হাতুড়ির আঘাত
কুষ্টিয়ায় ভাগ্নের হাতুড়ির আঘাতে মামার মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরের চৌদুয়ার বিলপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে ভাগ্নের হাতুড়ির আঘাতে মামার মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আয়ূব আলী (৫৫) একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
অভিযুক্ত ভাগ্নে সাজু একই উপজেলার চৌদুয়ার বিলপাড়া এলাকার রাজ্জাক আলীর ছেলে।
আরও পড়ুন: মাদকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে আয়ূব আলী উপজেলার নিমতলা বাজার থেকে বাজার করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এই সময় চৌদুয়ার বিলপাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশের ঝোঁপ থেকে হঠাৎ হাতুড়ি নিয়ে হামলা করে অভিযুক্ত ভাগ্নে সাজু। পরে মামা আয়ূব আলীর মুখ ও মাথায় আঘাত করে পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়ূব আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মার যান।
এই ঘটনার পর থেকেই সাজু পলাতক রয়েছেন।
আরও পড়ুন: সম্পত্তির লোভে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পেটাল সন্তান!
এই ঘটনায় নিহতের ভাতিজা হুমায়ূন কবির বলেন, চাচার চিকিৎসা ব্যবস্থার জন্য দৌড়াদৌড়ি করায় থানায় অভিযোগ দিতে পারিনি। তবে বিষয়টি থানায় মৌখিকভাবে জানিয়েছি। এখন থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে
জমি লিখে না দেয়ায় কুড়িগ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা
কুড়িগ্রাম, ১৯ সেপ্টেম্বর (ইউএনবি)-রৌমারী উপজেলার বন্দবের গ্রামে বৃহস্পতিবার ছেলের হাতুড়ির আঘাতে নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
৫ বছর আগে