ভারতীয় হাইকমিশন
উত্তরা বিমান দুর্ঘটনার আহতদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব ভারতের
বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ভারতে যদি কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়, তা জানাতে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
মঙ্গলবার (২২ জুলাই) হাইকমিশন জানায়, তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া শোকবার্তার পর হাইকমিশন থেকে এই বার্তাটি এসেছে। মাইলস্টোন স্কুলে এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আরও ৮ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৭৮
মোদি সোমবার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে—যাদের বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী—গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের হৃদয় থেকে সমবেদনা।’
মোদি বলেন, তারা আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
১৩৬ দিন আগে
ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির বিক্ষোভ মিছিল
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রবিবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করে।
বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করেন বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পদযাত্রা শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ তিন সংগঠনের শীর্ষ নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
আরও পড়ুন: ভারত কুটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: দুলু
ভারতের ক্ষমতাসীন দল ও গণমাধ্যম মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে বলে নিন্দা জানান তারা।
সকাল সাড়ে ৯টা থেকে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল আসতে দেখা গেছে।
ভারতীয় আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে স্লোগান সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন।
সম্প্রতি বাংলাদেশবিরোধী ঘটনা এবং ভারতীয় রাজনীতিবিদ ও গণমাধ্যমের মন্তব্যের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
এর আগে শনিবার বিএনপির তিন সহযোগী সংগঠন এই বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: ‘শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্বের জন্য ভারত বাংলাদেশের সঙ্গে দুশমনি করছে’
৩৬২ দিন আগে
ভারতের আইটেক কর্মসূচিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে: প্রণয় ভার্মা
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএএবি) সঙ্গে মঙ্গলবার (৭ নভেম্বর) ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (আইটেক) দিবস উদযাপনের জন্য একটি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে হাইকমিশনার ভার্মা উল্লেখ করেন, ভারতের ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগীসমূহের একটি হিসেবে আইটেক কর্মসূচিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
তিনি আরও উল্লেখ করেন, সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের অধীনে প্রতি বছর আইটেকে বাংলাদেশের জন্য নিবেদিত ৫০০টি স্লট রয়েছে এবং সরকারি কর্মচারী ও বেসরকারি এন্টারপ্রাইজসমূহের জন্য বেশ কিছু চাহিদাভিত্তিক কর্মসূচি আছে যা বাংলাদেশ সরকারের প্রয়োজন অনুযায়ী সাজানো হয়ে থাকে।
আরও পড়ুন: আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন মূল্যবোধের সর্বজনীনতা পুনর্ব্যক্ত করে: প্রণয় ভার্মা
৭৫৮ দিন আগে
ভারতীয় হাইকমিশনের 'ওপেন হাউজ' মতবিনিময় সভা
ভারতীয় হাইকমিশন বাংলাদেশে অবস্থান করা ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের অভিযোগ সমাধান ও কনস্যুলার পরিষেবা সম্পর্কে পরামর্শ গ্রহণের জন্য মঙ্গলবার একটি 'ওপেন হাউজ' মতবিনিময় সভার আয়োজন করে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আলোচনায় যোগ দেন এবং সম্প্রদায়ের সদস্যদের প্রশ্ন ও উদ্বেগের কথা শোনেন।
তিনি সম্প্রদায়ের সদস্যদের আশ্বস্ত করেন যে তাদের অভিযোগ ও পরামর্শ বিবেচনায় নেয়া হবে এবং সমাধানে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
কনস্যুলার পরিষেবা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে এবং সেগুলো সমাধানের জন্য ব্যবহারিক সমাধান খুঁজতে 'ওপেন হাউজ' মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: পররাষ্ট্র সচিবের সঙ্গে জাপানের নতুন রাষ্ট্রদূতের মতবিনিময়
যুক্তরাজ্যে হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশমন্ত্রীর মতবিনিময়
৯৯৬ দিন আগে
এনামুল হকের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক
বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক ড. এনামুল হকের মৃত্যুতে ভারত গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ড. এনামুল হক ২০২০ সালে ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
মৃত্যুকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. হকের বয়স ছিল ৮৫ বছর।
রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
পড়ুন: বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক ড. এনামুল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
১২৪৩ দিন আগে
ভারত থেকে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আসছে আজ
অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১০ লাখ ডোজ টিকা শনিবার ভারত থেকে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে শনিবার বিকেল ৫.৪০ মিনিটে এ চালানটি আসার কথা রয়েছে।
এটি বেক্সিমকোর বাণিজ্যিক অর্ডারের সরবরাহ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ভারত সরকার করোনা পরিস্থিতির উন্নতির মধ্যে অক্টোবর থেকে করোনা ভ্যাকসিন রপ্তানি পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছিল।
সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক সংস্থাটি দেশীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসে রপ্তানি বন্ধ করে দিয়েছিল।
অ্যাস্ট্রাজেনেকা দ্বারা উৎপাদিত ভ্যাকসিনের তিন কোটি ডোজ টিকা কেনার জন্য বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এসআই আই) সাথে চুক্তি করেছে।
চুক্তি অনুসারে বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। তবে চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে।
উল্লেখ্য,বাংলাদেশ দ্বিপাক্ষিক অংশীদারিত্বের উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে।
আরও পড়ুন: ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিবে রোমানিয়া
টিকা উৎপাদনে প্রযুক্তি ভাগ করে নেয়ার আহ্বান বাংলাদেশের
ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে
১৫১৮ দিন আগে
বিশিষ্ট ভারতীয় ব্যক্তিদের সাথে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতার কথা স্মরণ করলেন দোরাইস্বামী
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় হাইকমিশন, ঢাকা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রন্থপাঠ অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়েছে।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, অংশগ্রহণকারীরা যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু নির্বাচিত অংশ পাঠ করে এবং সেগুলি নিয়ে আলোচনা করে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
তিনি কয়েক দশক ধরে বিশিষ্ট ভারতীয় ব্যক্তিবর্গের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতার কথা স্মরণ করেন। তার বক্তব্যেন পর অসমাপ্ত আত্মজীনী থেকে ছয়টি অংশ পাঠ করা হয়।
প্রতিটি অংশ পাঠের পর সেগুলোর তাৎপর্য সংক্ষেপে আলোচনা করা হয়েছিল। বঙ্গবন্ধুর অসাধারণ এবং আকর্ষণীয় জীবনকাহিনী তার অসমাপ্ত আত্মজীবনী থেকে নির্বাচিত অংশগুলোতে প্রতিফলিত হয়েছে।
ভারতীয় হাইকমিশনারসহ অংশগ্রহণকারীরা সমস্বরে বঙ্গবন্ধুর সাহিত্যিক গুণাবলীর পাশাপাশি আধুনিক ইতিহাস, রাজনীতি এবং বাংলাদেশের গল্পের সাথে তার প্রাসঙ্গিকতার প্রশংসা করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমগ্র জীবনই সকলের জন্য একটা বার্তা: ড. অজিৎ সিং
বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তাদের রাজনীতি করার অধিকার নেই: তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে নিরপেক্ষ কমিশন: আইনমন্ত্রী
১৫৭১ দিন আগে
ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে বুধবার ঢাকা-দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
২০০৫ দিন আগে