অভিযান শুরু
অবৈধ ক্লিনিক বন্ধ করার ক্ষেত্রে কোনো চাপে নেই, আবার অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
অবৈধ ক্লিনিক বন্ধ করার ক্ষেত্রে কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, রমজান মাসে এবং দেশের বাইরে থাকায় অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে কিছুদিন অভিযান বন্ধ ছিল। এখন আবার অভিযান শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রীর জেনেভা ও লন্ডন ট্যুর নিয়ে রবিবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি কোনো চাপের মধ্যে নেই। একদম স্পষ্টভাবে আমি বলি আমার উপর কোনো চাপ নেই।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি কারো কথাও শুনি না। এটা (অভিযান) বন্ধ ঠিক হয়নি, আমরা কিছুটা সময় দিয়েছি যাতে তারা সংশোধন হয়। আর একসঙ্গে বাংলাদেশের সব ক্লিনিক বন্ধ করে দিতে তো পারব না। আমি আবার শুরু করব।’
তিনি বলেন, ‘রমজান মাসে আমি বন্ধ রাখতে বলেছি। আমার কাছে যতটুকু তথ্য আছে জেলা পর্যায়ে এটা চলছে। এটা বন্ধ হবে না।’
ডেঙ্গুর প্রস্তুতি বিষয়ে প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের প্রচুর স্যালাইন আছে। এখন একেবারে উপজেলা পর্যায়েও চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসার বিষয়ে ওয়াকিবহাল। আমাদের গাইড লাইনও আছে। সুতরাং অসুবিধা হবে বলে আমি মনে করি না। সবাই যদি সচেতন হয়, তাহলে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চীন একটা হাসপাতাল বানিয়ে দিচ্ছে আমাদের। চট্টগ্রামে ১৫০ বেডের বার্ন হাসপাতাল। সেটা পাস হয়ে গেছে এবং তারা আগামী শনিবার বাংলাদেশে আসবে, আমার সঙ্গে মিটিং করবে। তারপর আমরা কাজ শুরু করব।
এর আগে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে সায়মা ওয়াজেদ অক্টোবর মাসের ৭ থেকে ১০ তারিখে পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন করার প্রস্তাব দেন। আমরা সানন্দে গ্রহণ করে বলি- সবাই রাজি হলে ৭ থেকে ১০ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রীদের একটা সম্মেলন এখানে হবে। যে সম্মেলন হবে, সেখানে ১০টি দেশের স্বাস্থ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন। আশা করছি প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। সে লক্ষ্যেই কাজ করছি।
আরও পড়ুন: ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন সফল করতে জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী
২০৪০ সালের মধ্যেই বাংলাদেশ তামাকমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
৬ মাস আগে
বায়ু দূষণ রোধে নয়াদিল্লিতে অভিযান শুরু
দূষিত বায়ু করোনাভাইরাস মহামারিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে সতর্ক করে দিয়ে ভারতের নয়াদিল্লিতে কর্তৃপক্ষ শীতের আগে বায়ু দূষণের মাত্রা রোধ করার প্রয়াসে সোমবার দূষণবিরোধী অভিযান শুরু করেছে, খবর এপি।
ভারতের রাজধানী নিয়মিত বিষাক্ত ধোঁয়ায় ঢাকা পড়ায় এ অভিযান শুরু করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, সরকার ধুলা প্রতিরোধে প্রচারণা এবং খড় পোড়ানোর ধোঁয়া কমাতে দূষণবিরোধী অভিযান শুরু করবে এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করবে যাতে নাগরিকরা দূষণকারীদের বিরুদ্ধে ছবি-লিঙ্কযুক্ত অভিযোগ দায়ের করতে পারবে।
কেজরিওয়াল বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে দূষিত বায়ু প্রাণঘাতী হতে পারে। উভয়ই ফুসফুসকে প্রভাবিত করে।’
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যতম দূষিত শহর নয়াদিল্লিতে বসবাসকারী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘ সময় ধরে উচ্চ বায়ু দূষণে থাকার ফলে কমে গেছে। যে কারণে সেখানে করোনাভাইরাসকে আরও স্পর্শকাতর করে তুলেছে।
এর আগে গবেষণাগুলোতে পরামর্শ দেয়া হয়েছে যে উচ্চ স্তরের বায়ু দূষণ এ সংক্রমণকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
প্রতি বছর এক মিলিয়নেরও বেশি ভারতীয় বায়ু দূষণজনিত রোগের কারণে মারা যান বলে মনে করা হয়।
নয়াদিল্লিতে করোনাভাইরাসে ২ লাখ ৮৫ হাজার ১০৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন পাঁচ হাজার ৫১০ জন।
৪ বছর আগে
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ‘চিরুনি’ অভিযান শুরু
এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে শনিবার সব ওয়ারো্ড একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৪ বছর আগে