আড্ডা
অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকায় অ্যাডিলেড ও পার্থে দুটি কনসার্টে গান পরিবেশন করে সোলস।
গত ২৩ সেপ্টেম্বর সোলস লাইভ ইন অ্যাডিলেড কনসার্টের আয়োজন করেছিল আড্ডা।
এদিন উডভিলে টাউন হলে সোলস প্রায় দুই ঘন্টা গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করে। এর পরদিনই পার্থ শহরের-কারটিন থিয়েটারে প্রয়াসের আয়োজনে সোলস লাইভ ইন পার্থ কনসার্টে গান পরিবেশন করেন ব্যান্ডটি। এদিন সোলস দর্শকের পছন্দের গান গেয়ে শোনান। এই দুটি কনসার্টের মধ্যে দিয়ে সোলসের অস্ট্রেলিয়া সফর শেষ হলো।
সুবর্ণজয়ন্তীতে সোলসের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘দুটি শহরে একদিনের ব্যবধানে অনুষ্ঠান করেছি। সত্যি বলতে কী? আমরা শ্রোতাদের গান শোনাতেই এই পরিশ্রম করছি। দর্শকরাও আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এবারের অস্ট্রেলিয়া সফরে সোলস ছয়টি কনসার্টে অংশ নিয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দর্শকরা সোলসের গানগুলো উপভোগ করেছে।’
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
৮০০ দিন আগে
আদমদীঘিতে আড্ডা দেয়া নিয়ে কিশোর খুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় আড্ডা দেয়া নিয়ে ছুরিকাঘাতে শিহাব হোসেন (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।
১৯৪৯ দিন আগে
রাস্তার পাশে আড্ডার সময় পিকআপের চাপায় নিহত ২
বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামারকান্দী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় শনিবার সকালে দুজন নিহত হয়েছেন।
২০০৮ দিন আগে