতে বেড় পেতে হচ্ছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিকে অবহিত করেছি এবং প্রয়োজনীয় জনবল চাওয়া হয়েছে। তারপরও সেবা নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।
৩ বছর আগে
কয়রার প্লাবিত এলাকায় পানিবাহিত রোগ, খাবার ও চিকিৎসক ‘সংকট’
‘ঘরের চারপাশে পানি। সে পানিতে এখন তিক্ত গন্ধ। ঘরেও টিকতি পারিনে। আবার পানিতি নামলিও গায়ে পায়ে চুলকানি শুরু হয়। এরমধ্যি ছোট ছাওয়ালডার (ছেলের) ৩ দিন ধরি পাতলা পায়খানা। পানির মধ্যি ডাক্তারও আসে না। পাশের বাড়ির এক দাদাকে বইলে সেলাইন আনাই খাবাইছি।’
৪ বছর আগে
সুনামগঞ্জে ডা. সনি একাই সামলাচ্ছেন হাসপাতালের ৪টি বিভাগ
করোনার দুঃসময়ে সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই চারটি বিভাগ সামলাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সনি।
৪ বছর আগে