মালিক সমিতি
শতভাগ যাত্রী নিয়ে চলবে বাস: মালিক সমিতি
শতভাগ যাত্রী নিয়ে শনিবার থেকে বাস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
তবে আসনের অধিক যাত্রী বাসে উঠানো হবে না বলেও জানান তিনি।
এর আগে স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার শতভাগ যাত্রী নিয়ে বাস চালানোর প্রস্তাব করেছিলেন পরিবহন শ্রমিক ও মালিক নেতারা।
‘সরকারি ও বেসরকারি সব অফিস খোলা থাকায় অফিসের সময় অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানো অসম্ভব। তাই আমরা বলেছি আমাদের যত আসন তত যাত্রী নিয়ে গাড়ি চালানোর অনুমতি দেয়ার জন্য।’
আরও পড়ুন: ভাড়া না বাড়ালে সরকারি নির্দেশনা মানবে না চট্টগ্রামের বাস মালিকরা
এনায়েত উল্যাহ বলেন এই প্রস্তাব বিবেচনায় নিয়ে ‘মন্ত্রণালয় তাদের মৌখিকভাবে অনুমতি দিয়েছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি।’
তিনি বলেন, ‘বাসের ভেতর হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে; সবাইকে মাস্ক পরতে হবে এবং বাসের স্টাফদের দায়িত্ব পালনের সময় টিকা সনদ সঙ্গে রাখতে হবে।’
করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সোমবার গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছিল সরকার।
আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
বাস-ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
১৪৪৯ দিন আগে
পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান সেতুমন্ত্রীর
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদকে তাদের ডাকা পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৯১৫ দিন আগে
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া নিয়ে চলাচল করছে দূরপাল্লার বাস
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া নিয়ে চলাচল করছে দূরপাল্লার বাস। এ নিয়ে যাত্রী সাধারণ এখন বিপাকে পড়েছেন।
২০৪০ দিন আগে