উদ্ধার
ফরিদপুরের অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায উপজেলায় বিল থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ছিলাধরচর গ্রামের এক বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ঘোড়ার গাড়ির চালকের লাশ উদ্ধার
ভাঙ্গা পৌরসভার স্থানীয় ৬ নং ওয়ার্ড কমিশনার আবুল কালাম আজাদ জানান, সকালে মরা বিলে আমার এলাকার রাশেদ নামের এক ভাই কচুরিপানা কাটতে গিয়ে নারীর লাশ দেখতে পায়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, এলাকাবাসী কচুরি কাটতে গিয়ে লাশ দেখে ৯৯৯ খবর দেয়। সংবাদ পেয়ে আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়সহ ঘটনাস্থলে হাজির হই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এই মহিলা সোমবার কোনো এক সময় ডোঙ্গা দিয়ে বিল বা মরা নদী পার হচ্ছিলেন। এ সময় তিনি ডোঙ্গা থেকে পড়ে গভীর জলে তলিয়ে যান।
পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়ারুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল রহস্য জানা যাবে।
আরও পড়ুন: সিলেটে নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে লাশ উদ্ধার
৭৪৫ দিন আগে
যশোরের চৌগাছায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের চৌগাছায় এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় গাড়ির ওয়ার্কশপ থেকে ‘মানসিক প্রতিবন্ধী’ যুবকের লাশ উদ্ধার
নিহত রাব্বি (১৯) বিশ্বাসপাড়ার সিএনজি চালক শরিফুল ইসলামের ছেলে ও চৌগাছা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসীরা জানান, মঙ্গলবার বিকালে রাব্বির মা গার্মেন্টসের কাজ শেষে বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর জানালা দিয়ে ছেলেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখের চিৎকার শুরু করেন।
এ সময় এলাকাবাসীর সহায়তায় জানালা দিয়ে বাঁশের সাহায্যে ঘরের দরজা খুলে রাব্বিকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে কিছুক্ষণ হাটানো হয়। এক পর্যায়ে সে মৃত্যুরকোলে ঢলে পড়ে।
প্রেমঘটিত কারণে রাব্বির মৃত্যু হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: সিলেটে মসজিদের পুকুর থেকে ইমামের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
৮২১ দিন আগে
নওগাঁয় ১৮০ বস্তা পরিত্যক্ত সরকারি গম উদ্ধার
পোরশা উপজেলার নিতপুর গ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক্টরসহ খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৮০ বস্তা গম উদ্ধার করা হয়েছে।
২০০৬ দিন আগে