নিবিড় পরিচর্যা কেন্দ্র
করোনায় চট্টগ্রামের শিল্পপতি মাহমুদ আলী’র মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদ আলী রাতুল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ৭৩ হাজার ছাড়াল
মাহমুদ আলী রাতুলের ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান জানান, শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: স্বপরিবারে করোনায় আক্রান্ত এমপি নিজাম হাজারী
জানা গেছে, মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন মাহমুদ আলী রাতুল। নমুনা পরীক্ষায় গত ৩০ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত শুক্রবার বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: টিকা নেয়া সিরাজগঞ্জ ১ আসনের এমপি জয় ফের করোনায় আক্রান্ত
মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদে ছিলেন তিনি।
মাহমুদ আলী রাতুল তার নিজ উপজেলা হাতিয়ায় অসংখ্য স্কুল, কলেজ ও ধর্মীয় অবকাঠামো প্রতিষ্ঠান করেছেন। মহান মুক্তিযুদ্ধে শহীদ মোস্তফা আলী দুলালের ছোট ভাই তিনি। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৩ বছর আগে
মেক্সিকোতে জরুরি ব্যবহারে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকে অনুমোদন
মেক্সিকো জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনকে সোমবার অনুমোদন দিয়েছে।
৩ বছর আগে
দেশে আইসিইউ বেডের সংখ্যা ও বণ্টন কিভাবে হয় জানতে চায় হাইকোর্ট
সারা দেশের হাসপাতালে কতগুলোতে কতগুলো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ বেড) আছে, তা–বণ্টন কিভাবে হয় তা জানতে চাওয়ার পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরামর্শ ও তদারকিতে কেন্দ্রীয়ভাবে কী ব্যবস্থা আছে, তাও জানতে চেয়েছে হাইকোর্ট।
৪ বছর আগে