বিশ্ব সমুদ্র দিবস
কক্সবাজারে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব ২০২২।
বুধবার (৮ জুন) সকাল পৌনে ১০টায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে শুরু হওয়া এই উৎসবের যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ও বেসরকারি সংস্থা সেফ বাংলাদেশ।
উৎসবে দিনভর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, নীল অর্থনীতি নিয়ে সেমিনার, সৈকত ভলিবল ও সার্ফিং।
এদিন সকালে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান হয়। পরে সৈকত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন হয়। এতে সেফসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও পর্যটকরা অংশ নেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল: উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
সাজ্জাদুল হাসান বলেন, 'প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমুদ্র জয় করতে পেরেছি। এটা আমাদের জন্য বিশাল অর্জন। তাই এই সমুদ্রকে পরিষ্কার রাখা আমাদের সকলেরই দায়িত্ব। সমুদ্র পরিচ্ছন্নতার সঙ্গে আমাদের সুনীল অর্থনীতির সুনিবিড় সম্পর্ক রয়েছে। সমুদ্র পরিচ্ছন্ন থাকলে সমুদ্র দর্শনার্থীদের মনেও পরিচ্ছন্নতা সৃষ্টি হবে।'
২ বছর আগে
নওয়াজেশ নলেজ সেন্টার ও ওয়াইল্ডটিমের বিশ্ব সমুদ্র দিবস পালন
বিশ্ব সমুদ্র দিবস-২০২০ উপলক্ষে ফেসবুক লাইভে আলিফা বিনতে হকের সাথে এক সরাসরি কথোপকথন অনুষ্ঠিত হয়েছে।
৪ বছর আগে